ETV Bharat / state

Bowbazar Metro বউবাজারের 14 জনকে ক্ষতিপূরণ মেট্রো কর্তৃপক্ষের, 2019 সালের ক্ষতিগ্রস্তরা বাড়ি পাবেন আগামী বছর - বউবাজার মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড

মেট্রো সম্প্রসারণের কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বউবাজারের (Bowbazar Metro)দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা ৷ বাড়ি ছেড়ে অন্যত্র ফ্ল্যাটে আশ্রয় নেন ৷ এবার তাঁদের হাতে ক্ষতিপূরণ তুলে দিল কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড ৷

ETV BHARAT
কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড
author img

By

Published : Aug 29, 2022, 10:28 PM IST

কলকাতা, 29 অগস্ট: ইস্টওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন ক্ষতিগ্রস্ত হওয়া(bowbazar metro affected people)বউবাজার অঞ্চলের দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি পরিবার এবং দোকান মালিকদের হাতে সোমবার ক্ষতিপূরণ তুলে দিল কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)৷

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমআরসিএল(kmrcl gives compensation)অ্যাডমিনিস্ট্রেশনের জেনারেল ম্যানেজার একে নন্দী, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় পৌরপিতা বিশ্বরূপ দে । এদিন কেএমআরসিএলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত 14টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় চেক । তবে ক্ষতিগ্রস্তদের এই সংখ্যাটি আরও কিছুটা বাড়তে পরে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ । 13জন ক্ষতিগ্রস্তদের 1 লক্ষ টাকার চেক দেওয়া হয় । এর মধ্যে একজন অনুপস্থিত বলে তাঁকে চেক পাঠানো হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : বউবাজারে মেট্রো বিপর্যয়ের ঘরছাড়াদের পুর্নবাসনের দাবি কাউন্সিলর বিশ্বরূপ দে-র

এই বিষয়ে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার এ কে নন্দী জানান, 2019 সালের দুর্গা পিতুরি লেন এবং সংলগ্ন আরও যেই এলাকায় ঘর ছাড়া হয়েছিল পরিবারগুলি তাঁরা এখনও ফ্ল্যাটে রয়েছেন । তবে আমাদের আশা যে সব কিছু ঠিকঠাক এগোলে আগামী বছর ডিসেম্বর মাসেই তাঁরা আবার নিজেদের বাড়িতে ফিরে আসতে পারবেন ।

এ বছর যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয় তাঁর বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বেশ কয়েকবার ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন । তবে কতগুলি গাড়ি এবং দোকান বিপজ্জনক অবস্থায় রয়েছে তার চূড়ান্ত তালিকা এখনও আমাদের কাছে আসেনি ।

মেট্রোর কাজের জন্য বউবাজারের ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণ তুলে দিল কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড

আরও পড়ুন : এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোর কাজে সবচেয়ে জটিল অংশ বউবাজার, স্বীকার করল কেএমআরসিএল

পাশাপাশি চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, "2019 সালের ক্ষতিগ্রস্তরা এখনও বাড়ি পেল না । এই বছরেও আবার অনেক পরিবার এবং দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে অন্যদিকে আমাদের বিজ্ঞানকেও মেনে নিতে হবে । বিশেষজ্ঞরা বারবার বলছেন যে মাটি যতক্ষণ শক্ত না হবে সেখানে আবার নতুন করে বাড়ি তৈরি করা সম্ভব নয় । তাই কিছুদিন অপেক্ষা করতেই হবে আমাদের ।" প্রসঙ্গত, 2019 সালে 23টি বাড়ি বিপজ্জনক বলে চিহ্নিত করে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড ।

আরও পড়ুন : মেট্রোর কাজে ভেঙেছে আশ্রয়, একজোট হলেন বউবাজারের ঘরছাড়ারা

কলকাতা, 29 অগস্ট: ইস্টওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন ক্ষতিগ্রস্ত হওয়া(bowbazar metro affected people)বউবাজার অঞ্চলের দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি পরিবার এবং দোকান মালিকদের হাতে সোমবার ক্ষতিপূরণ তুলে দিল কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)৷

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমআরসিএল(kmrcl gives compensation)অ্যাডমিনিস্ট্রেশনের জেনারেল ম্যানেজার একে নন্দী, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় পৌরপিতা বিশ্বরূপ দে । এদিন কেএমআরসিএলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত 14টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় চেক । তবে ক্ষতিগ্রস্তদের এই সংখ্যাটি আরও কিছুটা বাড়তে পরে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ । 13জন ক্ষতিগ্রস্তদের 1 লক্ষ টাকার চেক দেওয়া হয় । এর মধ্যে একজন অনুপস্থিত বলে তাঁকে চেক পাঠানো হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : বউবাজারে মেট্রো বিপর্যয়ের ঘরছাড়াদের পুর্নবাসনের দাবি কাউন্সিলর বিশ্বরূপ দে-র

এই বিষয়ে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার এ কে নন্দী জানান, 2019 সালের দুর্গা পিতুরি লেন এবং সংলগ্ন আরও যেই এলাকায় ঘর ছাড়া হয়েছিল পরিবারগুলি তাঁরা এখনও ফ্ল্যাটে রয়েছেন । তবে আমাদের আশা যে সব কিছু ঠিকঠাক এগোলে আগামী বছর ডিসেম্বর মাসেই তাঁরা আবার নিজেদের বাড়িতে ফিরে আসতে পারবেন ।

এ বছর যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয় তাঁর বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বেশ কয়েকবার ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন । তবে কতগুলি গাড়ি এবং দোকান বিপজ্জনক অবস্থায় রয়েছে তার চূড়ান্ত তালিকা এখনও আমাদের কাছে আসেনি ।

মেট্রোর কাজের জন্য বউবাজারের ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণ তুলে দিল কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড

আরও পড়ুন : এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোর কাজে সবচেয়ে জটিল অংশ বউবাজার, স্বীকার করল কেএমআরসিএল

পাশাপাশি চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, "2019 সালের ক্ষতিগ্রস্তরা এখনও বাড়ি পেল না । এই বছরেও আবার অনেক পরিবার এবং দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে অন্যদিকে আমাদের বিজ্ঞানকেও মেনে নিতে হবে । বিশেষজ্ঞরা বারবার বলছেন যে মাটি যতক্ষণ শক্ত না হবে সেখানে আবার নতুন করে বাড়ি তৈরি করা সম্ভব নয় । তাই কিছুদিন অপেক্ষা করতেই হবে আমাদের ।" প্রসঙ্গত, 2019 সালে 23টি বাড়ি বিপজ্জনক বলে চিহ্নিত করে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড ।

আরও পড়ুন : মেট্রোর কাজে ভেঙেছে আশ্রয়, একজোট হলেন বউবাজারের ঘরছাড়ারা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.