ETV Bharat / state

Newmarket Hawker Problem: নিউমার্কেটে হকার সমস্যায় লাগাম দিতে 'গড়িয়াহাট মডেলে' ভরসা ফিরহাদদের

author img

By

Published : May 20, 2023, 9:06 AM IST

Updated : May 20, 2023, 9:32 AM IST

নিউমার্কেটের হকার সমস্যায় লাগাম দিতে এবার গড়িয়াহাট মডেল বাস্তবায়নের ইচ্ছা প্রকাশ মেয়র ফিরহাদ হাকিমের ৷ কী এই গড়িয়াহাট মডেল ?

Etv Bharat
নিউমার্কেটে হকার সমস্যা

কলকাতা, 20 মে: মহানগরকে হকার-রাজ মুক্ত করতে উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ হকার আইন অনুসারে শহরের বিভিন্ন জায়গায় সম্প্রতি তৈরি হয়েছে টাউন ভেন্ডিং কমিটি । অথচ এই নয়া হকারনীতির বাস্তবায়ন হয়নি নিউমার্কেট চত্বরেই । কলকাতা পৌরনিগমের মূল কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত নিউমার্কেটে ধরা পড়েছে অব্যবস্থার ছবি ৷ অভিযোগ, ফুটপাথ থেকে শুরু করে রাস্তা সবটারই দখল নিয়েছেন হকাররা ।

হকারদের উৎপাত থেকে রেহাই পেতে ইতিমধ্যেই নিউমার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে মেয়র ফিরহাদ হাকিম এবং পৌর কমিশনার বিনোদ কুমারকে ৷ অভিযোগ, হকার আইনের তোয়াক্কা করছেন না নিউমার্কেট এলাকার হকাররা । ফুটপাথ থেকে রাস্তা সবটাই দখল করে ব্যবসা করছেন তাঁরা। এমনকী নিউমার্কেট বাজারের গেটও তাদের দখলে চলে গিয়েছে ৷ সরকারি খাতায় এই চত্বরে প্রায় তিন হাজারের কাছাকাছি হকার থাকার কথা কিন্তু কয়েকটি সূত্রের দাবি আদতে সংখ্যটা প্রায় চার হাজার ।

হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনও জানিয়েছে, নিউমার্কেটের ফুটপাথে পথচারীদের হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা নেই । সবটাই হকারদের দখলে । তাছাড়া টাউন ভেন্ডিং কমিটির নিয়ম অনুযায়ী ব্ল্যাক টপ বা পিচ রাস্তার উপর হকারদেপর ব্যবসা করা নিষিদ্ধ ৷ কিন্তু নিউমার্কেট চত্বরে এই ধরনের কোনও নিয়মই মানা হচ্ছে না বলে অভিযোগ ৷ পিচ রাস্তার উপরও রমরমিয়ে ব্যবসা করছেন হকাররা ৷ প্লাস্টিকের ছাউনিতে ভরে গিয়েছে চত্বর ৷ তার ফলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

এই সমস্যার সমাধান কবে ?

সমস্যার কথা উল্লেখ করেই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল কলকাতা পৌরমনিগমকে ৷ তবে দ্রুত এই সমস্যার সমাধান হবে না। খোদ মেয়র ফিরহাদ হাকিমের কথাতেই সেই ইঙ্গিত মিলেছে। নিউমার্কেট চত্বরের এই সমস্যার কথা স্বীকারও করে নিয়েছেন মেয়র ৷ এই প্রসঙ্গেই তিনি জানান, নিউমার্কেটের কিছুটা অংশে যথেচ্ছভাবে দোকান না করে গড়িয়াহাট ও হাতিবাগানের মডেলে দোকান তৈরি করা যেতে পারে ৷ একটি লোহার কাঠামো ও টিনের ছাউনি দেওয়া নির্দিষ্ট মাপের দোকান । যেখানে হকারির পরে, হকাররা রাত্রে মালপত্র সরিয়ে ফেলতে পারবেন । রাস্তা ফাঁকা থাকলে আগুন লাগলে সহজেই দমকল কাজ করতে পারবে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণও কমবে ৷

আরও পড়ুন: গড়িয়াহাট হকার্স কর্নারের প্লাস্টিকের ছাউনি সরে হল টিনের, পরিদর্শনে ফিরহাদ

গড়িয়াহাট ও হাতিবাগান মডেল কী ?

এই মডেল অনুযায়ী গড়িয়াহাট, হাতিবাগান এলাকার হকারদের জন্য় প্লাস্টিকের ছাউনির পরিবর্তে লোহার কাঠামো ও টিনের ছাউনি দেওয়া স্টল তৈরি হয়েছে ৷ তাছাড়া স্টলের যে অংশটি রাস্তার দিকে থাকছে সেখানে বিজ্ঞাপন দিয়ে পৌরসভার আয় বৃদ্ধির চেষ্টা চলেছে ৷ নিউমার্কেটের হকারদেরও এইরকমই স্টল দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে ৷

কলকাতা, 20 মে: মহানগরকে হকার-রাজ মুক্ত করতে উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ হকার আইন অনুসারে শহরের বিভিন্ন জায়গায় সম্প্রতি তৈরি হয়েছে টাউন ভেন্ডিং কমিটি । অথচ এই নয়া হকারনীতির বাস্তবায়ন হয়নি নিউমার্কেট চত্বরেই । কলকাতা পৌরনিগমের মূল কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত নিউমার্কেটে ধরা পড়েছে অব্যবস্থার ছবি ৷ অভিযোগ, ফুটপাথ থেকে শুরু করে রাস্তা সবটারই দখল নিয়েছেন হকাররা ।

হকারদের উৎপাত থেকে রেহাই পেতে ইতিমধ্যেই নিউমার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে মেয়র ফিরহাদ হাকিম এবং পৌর কমিশনার বিনোদ কুমারকে ৷ অভিযোগ, হকার আইনের তোয়াক্কা করছেন না নিউমার্কেট এলাকার হকাররা । ফুটপাথ থেকে রাস্তা সবটাই দখল করে ব্যবসা করছেন তাঁরা। এমনকী নিউমার্কেট বাজারের গেটও তাদের দখলে চলে গিয়েছে ৷ সরকারি খাতায় এই চত্বরে প্রায় তিন হাজারের কাছাকাছি হকার থাকার কথা কিন্তু কয়েকটি সূত্রের দাবি আদতে সংখ্যটা প্রায় চার হাজার ।

হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনও জানিয়েছে, নিউমার্কেটের ফুটপাথে পথচারীদের হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা নেই । সবটাই হকারদের দখলে । তাছাড়া টাউন ভেন্ডিং কমিটির নিয়ম অনুযায়ী ব্ল্যাক টপ বা পিচ রাস্তার উপর হকারদেপর ব্যবসা করা নিষিদ্ধ ৷ কিন্তু নিউমার্কেট চত্বরে এই ধরনের কোনও নিয়মই মানা হচ্ছে না বলে অভিযোগ ৷ পিচ রাস্তার উপরও রমরমিয়ে ব্যবসা করছেন হকাররা ৷ প্লাস্টিকের ছাউনিতে ভরে গিয়েছে চত্বর ৷ তার ফলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

এই সমস্যার সমাধান কবে ?

সমস্যার কথা উল্লেখ করেই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল কলকাতা পৌরমনিগমকে ৷ তবে দ্রুত এই সমস্যার সমাধান হবে না। খোদ মেয়র ফিরহাদ হাকিমের কথাতেই সেই ইঙ্গিত মিলেছে। নিউমার্কেট চত্বরের এই সমস্যার কথা স্বীকারও করে নিয়েছেন মেয়র ৷ এই প্রসঙ্গেই তিনি জানান, নিউমার্কেটের কিছুটা অংশে যথেচ্ছভাবে দোকান না করে গড়িয়াহাট ও হাতিবাগানের মডেলে দোকান তৈরি করা যেতে পারে ৷ একটি লোহার কাঠামো ও টিনের ছাউনি দেওয়া নির্দিষ্ট মাপের দোকান । যেখানে হকারির পরে, হকাররা রাত্রে মালপত্র সরিয়ে ফেলতে পারবেন । রাস্তা ফাঁকা থাকলে আগুন লাগলে সহজেই দমকল কাজ করতে পারবে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণও কমবে ৷

আরও পড়ুন: গড়িয়াহাট হকার্স কর্নারের প্লাস্টিকের ছাউনি সরে হল টিনের, পরিদর্শনে ফিরহাদ

গড়িয়াহাট ও হাতিবাগান মডেল কী ?

এই মডেল অনুযায়ী গড়িয়াহাট, হাতিবাগান এলাকার হকারদের জন্য় প্লাস্টিকের ছাউনির পরিবর্তে লোহার কাঠামো ও টিনের ছাউনি দেওয়া স্টল তৈরি হয়েছে ৷ তাছাড়া স্টলের যে অংশটি রাস্তার দিকে থাকছে সেখানে বিজ্ঞাপন দিয়ে পৌরসভার আয় বৃদ্ধির চেষ্টা চলেছে ৷ নিউমার্কেটের হকারদেরও এইরকমই স্টল দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে ৷

Last Updated : May 20, 2023, 9:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.