ETV Bharat / state

KMC Building Rule : বিপজ্জনক বাড়ি সংস্কার আইন ফের সংশোধনের পথে কলকাতা পৌরনিগম - Kolkata Municipal Corporation

শহরের পুরানো বিপজ্জনক বাড়িগুলি অন্যতম মাথা ব্যাথার কারণ কলকাতা পৌরনিগমের (Old Buildings in KMC Area) ৷

KMC new amendment bill
বিপজ্জনক বাড়ি সংস্কারের আইন ফের সংশোধনের পথে কলকাতা পৌরনিগম
author img

By

Published : Feb 4, 2022, 9:09 AM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : বিপজ্জনক বাড়ি সংস্কার আইন ফের সংশোধন করার পথে কলকাতা পৌরনিগম (KMC to bring new amendment bill to repair old and dilapidated buildings) ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ফাইল পাঠানো হয়েছে পৌর ও নগরোন্নয়ন দফতরে ৷

কলকাতা পৌরনিগমের কাছে অন্যতম মাথা ব্যাথার কারণ শহরে বহু বিপজ্জনক বাড়ি । যেগুলির বেশিরভাগই রয়েছে উত্তর, মধ্য ও পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে । বিশেষ করে বর্ষায় যখন তখন ভেঙে পড়ছে পুরনো বাড়ি বা বাড়িগুলির একাংশ ৷ এগুলি সংস্কারের জন্য পৌর বিল্ডিং আইনের 412 ধারায় সংশোধনী আনা হয়েছিল কয়েক বছর আগেই । সংশোধন করে তৈরি হয়েছিল 412(এ) ধারা । এই ধারায় শহরের বিপজ্জনক বাড়িগুলির সংস্কার কাজে পৌরসভা সেখানকার বাসিন্দাদের সহযোগিতা করবে । বাড়ির অনুমোদন দেওয়ার ক্ষেত্রে মালিক ও ভাড়াটিয়া উভয় পক্ষের স্বার্থ বজায় রাখা হবে । ফলে আশা করা হয়েছিল, এর ফলে সমস্যার অনেকটা সমাধান হবে ৷ ভাড়াটে এবং বাড়িওয়ালারা এই সংশোধনীর ফলে এগিয়ে আসবেন এবং বিপদজনক বাড়ি সংস্কারে সাহায্য করবেন ।

আরও পড়ুন : শিশুদের স্কুলমুখী করতে উদ্যোগী কলকাতা পৌরনিগম

কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই ভাড়াটে বা মালিক কেউ সেই পথে হাঁটেননি । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এই কয়েক বছর সময়ে কমবেশি মাত্র 70টি বিপজ্জনক বাড়ি সংশোধনী আইনে সংস্কার হয়েছে । ফলে আইন সংশোধন করে লাভের লাভ কিছু হয়নি । এদিকে, বাড়ি ভেঙে পড়ে প্রাণ গেলে পৌর কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড়াতে হয় । তাই ফের বিল্ডিং আইনের 412(এ) ধারার সংশোধনী আনার জন্য পৌর ও নগরোন্নয়ন দফতরে ফাইল পাঠানো হয়েছে বলেই খবর কলকাতা কর্পোরেশন সূত্রে । বিধানসভায় এই সংশোধনী প্রস্তাব আনা হবে বলে সিদ্ধান্ত হয়েছে ।

পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, বিপজ্জনক বাড়িগুলির সংস্কার বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে । ইতিমধ্যেই এই ইচ্ছার কথা জানিয়ছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । গত পৌর অধিবেশনে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা সাহা বিষয়টি তোলেন । শহরে বিপজ্জনক বাড়ির 40-45 শতাংশ শুধুমাত্র 24 নম্বর ওয়ার্ডের পাথুরিয়াঘাটা স্ট্রিট বা নিমতলা ঘাট স্ট্রিট এলাকায় । ফিরহাদ হাকিমও জানিয়েছিলেন, বিপজ্জনক বাড়িগুলি সত্যি উদ্বেগজনক । এরপরই তিনি 412(এ) ধারায় সংশোধনী আনার সিদ্ধান্তের কথা জানান । কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে শহরে 2700টি বাড়ি পুরানো বাড়ি রয়েছে । যার মধ্যে 150টি অত্যন্ত বিপজ্জনক বাড়ি নিয়ে চিন্তা কলকাতা পৌরসভার কর্তাদের । এবিষয়ে বাড়ির মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, গতবার কলকাতা পুরসভা বিল্ডিং আইনে যে সংশোধনী এনে ছিল সেখানে তাদের মতামত নেওয়া হয়নি । যে কারণে বিপজ্জনক বাড়ি সংস্কার করতে গিয়ে আরও জটিল পরিস্থিতি তৈরি হয়েছে । এবারেও তাদের মতামত নেওয়া না হলে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে হবে তাদের, জানিয়েছে সংগঠনটি ৷

কলকাতা, 4 ফেব্রুয়ারি : বিপজ্জনক বাড়ি সংস্কার আইন ফের সংশোধন করার পথে কলকাতা পৌরনিগম (KMC to bring new amendment bill to repair old and dilapidated buildings) ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ফাইল পাঠানো হয়েছে পৌর ও নগরোন্নয়ন দফতরে ৷

কলকাতা পৌরনিগমের কাছে অন্যতম মাথা ব্যাথার কারণ শহরে বহু বিপজ্জনক বাড়ি । যেগুলির বেশিরভাগই রয়েছে উত্তর, মধ্য ও পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে । বিশেষ করে বর্ষায় যখন তখন ভেঙে পড়ছে পুরনো বাড়ি বা বাড়িগুলির একাংশ ৷ এগুলি সংস্কারের জন্য পৌর বিল্ডিং আইনের 412 ধারায় সংশোধনী আনা হয়েছিল কয়েক বছর আগেই । সংশোধন করে তৈরি হয়েছিল 412(এ) ধারা । এই ধারায় শহরের বিপজ্জনক বাড়িগুলির সংস্কার কাজে পৌরসভা সেখানকার বাসিন্দাদের সহযোগিতা করবে । বাড়ির অনুমোদন দেওয়ার ক্ষেত্রে মালিক ও ভাড়াটিয়া উভয় পক্ষের স্বার্থ বজায় রাখা হবে । ফলে আশা করা হয়েছিল, এর ফলে সমস্যার অনেকটা সমাধান হবে ৷ ভাড়াটে এবং বাড়িওয়ালারা এই সংশোধনীর ফলে এগিয়ে আসবেন এবং বিপদজনক বাড়ি সংস্কারে সাহায্য করবেন ।

আরও পড়ুন : শিশুদের স্কুলমুখী করতে উদ্যোগী কলকাতা পৌরনিগম

কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই ভাড়াটে বা মালিক কেউ সেই পথে হাঁটেননি । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এই কয়েক বছর সময়ে কমবেশি মাত্র 70টি বিপজ্জনক বাড়ি সংশোধনী আইনে সংস্কার হয়েছে । ফলে আইন সংশোধন করে লাভের লাভ কিছু হয়নি । এদিকে, বাড়ি ভেঙে পড়ে প্রাণ গেলে পৌর কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড়াতে হয় । তাই ফের বিল্ডিং আইনের 412(এ) ধারার সংশোধনী আনার জন্য পৌর ও নগরোন্নয়ন দফতরে ফাইল পাঠানো হয়েছে বলেই খবর কলকাতা কর্পোরেশন সূত্রে । বিধানসভায় এই সংশোধনী প্রস্তাব আনা হবে বলে সিদ্ধান্ত হয়েছে ।

পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, বিপজ্জনক বাড়িগুলির সংস্কার বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে । ইতিমধ্যেই এই ইচ্ছার কথা জানিয়ছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । গত পৌর অধিবেশনে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা সাহা বিষয়টি তোলেন । শহরে বিপজ্জনক বাড়ির 40-45 শতাংশ শুধুমাত্র 24 নম্বর ওয়ার্ডের পাথুরিয়াঘাটা স্ট্রিট বা নিমতলা ঘাট স্ট্রিট এলাকায় । ফিরহাদ হাকিমও জানিয়েছিলেন, বিপজ্জনক বাড়িগুলি সত্যি উদ্বেগজনক । এরপরই তিনি 412(এ) ধারায় সংশোধনী আনার সিদ্ধান্তের কথা জানান । কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে শহরে 2700টি বাড়ি পুরানো বাড়ি রয়েছে । যার মধ্যে 150টি অত্যন্ত বিপজ্জনক বাড়ি নিয়ে চিন্তা কলকাতা পৌরসভার কর্তাদের । এবিষয়ে বাড়ির মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, গতবার কলকাতা পুরসভা বিল্ডিং আইনে যে সংশোধনী এনে ছিল সেখানে তাদের মতামত নেওয়া হয়নি । যে কারণে বিপজ্জনক বাড়ি সংস্কার করতে গিয়ে আরও জটিল পরিস্থিতি তৈরি হয়েছে । এবারেও তাদের মতামত নেওয়া না হলে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে হবে তাদের, জানিয়েছে সংগঠনটি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.