কলকাতা, 4 মে: পরিবেশ বাঁচাতে পরিত্যক্ত আবর্জনার স্তূপ হটিয়ে বৃক্ষরোপণ থেকে জলাশয় সংস্কারে কলকাতা পৌরনিগম। তাই প্রায় দু'কোটি খরচে কলকাতার মতিঝিল পাবে নতুন রূপ। এক টুকরো জমি নয়, প্রায় 7 বিঘার জলাশয়। তার পাশের বিরাট জমি থেকে হবে উদ্যান। আর সেই কর্মকাণ্ডের সূচনাকালে হয়ে উঠল এক অনন্য মুহূর্ত। শিলান্যাসের অনুষ্ঠানে একদিকে মৌলবীর দোয়া পাঠ আর অন্যদিকে পুরোহিতের হোম-যজ্ঞ। আগামী পাঁচ মাসের মধ্যে খেলার মাঠ ও জলাশয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে কলকাতা কর্পোরেশন।
কলকাতা কর্পোরেশনের 56 নম্বর ওয়ার্ড। এন্টালির মতিঝিল এলাকায় 7 বিঘার জলাশয় । দীর্ঘদিন সংস্কারের অভাবে কচুরিপানা থেকে আবর্জনায় জলের দেখা মেলা ভার। পাশেই রয়েছে প্রায় দুই বিঘার বেশি জমি জঙ্গল ভর্তি, তাও পরিত্যক্ত অবস্থায়। তাতে দিনের পর দিন পড়ছে আবর্জনা। প্রায় ধাপার রূপ নিয়েছে। এবার সেই রূপ পরিবর্তনে জলাশয় ও অন্যদিকে সবুজে ঘেরা খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নিল কলকাতা কর্পোরেশন।
শিলান্যাস অনুষ্ঠানে একই মঞ্চে পুরোহিত ও মৌলবী । পুরোহিতের মন্ত্রোচ্চারণ আর ইমামের দোয়া পাঠ একসঙ্গে উন্নয়নের শুভ সূচনা করল। সেই মাহেন্দ্রক্ষণ সাক্ষী থাকলেন বাসিন্দারা।
আরও পড়ুন: পৌরসভার আবর্জনা পুকুরে ফেলার নিদান তৃণমূল নেতার, বিক্ষোভ গ্রামবাসীদের
কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ দেবাশিস কুমার এই বিষয়ে বলেন, "উন্নয়নের কাজে এভাবে সম্প্রীতির মেলবন্ধন কলকাতা পৌরসভা কেন এর আগে আমি আর কোথাও দেখিনি। অভূতপূর্ব অভিনব নজির করে এই উন্নয়নের কাজের সূচনা হল। খুব শীঘ্রই এলাকার বাসিন্দারা এর সুফল পাবেন। তাদেরকেই এই সৌন্দর্যায়ন উন্নয়নের কাজ রক্ষা করার দায়িত্ব নিতে হবে।" কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার বলেন, "জলাশয় সংস্কারের পর তার চার ধারে হাঁটার জন্য রাস্তা হবে। হবে বসার জায়গা এবং আলো দিয়ে সাজানো হবে। খেলার মাঠের সংস্কারের পরও তার চারপাশ দিয়ে সৌন্দর্যায়নের কাজ হবে। এলাকায় আলো-ঝলমলে সৌন্দর্যায়ন হবে। বৃদ্ধদের জন্য বসার জায়গাও থাকবে।"