ETV Bharat / state

অগ্রদানী ব্রাহ্মণদের হাতে দৈনিক ভাতার চেক তুলে দিলেন ফিরহাদ

অগ্রদানী ব্রাহ্মণরা কলকাতা পৌরনিগমের অন্তর্গত বিভিন্ন শ্মশানঘাটগুলিতে কাজ করেন, তাঁদের দৈনিক ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করল কলকাতা পৌরনিগমের আধিকারিকরা । তার প্রথম পদক্ষেপ হিসেবে আজ মোট 26 জনের হাতে তুলে দেওয়া হয় চেক ।

kmc
author img

By

Published : Jul 1, 2019, 7:58 PM IST

Updated : Jul 1, 2019, 8:04 PM IST

কলকাতা, 1 জুলাই : আজ ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন উপলক্ষে কলকাতা পৌরনিগমে কর্মরত ডাক্তারদের সংবর্ধনা দিলেন মেয়র ফিরহাদ হাকিম । এর পাশাপাশি যে অগ্রদানী ব্রাহ্মণরা কলকাতা পৌরনিগমের অন্তর্গত বিভিন্ন শ্মশানঘাটগুলিতে কাজ করেন, তাঁদের দৈনিক ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করল কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ । প্রথম পদক্ষেপ হিসেবে আজ মোট 26 জনের হাতে তুলে দেওয়া হয় চেক ।

এপ্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "অগ্রদানী ব্রাহ্মণরা আর্থিক অভাবে রয়েছেন । তাঁরা শ্মশানের বাইরের পুজো বা শ্রাদ্ধানুষ্ঠান করতে পারেন না । ফলে রোজগারও কম । আর সেই কারণেই শ্মশানের অগ্রদানী ব্রাহ্মণদের জন্য এই নতুন ভাতা চালু করা হল ।"

শুনুন মেয়রের বক্তব্য

কলকাতা পৌরনিগমের অন্তর্গত শ্মশানঘাটগুলিতে পৌরনিগম অনুমোদিত যে সকল অগ্রদানী ব্রাহ্মণ রয়েছেন, তাঁদের মাথাপিছু রোজ 398 টাকা করে দেওয়া হবে । পাশাপাশি ব্রাহ্মণরা শেষকৃত্য সম্পন্নের সময় মৃতের পরিবার থেকে যে প্রণামি পেয়ে থাকেন, তা এই ভাতার সঙ্গে কোনওভাবেই যুক্ত নয় । প্রণামি আগের মতোই নিতে পারবেন । তবে সেক্ষেত্রে কোনওরকম জোর জুলুম করা যাবে না ।

কলকাতা, 1 জুলাই : আজ ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন উপলক্ষে কলকাতা পৌরনিগমে কর্মরত ডাক্তারদের সংবর্ধনা দিলেন মেয়র ফিরহাদ হাকিম । এর পাশাপাশি যে অগ্রদানী ব্রাহ্মণরা কলকাতা পৌরনিগমের অন্তর্গত বিভিন্ন শ্মশানঘাটগুলিতে কাজ করেন, তাঁদের দৈনিক ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করল কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ । প্রথম পদক্ষেপ হিসেবে আজ মোট 26 জনের হাতে তুলে দেওয়া হয় চেক ।

এপ্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "অগ্রদানী ব্রাহ্মণরা আর্থিক অভাবে রয়েছেন । তাঁরা শ্মশানের বাইরের পুজো বা শ্রাদ্ধানুষ্ঠান করতে পারেন না । ফলে রোজগারও কম । আর সেই কারণেই শ্মশানের অগ্রদানী ব্রাহ্মণদের জন্য এই নতুন ভাতা চালু করা হল ।"

শুনুন মেয়রের বক্তব্য

কলকাতা পৌরনিগমের অন্তর্গত শ্মশানঘাটগুলিতে পৌরনিগম অনুমোদিত যে সকল অগ্রদানী ব্রাহ্মণ রয়েছেন, তাঁদের মাথাপিছু রোজ 398 টাকা করে দেওয়া হবে । পাশাপাশি ব্রাহ্মণরা শেষকৃত্য সম্পন্নের সময় মৃতের পরিবার থেকে যে প্রণামি পেয়ে থাকেন, তা এই ভাতার সঙ্গে কোনওভাবেই যুক্ত নয় । প্রণামি আগের মতোই নিতে পারবেন । তবে সেক্ষেত্রে কোনওরকম জোর জুলুম করা যাবে না ।

sample description
Last Updated : Jul 1, 2019, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.