ETV Bharat / state

KMC on Water Kiosks: রক্ষণাবেক্ষণের অভাব, নতুন করে ওয়াটার কিয়স্ক বসানোর অনুমতি দেবে না কেএমসি - ফিরহাদ হাকিম

নতুন করে ওয়াটার কিয়স্ক বসানোর অনুমতি দেবে না কলকাতা পৌরনিগম ৷ রক্ষণাবেক্ষণের অভাবের জেরে আগের বহু ওয়াটার কিয়স্ক খারাপ হয়ে রয়েছে ৷ তাই এবার সেগুলির স্বাস্থ্য পরীক্ষা করাবে কেএমসি ৷

KMC on Water Kiosks ETV BHARAT
KMC on Water Kiosks
author img

By

Published : May 1, 2023, 10:36 PM IST

কলকাতা, 1 মে: কলকাতা শহরে আর নতুন করে কোনও ওয়াটার কিয়স্ক বসানোর অনুমতি দেবে না কলকাতা পৌরনিগম ৷ আজ কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম এ কথা জানিয়েছেন ৷ কারণ হিসেবে জানিয়েছেন, কলকাতার ফুটপাতে যত্রতত্র গজিয়ে ওঠা ওয়াটার কিয়স্কগুলি রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ৷ সেগুলির স্বাস্থ্য পরীক্ষা করানো হবে ৷ এর জন্য জলবিভাগের ডিজি-র কাছে ওয়ার্ড ধরে ওয়াটার কিয়স্কের তালিকা জমা দিতে বলা হয়েছে কাউন্সিলরদের ৷

উল্লেখ্য, কয়েকদিন আগে কলকাতা পৌরনিগমের 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী একটি আবেদন করেছিলেন ৷ সেখানে তিনি জানান, কলকাতায় যে সব ওয়াটার কিয়স্কগুলি বেসরকারি উদ্যোগে তৈরি হয়েছে ৷ সেগুলি কলকাতা পৌরনিগম নিজ উদ্যোগে রক্ষণাবেক্ষণ করুক ৷ মূলত তীব্র গরমে পথচলতি মানুষের কথা ভেবে এই আবেদন করেন তিনি ৷ পাশাপাশি, প্রতিটি ওয়ার্ডে প্রয়োজন অনুযায়ী আরও ওয়াটার কিয়স্ক বসানোর জন্য আবেদন করেন তিনি ৷

কিন্তু, অরূপ চক্রবর্তীর সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা পৌরনিগম ৷ বরং মেয়র পারিষদ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন করে কোনও ওয়াটার কিয়স্ক বসানো হবে না এবং অনুমতিও দেবে না কলকাতা পৌরনিগমের জলবিভাগ ৷ এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘কলকাতা পৌরনিগমের কোনও জায়গায় নতুন করে কিয়স্ক তৈরি হবে না ৷ যে সমস্ত জায়গায় ইতিমধ্যেই কিয়স্ক রয়েছে, সেগুলির জল সরবরাহ বিভাগের তরফে পরিদর্শন করে দেখা হবে কী অবস্থায় আছে ৷ ওয়ার্ড ধরে কাউন্সিলররা জায়গার নাম উল্লেখ করে জল সরবরাহ বিভাগের ডিজি-কে চিঠি দিয়ে জানাবেন ৷’’

আরও পড়ুন: জল অপচয় বন্ধের প্রস্তাব কেএমসি’র অধিবেশনে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের

উল্লেখ্য, বিভিন্ন সংস্থার তরফে শহরে ওয়াটার কিয়স্ক তৈরি করা হয় ৷ তাতে বিরাট বিরাট করে বিজ্ঞাপন দেওয়া হয় ৷ এই বিজ্ঞাপন বাবদ কোনও ফি কলকাতা পৌরনিগমকে দেয় না সংস্থাগুলি ৷ অন্যদিকে বছরখানেক যেতেই ওয়াটার কিয়স্কের কল ভেঙে যায় ৷ আর নয়তো জলের ফিল্টার খারাপ হয়ে, সেখান থেকে দূষিত জল বেরয় ৷ সেই জল পান করে বহু মানুষ পেটের সমস্যায় ভুগছেন ৷ তাই এই সব ওয়াটার কিয়স্কগুলির স্বাস্থ্য পরীক্ষা করবে পৌরনিগম ৷

কলকাতা, 1 মে: কলকাতা শহরে আর নতুন করে কোনও ওয়াটার কিয়স্ক বসানোর অনুমতি দেবে না কলকাতা পৌরনিগম ৷ আজ কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম এ কথা জানিয়েছেন ৷ কারণ হিসেবে জানিয়েছেন, কলকাতার ফুটপাতে যত্রতত্র গজিয়ে ওঠা ওয়াটার কিয়স্কগুলি রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ৷ সেগুলির স্বাস্থ্য পরীক্ষা করানো হবে ৷ এর জন্য জলবিভাগের ডিজি-র কাছে ওয়ার্ড ধরে ওয়াটার কিয়স্কের তালিকা জমা দিতে বলা হয়েছে কাউন্সিলরদের ৷

উল্লেখ্য, কয়েকদিন আগে কলকাতা পৌরনিগমের 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী একটি আবেদন করেছিলেন ৷ সেখানে তিনি জানান, কলকাতায় যে সব ওয়াটার কিয়স্কগুলি বেসরকারি উদ্যোগে তৈরি হয়েছে ৷ সেগুলি কলকাতা পৌরনিগম নিজ উদ্যোগে রক্ষণাবেক্ষণ করুক ৷ মূলত তীব্র গরমে পথচলতি মানুষের কথা ভেবে এই আবেদন করেন তিনি ৷ পাশাপাশি, প্রতিটি ওয়ার্ডে প্রয়োজন অনুযায়ী আরও ওয়াটার কিয়স্ক বসানোর জন্য আবেদন করেন তিনি ৷

কিন্তু, অরূপ চক্রবর্তীর সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা পৌরনিগম ৷ বরং মেয়র পারিষদ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন করে কোনও ওয়াটার কিয়স্ক বসানো হবে না এবং অনুমতিও দেবে না কলকাতা পৌরনিগমের জলবিভাগ ৷ এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘কলকাতা পৌরনিগমের কোনও জায়গায় নতুন করে কিয়স্ক তৈরি হবে না ৷ যে সমস্ত জায়গায় ইতিমধ্যেই কিয়স্ক রয়েছে, সেগুলির জল সরবরাহ বিভাগের তরফে পরিদর্শন করে দেখা হবে কী অবস্থায় আছে ৷ ওয়ার্ড ধরে কাউন্সিলররা জায়গার নাম উল্লেখ করে জল সরবরাহ বিভাগের ডিজি-কে চিঠি দিয়ে জানাবেন ৷’’

আরও পড়ুন: জল অপচয় বন্ধের প্রস্তাব কেএমসি’র অধিবেশনে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেয়রের

উল্লেখ্য, বিভিন্ন সংস্থার তরফে শহরে ওয়াটার কিয়স্ক তৈরি করা হয় ৷ তাতে বিরাট বিরাট করে বিজ্ঞাপন দেওয়া হয় ৷ এই বিজ্ঞাপন বাবদ কোনও ফি কলকাতা পৌরনিগমকে দেয় না সংস্থাগুলি ৷ অন্যদিকে বছরখানেক যেতেই ওয়াটার কিয়স্কের কল ভেঙে যায় ৷ আর নয়তো জলের ফিল্টার খারাপ হয়ে, সেখান থেকে দূষিত জল বেরয় ৷ সেই জল পান করে বহু মানুষ পেটের সমস্যায় ভুগছেন ৷ তাই এই সব ওয়াটার কিয়স্কগুলির স্বাস্থ্য পরীক্ষা করবে পৌরনিগম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.