ETV Bharat / state

KMC Bridge Renovation: বন্ধ করা হল কেএমসি-র মূল ভবন ও উলটো দিকের 6নং বরো অফিসের সংযোগকারী ব্রিজ - কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবন

কলকাতা কর্পোরেশনের মূল ভবন ও বরো অফিসের সংযোগকারী ফুটওভার ব্রিজ বন্ধ করল কর্তৃপক্ষ (KMC Main Building and Borough 6 Office Connector) ৷ জানা গিয়েছে, গতকাল রাতে ওই ফুট ওভার ব্রিজের নিচের অংশ থেকে চাঙড় খসে পড়েছিল ৷

KMC Bridge Renovation ETV BHARAT
KMC Bridge Renovation
author img

By

Published : Jan 14, 2023, 5:55 PM IST

Updated : Jan 14, 2023, 6:46 PM IST

কলকাতা, 14 জানুয়ারি: কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনের উলটো দিকেই রয়েছে 6 নম্বর বরো অফিস ৷ শুক্রবার রাতে কেন্দ্রীয় ভবন ও বরো অফিসের মধ্যে সংযোগকারী বহুদিনের পুরনো ফুটওভার ব্রিজ (KMC Main Building and Borough 6 Office Connector) থেকে খসে পড়ে সিমেন্টের চাঙড় ৷ ফলে শনিবার বন্ধ করে দেওয়া হল দুই ভবনের মাঝের সংযোগকারী অংশটিকে ৷ দু’দিকের গেট তালা বন্ধ করা হয়েছে এদিন সকালে ৷

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে 10 টা নাগাদ আচমকাই ওই ফুটওভার ব্রিজের নিচের অংশ থেকে কংক্রিটের চাই খসে পড়তে থাকে ৷ সেই সময় সংযোগকারী অংশের নীচে কেউ না থাকলেও, আশপাশে কিছু গাড়ি ছিল ৷ পুরো বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে ৷ এর পরেই বিষয়টি জানানো হয় কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষকে ৷ আজ অফিস টাইম শুরু হওয়ার আগেই ঝুঁকি এড়াতে দু’দিক থেকে ওই প্যাসেজের গেট বন্ধ করে দেওয়া হয়েছে ৷

সম্প্রতি ওই সেতুর উপরের ছাউনি ও দু’দিকের রেলিং ও নিচের অংশ রঙ করা হয় ৷ নিয়মিত টুকটাক মেরামত ও রঙ হলেও দুই ভবনের সংযোগকারী এই ঝুলন্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা সাম্প্রতিক অতীতে হয়নি বলে জানা গিয়েছে ৷ ফলে আপাতত বন্ধ থাকবে ওই অংশের ব্যবহার ৷ এই ঘটনা প্রসঙ্গে এক আধিকারিক বলেন, "বিষয়টি শোনা মাত্র বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আমরা সেতুর পুঙ্খানপুঙ্খভাবে স্বাস্থ্য পরীক্ষা করব ৷ মেরামত করে, তারপর ফের খুলে দেওয়া হবে ৷ ওই সেতুর নীচে সব সময় লোক থাকে, গাড়ি দাঁড় করানো থাকে, তাই দ্রুত এই কাজ করা হবে ৷"

আরও পড়ুন: অর্থবর্ষের শেষেও খরচের উপর নিষেধাজ্ঞা তুলল না কলকাতা পৌরনিগম

উল্লেখ্য, ব্রিটিশ আমলে তৈরি 5 নম্বর এস এন বন্দ্যোপাধ্যায় রোডের এই ভবন পরবর্তী কালে কলকাতা কর্পোরেশনের প্রধান কার্যালয় হয়েছে ৷ এর উলটো দিকের ভবনটিও কলকাতা কর্পোরেশনের ৷ যার নীচে সারি দিয়ে দোকান ৷ আর দোতলায় 6 নম্বর বরো অফিস ৷ তার উপরের তলাগুলিতে কলকাতা কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কাজ কর্ম হয় ৷ আর এই দুই ভবনের যাওয়া আসার সুবিধার জন্য বহুকাল আগে তৈরি হয়েছিল এই ঝুলন্ত সেতু ৷ যা কম বেশি ছোট মেরামত বা নিয়মিত রঙ হলেও পুঙ্খানপুঙ্খভাবে সংস্কারের কাজ করা হয়নি ৷ তাই এদিনের ঘটনার পর ঝুঁকি না-নিয়ে এবার পৌরনিগম কর্তৃপক্ষ পুরো সংস্কারের পথে হাঁটতে চলেছে ৷

কলকাতা, 14 জানুয়ারি: কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনের উলটো দিকেই রয়েছে 6 নম্বর বরো অফিস ৷ শুক্রবার রাতে কেন্দ্রীয় ভবন ও বরো অফিসের মধ্যে সংযোগকারী বহুদিনের পুরনো ফুটওভার ব্রিজ (KMC Main Building and Borough 6 Office Connector) থেকে খসে পড়ে সিমেন্টের চাঙড় ৷ ফলে শনিবার বন্ধ করে দেওয়া হল দুই ভবনের মাঝের সংযোগকারী অংশটিকে ৷ দু’দিকের গেট তালা বন্ধ করা হয়েছে এদিন সকালে ৷

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে 10 টা নাগাদ আচমকাই ওই ফুটওভার ব্রিজের নিচের অংশ থেকে কংক্রিটের চাই খসে পড়তে থাকে ৷ সেই সময় সংযোগকারী অংশের নীচে কেউ না থাকলেও, আশপাশে কিছু গাড়ি ছিল ৷ পুরো বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে ৷ এর পরেই বিষয়টি জানানো হয় কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষকে ৷ আজ অফিস টাইম শুরু হওয়ার আগেই ঝুঁকি এড়াতে দু’দিক থেকে ওই প্যাসেজের গেট বন্ধ করে দেওয়া হয়েছে ৷

সম্প্রতি ওই সেতুর উপরের ছাউনি ও দু’দিকের রেলিং ও নিচের অংশ রঙ করা হয় ৷ নিয়মিত টুকটাক মেরামত ও রঙ হলেও দুই ভবনের সংযোগকারী এই ঝুলন্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা সাম্প্রতিক অতীতে হয়নি বলে জানা গিয়েছে ৷ ফলে আপাতত বন্ধ থাকবে ওই অংশের ব্যবহার ৷ এই ঘটনা প্রসঙ্গে এক আধিকারিক বলেন, "বিষয়টি শোনা মাত্র বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আমরা সেতুর পুঙ্খানপুঙ্খভাবে স্বাস্থ্য পরীক্ষা করব ৷ মেরামত করে, তারপর ফের খুলে দেওয়া হবে ৷ ওই সেতুর নীচে সব সময় লোক থাকে, গাড়ি দাঁড় করানো থাকে, তাই দ্রুত এই কাজ করা হবে ৷"

আরও পড়ুন: অর্থবর্ষের শেষেও খরচের উপর নিষেধাজ্ঞা তুলল না কলকাতা পৌরনিগম

উল্লেখ্য, ব্রিটিশ আমলে তৈরি 5 নম্বর এস এন বন্দ্যোপাধ্যায় রোডের এই ভবন পরবর্তী কালে কলকাতা কর্পোরেশনের প্রধান কার্যালয় হয়েছে ৷ এর উলটো দিকের ভবনটিও কলকাতা কর্পোরেশনের ৷ যার নীচে সারি দিয়ে দোকান ৷ আর দোতলায় 6 নম্বর বরো অফিস ৷ তার উপরের তলাগুলিতে কলকাতা কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কাজ কর্ম হয় ৷ আর এই দুই ভবনের যাওয়া আসার সুবিধার জন্য বহুকাল আগে তৈরি হয়েছিল এই ঝুলন্ত সেতু ৷ যা কম বেশি ছোট মেরামত বা নিয়মিত রঙ হলেও পুঙ্খানপুঙ্খভাবে সংস্কারের কাজ করা হয়নি ৷ তাই এদিনের ঘটনার পর ঝুঁকি না-নিয়ে এবার পৌরনিগম কর্তৃপক্ষ পুরো সংস্কারের পথে হাঁটতে চলেছে ৷

Last Updated : Jan 14, 2023, 6:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.