ETV Bharat / state

KMC Land Occupied: বেদখল হচ্ছে কলকাতা পৌরনিগমের জমি, কমিউনিটি হল করার আবেদন কাউন্সিলরের - কাউন্সিলরের আবেদন

বেদখল হয়ে যাচ্ছে কলকাতা পৌরনিগমের জমি (KMC Land Occupied)৷ তা হয়ে উঠছে অসামাজিক কার্যকলাপের আস্তানা ৷ তাই সেই জমিতে কমিউনিটি হল (Community Hall) করার আবেদন জানালেন কাউন্সিলর অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)।

KMC Land ETV Bharat
কলকাতা পৌরনিগমের জমি
author img

By

Published : Dec 21, 2022, 12:52 PM IST

Updated : Dec 21, 2022, 2:32 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর: কলকাতা পৌরনিগমের ফাঁকা জমি (KMC Land Occupied) পড়ে আছে দীর্ঘদিন ধরে । আর তাতেই রাত হলে বাড়ছে অসামাজিক কার্যকলাপ । বাড়ছে বহিরাগত লোকজনের আনাগোনা ও দেদার নেশা । এ দিকে, ধীরে ধীরে বেদখল হয়ে যাচ্ছে পৌরনিগমের জমি । দখলদারদের হাত থেকে সেই জমি বাঁচাতে এ বার তাতে কমিউনিটি হল (Community Hall) তৈরির আর্জি জানালেন 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। বিষয়টি তিনি কলকাতা পৌরনিগমের অধিবেশনে উত্থাপন করেন ।

কাউন্সিলর অরূপ চক্রবর্তীর প্রস্তাব, ওই জমি উন্নয়নমূলক কাজে লাগানো হোক । 98 নম্বর ওয়ার্ডে একটিও কমিউনিটি হল নেই । সেটা তৈরি করা হোক । পাশাপাশি শিশু উদ্যান, খেলার মাঠ হোক । মাঠ লাগোয়া একটি মজে যাওয়া জলাশয়ের সংস্কারেরও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বাঁশদ্রোণীর 210 নম্বর এনএসসি বসু রোডে পৌরনিগমকে দান করা 11 কাঠা জমি রয়েছে । জমির একদিকে বড় একটি জলাশয় আছে । আগের কাউন্সিলরের সময় জলাশয় পরিষ্কার হয়েছে, তবে জমির কোনও রক্ষণাবেক্ষণ হয়নি ।

আরও পড়ুন: আইন না-মানলেই ভাঙা হবে ফ্ল্যাটের বাথরুম, কড়া হুঁশিয়ারি মেয়রের

শুধু এই জমি নয়, জনৈক হীরেন্দ্রলাল সরকার রাজ্য সরকারের উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় 134 কাঠা জমি দিয়েছেন । সেই জমির কোথাও রাস্তা হয়েছে, কোথাও হয়েছে স্কুল । 98 নম্বর ওয়ার্ডের এই জায়গা এতদিন অশোক পার্ক ট্রাস্টের অধীনে ছিল । সেই জমি হস্তান্তর হয়ে গেলেও কেটে গিয়েছে অনেক বছর । উন্নয়নের বদলে তা দখলদারদের হাতে গিয়েছে । হয়েছে গাড়ির গ্যারাজ । বাজারের কিছু অংশে হয়েছে জবরদখল । সন্ধ্যে হলেই বাড়ছে অসামাজিক কার্যকলাপ । সেই অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রাও । বিষয়টি স্কীকার করে নিয়েছেন কাউন্সিলর স্বয়ং ।

এই ওয়ার্ডের পাশেই রয়েছে 94, 95, 99 ও 100 নম্বর ওয়ার্ড । কোনও ওয়ার্ডেই নেই কমিউনিটি হল । তাই এই জমিতে কমিউনিটি হল হলে এতগুলো ওয়ার্ডের লোক উপকৃত হবেন বলেই দাবি করেছেন কাউন্সিলর অরূপ চক্রবর্তী ।

কলকাতা, 21 ডিসেম্বর: কলকাতা পৌরনিগমের ফাঁকা জমি (KMC Land Occupied) পড়ে আছে দীর্ঘদিন ধরে । আর তাতেই রাত হলে বাড়ছে অসামাজিক কার্যকলাপ । বাড়ছে বহিরাগত লোকজনের আনাগোনা ও দেদার নেশা । এ দিকে, ধীরে ধীরে বেদখল হয়ে যাচ্ছে পৌরনিগমের জমি । দখলদারদের হাত থেকে সেই জমি বাঁচাতে এ বার তাতে কমিউনিটি হল (Community Hall) তৈরির আর্জি জানালেন 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। বিষয়টি তিনি কলকাতা পৌরনিগমের অধিবেশনে উত্থাপন করেন ।

কাউন্সিলর অরূপ চক্রবর্তীর প্রস্তাব, ওই জমি উন্নয়নমূলক কাজে লাগানো হোক । 98 নম্বর ওয়ার্ডে একটিও কমিউনিটি হল নেই । সেটা তৈরি করা হোক । পাশাপাশি শিশু উদ্যান, খেলার মাঠ হোক । মাঠ লাগোয়া একটি মজে যাওয়া জলাশয়ের সংস্কারেরও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বাঁশদ্রোণীর 210 নম্বর এনএসসি বসু রোডে পৌরনিগমকে দান করা 11 কাঠা জমি রয়েছে । জমির একদিকে বড় একটি জলাশয় আছে । আগের কাউন্সিলরের সময় জলাশয় পরিষ্কার হয়েছে, তবে জমির কোনও রক্ষণাবেক্ষণ হয়নি ।

আরও পড়ুন: আইন না-মানলেই ভাঙা হবে ফ্ল্যাটের বাথরুম, কড়া হুঁশিয়ারি মেয়রের

শুধু এই জমি নয়, জনৈক হীরেন্দ্রলাল সরকার রাজ্য সরকারের উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় 134 কাঠা জমি দিয়েছেন । সেই জমির কোথাও রাস্তা হয়েছে, কোথাও হয়েছে স্কুল । 98 নম্বর ওয়ার্ডের এই জায়গা এতদিন অশোক পার্ক ট্রাস্টের অধীনে ছিল । সেই জমি হস্তান্তর হয়ে গেলেও কেটে গিয়েছে অনেক বছর । উন্নয়নের বদলে তা দখলদারদের হাতে গিয়েছে । হয়েছে গাড়ির গ্যারাজ । বাজারের কিছু অংশে হয়েছে জবরদখল । সন্ধ্যে হলেই বাড়ছে অসামাজিক কার্যকলাপ । সেই অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রাও । বিষয়টি স্কীকার করে নিয়েছেন কাউন্সিলর স্বয়ং ।

এই ওয়ার্ডের পাশেই রয়েছে 94, 95, 99 ও 100 নম্বর ওয়ার্ড । কোনও ওয়ার্ডেই নেই কমিউনিটি হল । তাই এই জমিতে কমিউনিটি হল হলে এতগুলো ওয়ার্ডের লোক উপকৃত হবেন বলেই দাবি করেছেন কাউন্সিলর অরূপ চক্রবর্তী ।

Last Updated : Dec 21, 2022, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.