ETV Bharat / state

KMC Corbevax Vaccination: 12-14 বছরের কোভিড টিকাকরণে যথেষ্ট বেগ পেলো কলকাতা পৌরনিগম - KMC 12 to 14 years Covid 19 Vaccination

দেশে চলছে 12-14 বছরের টিকাকরণ ৷ রাজ্যে গতকাল সূচনা হয়েছে ৷ কিন্তু প্রথম দিনে নানাবিধ সমস্য়ার সম্মুখীন হয়েছে কলকাতা পৌরনিগম (KMC Corbevax Vaccination) ৷

KMC 12 to 14 years COVID 19 Vaccination Covid 19 Vaccination
কলকাতায় 12 থেকে 14 বছরের টিকাকরণ
author img

By

Published : Mar 22, 2022, 7:33 AM IST

কলকাতা, 22 মার্চ : করোনা টিকাকরণে প্রতিবারই গোটা দেশের মধ্যে প্রশংসা কুড়িয়েছে কলকাতা পৌরনিগম । তবে 12-14 বছর বয়সীদের টিকারণের ক্ষেত্রে প্রথম দিনেই হোঁচট খেলো পৌরনিগম । টিকাকরণ নিয়ে প্রচারের অভাব এবং একটি ভায়ালে 20 জনকে টিকা দেওয়ার জটিলতা ৷ এই দু'টি কারণে আশানুরূপ হল না প্রথম দিনের টিকাকরণ (KMC Corbevax vaccination over 12 years unsuccessful) ।

টিকাকরণ শুরুর প্রথমদিনে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে 12-14 বছর বয়সী বাচ্চাদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি । এর পিছনে অন্যতম কারণ প্রচারের অভাব । অধিকাংশ এলাকায় স্থানীয় কাউন্সিলররা এই টিকাকরণ নিয়ে কোনও উদ্যোগ নেয়নি । স্থানীয় টিকাগ্রাহকের অভিভাবকেরা জানতেনই না কোথায়, কবে, কখন টিকা দেওয়া হবে ।

আরও পড়ুন : Covid Vaccination Camp For 12-14 Years: কলকাতায় শুরু হল 12 থেকে 14 বছর বয়সিদের কোভিড টিকাকরণ

ওদিকে নতুন কর্বেভ্যাক্স টিকার একটি ভায়ালে 20 জনকে টিকা দিতে হয় । ফলে কমপক্ষে 17-18 জন বাচ্চা একসঙ্গে না এলে, ভায়াল খোলা সম্ভব নয় । তাই বাচ্চাদের উপযুক্ত সংখ্যা না-থাকায়, সঠিক সময়ে টিকা দেওয়া শুরু করা যায়নি । শেষমেশ বাড়ি থেকে ধরেবেঁধে এনে অনেক জায়গায় টিকাকরণ শুরু করতে হয়েছে ।

এই খামতি নজরে আসায় স্বাস্থ্য বিভাগের তরফে প্রতিটি টিকাকেন্দ্রে থাকা মেডিক্যাল আধিকারিকদের আরও বেশি সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে । বাচ্চার সংখ্যা কম হলে আশপাশের ওয়ার্ডগুলি থেকে বাচ্চা নিয়ে আসতে হবে । অঙ্গনওয়াড়ি কর্মী, 100 দিন কাজের কর্মী থেকে ভেক্টর শাখার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে । দেশজুড়ে 16 মার্চ টিকাকরণ শুরু হলেও রাজ্যে তথা কলকাতায় তা শুরু হয়নি ।

উল্লেখ্য, এদিন শহরে 34টি স্বাস্থ্যকেন্দ্র এবং 21টি স্কুলে টিকাকরণ শুরু হয়েছে । স্কুলে ছাত্রছাত্রীদের অভাব না থাকায় সেখানে টিকাকরণে বেগ পেতে হবে না বলেই আশা করা যায় ।

কলকাতা, 22 মার্চ : করোনা টিকাকরণে প্রতিবারই গোটা দেশের মধ্যে প্রশংসা কুড়িয়েছে কলকাতা পৌরনিগম । তবে 12-14 বছর বয়সীদের টিকারণের ক্ষেত্রে প্রথম দিনেই হোঁচট খেলো পৌরনিগম । টিকাকরণ নিয়ে প্রচারের অভাব এবং একটি ভায়ালে 20 জনকে টিকা দেওয়ার জটিলতা ৷ এই দু'টি কারণে আশানুরূপ হল না প্রথম দিনের টিকাকরণ (KMC Corbevax vaccination over 12 years unsuccessful) ।

টিকাকরণ শুরুর প্রথমদিনে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে 12-14 বছর বয়সী বাচ্চাদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি । এর পিছনে অন্যতম কারণ প্রচারের অভাব । অধিকাংশ এলাকায় স্থানীয় কাউন্সিলররা এই টিকাকরণ নিয়ে কোনও উদ্যোগ নেয়নি । স্থানীয় টিকাগ্রাহকের অভিভাবকেরা জানতেনই না কোথায়, কবে, কখন টিকা দেওয়া হবে ।

আরও পড়ুন : Covid Vaccination Camp For 12-14 Years: কলকাতায় শুরু হল 12 থেকে 14 বছর বয়সিদের কোভিড টিকাকরণ

ওদিকে নতুন কর্বেভ্যাক্স টিকার একটি ভায়ালে 20 জনকে টিকা দিতে হয় । ফলে কমপক্ষে 17-18 জন বাচ্চা একসঙ্গে না এলে, ভায়াল খোলা সম্ভব নয় । তাই বাচ্চাদের উপযুক্ত সংখ্যা না-থাকায়, সঠিক সময়ে টিকা দেওয়া শুরু করা যায়নি । শেষমেশ বাড়ি থেকে ধরেবেঁধে এনে অনেক জায়গায় টিকাকরণ শুরু করতে হয়েছে ।

এই খামতি নজরে আসায় স্বাস্থ্য বিভাগের তরফে প্রতিটি টিকাকেন্দ্রে থাকা মেডিক্যাল আধিকারিকদের আরও বেশি সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে । বাচ্চার সংখ্যা কম হলে আশপাশের ওয়ার্ডগুলি থেকে বাচ্চা নিয়ে আসতে হবে । অঙ্গনওয়াড়ি কর্মী, 100 দিন কাজের কর্মী থেকে ভেক্টর শাখার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে । দেশজুড়ে 16 মার্চ টিকাকরণ শুরু হলেও রাজ্যে তথা কলকাতায় তা শুরু হয়নি ।

উল্লেখ্য, এদিন শহরে 34টি স্বাস্থ্যকেন্দ্র এবং 21টি স্কুলে টিকাকরণ শুরু হয়েছে । স্কুলে ছাত্রছাত্রীদের অভাব না থাকায় সেখানে টিকাকরণে বেগ পেতে হবে না বলেই আশা করা যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.