কলকাতা, 8 অক্টোবর: কার্নিভালের আগের মুহূর্তে পরিচ্ছন্ন ঘাট । তিন দিন বিসর্জন পর্ব কেটেছে । আজ শেষ দিন । এ বছরের মত দুর্গাপুজোর উৎসবে ইতি । তবে এবার গত বছর দুই বছরের মতো প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে কৃত্রিম জলাশয় বানিয়ে বিসর্জনের রেওয়াজ নেই । যেমন গঙ্গার ঘাটে সাবেকি বিসর্জন হয় তেমনই হচ্ছে ।
গঙ্গার জল বা ঘাট সংলগ্ন এলাকা যাতে কোনওভাবে দূষিত না হয়, তার জন্য সুষ্ঠ বন্দোবস্ত করেছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । বছর দুই গঙ্গা দূষণ যাতে না হয় সেই কথা মাথায় রেখে ঘাটে কৃত্রিম জলাশয় বানিয়ে হোর্স পাইপের মাধ্যমে প্রতিমা গলিয়ে নিরঞ্জন করার ব্যবস্থা করা হয়েছিল । তবে এই পদ্ধিতিতে অধিকাংশ ক্লাব আগ্রহ দেখায়নি । এবছর তাই পৌরনিগমের তরফে সেই ব্যবস্থা রাখা হয়নি । সেক্ষেত্রে গঙ্গার ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে পৌর কর্তৃপক্ষ (Durga Idol Immersion by protecting environment) ।
আরও পড়ুন: মালবাজারে হড়পা বানে দুর্ঘটনার জেরে কলকাতা প্রতিমা নিরঞ্জনে বাড়তি সতর্ক পুলিশ-প্রশাসন
পৌরনিগম সূত্রে খবর, শহরের 16টি গঙ্গাঘাটে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে । রয়েছে 10টি বড় ক্রেন । এছাড়াও 35টি ছোট-বড় পুকুর বা জলাশয়ে প্রতিমা নিরঞ্জন করা হবে । তিন দিন ভাসান পর্ব কাটলেও ঘাটের চেহারা দেখে তা বোঝা দায় । কারণ প্রতিমা পড়তেই মুহূর্তে তুলে ফেলা হচ্ছে । দু'চারটে কাঠামো জমলেই তা গাড়িতে নিয়ে চলে যাওয়া হচ্ছে । ফুল ফেলার জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে। সেখানে খানিক জমলেই পৌরনিগমের ডাম্পার মাধ্যমে নিয়ে চলে যাওয়া হচ্ছে । খনে খনে পৌরনিগমের কর্মীরা পরিচ্ছন্ন রাখছেন ঘাট । কার্নিভাল পর্ব কাটলেই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বিসর্জন পর্ব ।