ETV Bharat / state

Hogg Market: শীঘ্রই শুরু হবে হগ মার্কেট সংস্কারের কাজ, বরাদ্দ 26 কোটি টাকা - KMC

হগ মার্কেট সংস্কারে কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) তরফে বরাদ্দ করা হয়েছে 26 কোটি টাকা ৷ শীঘ্রই শুরু হবে মার্কেট (Hogg Market) সংস্কারের কাজ ৷ ব্যবসায়ীদের অসুবিধা যাতে না-হয় তাই ধাপে ধাপে করা হবে এই কাজ ৷

Hogg Market
Hogg Market
author img

By

Published : Nov 30, 2022, 9:26 PM IST

কলকাতা, 30 নভেম্বর: শতাব্দী প্রাচীন জীর্ণ হগ মার্কেট (Hogg Market) সংস্কারে শেষে 26 কোটি টাকা বরাদ্দ করল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ ঐতিহ্যশালী এই ভবনের সংস্কার কীভাবে করা সম্ভব, তা জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সমীক্ষা করতে দেয় পৌরনিগমের বাজার বিভাগ । সেই রিপোর্ট জমা দেওয়া হয় ৷ কিন্তু এরপরেও আর্থিক সমস্যার কারণে আটকে ছিল কাজ ৷ শেষমেষ যাদবপুর বিশ্ববিদ‌্যালয়ের তৈরি হগ মার্কেটের কাঠামোগত মানচিত্রকে ছাড়পত্র দিয়েছে বলেই জানা গিয়েছে ।

এই সংস্কারের কাজ করতে বরাদ্দ হয়েছে 26 কোটি টাকা । হগ মার্কেট ভবন হেরিটেজ ওয়ান ক‌্যাটাগরিতে রয়েছে । ভবনটির অবস্থা শোচনীয় । পুরনো এই ভবনটি সংস্কার কাজ প্রায় সেভাবে হয়নি । রক্ষণাবেক্ষণও সেভাবে হয়নি । তবে এবার মূল ভবনের ক্ষত বেশ গভীর । তাই আমূল সংস্কার ছাড়া কোনও পথ নেই বলেই জানা গিয়েছে ।

তবে ইংরেজ আমলে তৈরি এই ভবনের কোনও কাঠামোগত ম‌ানচিত্র বা নকশা কলকাতা পৌরনিগমের (KMC) কাছে নেই । ভবনের মানচিত্র তৈরি করার জন‌্যও দায়িত্ব দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ‌্যালয়কে । যাদবপুরের বিশেষজ্ঞরা ভবনের মানচিত্র তৈরি করে পৌরনিগমের হেরিটেজ কমিটির কাছে জমা দিয়েছে । হেরিটেজ কমিটি যাদবপুরের তৈরি মানচিত্র মাদ্রাজ আইআইটির বিশেষজ্ঞকে পাঠিয়েছিল বলে খবর ।

সম্প্রতি মেয়র পারিষদ বৈঠকে যাদবপুরের তৈরি মানচিত্রকে ছাড়পত্র দেওয়া নিয়ে প্রস্তাব পাশ হয়েছে । মেয়র পরিষদের অনুমোদন মেলায় এবার কাজে তোড়জোর শুরু হবে বলেই আশাবাদী ব্যাবসায়ীরা । মেয়র পারিষদ (বাজার) আমিরুদ্দিন ববি বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয় হগ মার্কেটের যে নকশা তৈরি করেছে সেই অনুসারে সংস্কার কাজ হবে । এই কাজের জন‌্য 26 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে । সংস্কারকার্যে ব‌্যবসায়ীদের মার্কেট থেকে সরানো হবে না । সেজন‌্য ধাপে ধাপে এই কাজ করা হবে ।"

আরও পড়ুন: ডিসেম্বরই সারা কলকাতায় চালু হচ্ছে উৎস থেকে জঞ্জাল পৃথকীকরণের কাজ

উল্লেখ্য, ভগ্ন দশা ছাদ দখল করে বেশ কিছু কলকাতা পৌরনিগমের শ্রমিক দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন ওখানে বলে অভিযোগ উঠেছে । তাদের জন্য আরও ক্ষতিগ্রস্থ হয়েছে এই ঐতিহ্যশালী ভবন বলেই জানা গিয়েছে । তবে শেষে বাজার বিভাগ তৎপর হয়ে তাদের বিকল্প জায়গার ব্যবস্থা করে ।

কলকাতা, 30 নভেম্বর: শতাব্দী প্রাচীন জীর্ণ হগ মার্কেট (Hogg Market) সংস্কারে শেষে 26 কোটি টাকা বরাদ্দ করল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ ঐতিহ্যশালী এই ভবনের সংস্কার কীভাবে করা সম্ভব, তা জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সমীক্ষা করতে দেয় পৌরনিগমের বাজার বিভাগ । সেই রিপোর্ট জমা দেওয়া হয় ৷ কিন্তু এরপরেও আর্থিক সমস্যার কারণে আটকে ছিল কাজ ৷ শেষমেষ যাদবপুর বিশ্ববিদ‌্যালয়ের তৈরি হগ মার্কেটের কাঠামোগত মানচিত্রকে ছাড়পত্র দিয়েছে বলেই জানা গিয়েছে ।

এই সংস্কারের কাজ করতে বরাদ্দ হয়েছে 26 কোটি টাকা । হগ মার্কেট ভবন হেরিটেজ ওয়ান ক‌্যাটাগরিতে রয়েছে । ভবনটির অবস্থা শোচনীয় । পুরনো এই ভবনটি সংস্কার কাজ প্রায় সেভাবে হয়নি । রক্ষণাবেক্ষণও সেভাবে হয়নি । তবে এবার মূল ভবনের ক্ষত বেশ গভীর । তাই আমূল সংস্কার ছাড়া কোনও পথ নেই বলেই জানা গিয়েছে ।

তবে ইংরেজ আমলে তৈরি এই ভবনের কোনও কাঠামোগত ম‌ানচিত্র বা নকশা কলকাতা পৌরনিগমের (KMC) কাছে নেই । ভবনের মানচিত্র তৈরি করার জন‌্যও দায়িত্ব দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ‌্যালয়কে । যাদবপুরের বিশেষজ্ঞরা ভবনের মানচিত্র তৈরি করে পৌরনিগমের হেরিটেজ কমিটির কাছে জমা দিয়েছে । হেরিটেজ কমিটি যাদবপুরের তৈরি মানচিত্র মাদ্রাজ আইআইটির বিশেষজ্ঞকে পাঠিয়েছিল বলে খবর ।

সম্প্রতি মেয়র পারিষদ বৈঠকে যাদবপুরের তৈরি মানচিত্রকে ছাড়পত্র দেওয়া নিয়ে প্রস্তাব পাশ হয়েছে । মেয়র পরিষদের অনুমোদন মেলায় এবার কাজে তোড়জোর শুরু হবে বলেই আশাবাদী ব্যাবসায়ীরা । মেয়র পারিষদ (বাজার) আমিরুদ্দিন ববি বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয় হগ মার্কেটের যে নকশা তৈরি করেছে সেই অনুসারে সংস্কার কাজ হবে । এই কাজের জন‌্য 26 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে । সংস্কারকার্যে ব‌্যবসায়ীদের মার্কেট থেকে সরানো হবে না । সেজন‌্য ধাপে ধাপে এই কাজ করা হবে ।"

আরও পড়ুন: ডিসেম্বরই সারা কলকাতায় চালু হচ্ছে উৎস থেকে জঞ্জাল পৃথকীকরণের কাজ

উল্লেখ্য, ভগ্ন দশা ছাদ দখল করে বেশ কিছু কলকাতা পৌরনিগমের শ্রমিক দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন ওখানে বলে অভিযোগ উঠেছে । তাদের জন্য আরও ক্ষতিগ্রস্থ হয়েছে এই ঐতিহ্যশালী ভবন বলেই জানা গিয়েছে । তবে শেষে বাজার বিভাগ তৎপর হয়ে তাদের বিকল্প জায়গার ব্যবস্থা করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.