কলকাতা, 18 সেপ্টেম্বর: কলকাতার থিম পুজোর মানচিত্রের আধিপত্যের প্রশ্ন এলে উত্তর কলকাতা হয়ত খানিকটা পিছিয়ে থাকবে দক্ষিণ কলকাতার কাছে । কিন্তু এরই মধ্যে উত্তর কলকতার যে কয়েকটি পুজো থিম করে চমক দিয়ে থাকে তার অন্যতম কাশী বোস লেন । এবার তাদের পুজো মণ্ডপে থাকবে মাটি সংরক্ষণের বার্তা (Durga Puja 2022) ৷
নানা রঙের মাটি দিয়ে সেজে উঠছে এই মণ্ডপ । 85 তম বর্ষে এবারে তাদের পুজোর থিম 'মা' । সৃজন ও রূপায়ণে অদিতি চক্রবর্তী । মাটি, মানুষের জীবনের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত। সেই মাটি নিয়েই এবার কাশী বোস লেনের মণ্ডপে কাজ হচ্ছে । পুজো উদ্যোক্তা সৌমেন দত্ত বলেন, "মাটিতে চাষ হয়, অন্ন সংস্থান হয় । মাটিতেই গাছ হয় । সেই গাছ থেকে আমরা অক্সিজেন পাই । মাটিতে বসবাস করি। মাটির সঙ্গে আমাদের টান খুবই গভীর। তাই মাটিকে মা হিসেবে তুলে ধরছি আমরা।"
ঝাড়খণ্ড লাগোয়া লোধাসুলির মল্লারপুরে গোবিন্দপুর নামে একটি গ্রাম আছে। সেখানে যত মাটি কাটা হয়, মাটির রং বদল হতে থাকে ৷ একের পর এক হলুদ, সাদা, নীল মাটি বেরিয়ে আসে । এবার সেই রং-র মাটি থাকবে কাশী বোস লেন পুজো মণ্ডপে । উদ্যোক্তাদের দাবি পুজোর ইতিহাসে এই ধরনের উদ্যোগ এই প্রথম । রং না মেশানো প্রকৃতির রঙিন মাটি দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে (Durga Puja 2022) ।
মণ্ডপে ঢুকেই নানা রঙের মাটির ঢেউ থাকবে । থাকবে যন্ত্র । আয়োজকদের দাবি প্যান্ডেল তৈরিতে পরিবেশ বান্ধব এমন সমস্ত জিনিসই ব্যবহার করা হয়েছে । প্রতিমার সাজ সবটাই রঙিন মাটি ব্যবহারে । সৌমেন আরও বলেন, "মাটিও বাঁচিয়ে রাখতে হবে । শুধু গাছ নয় । পরিবেশে ভারসাম্য ফেরানোর লক্ষ্যে মাটিকেও সংরক্ষণ দরকার ।" (Kashi Bose Lane to convey the message of soil conservation)
আরও পড়ুন: মোক্ষলাভের পথ দেখাবে উলটোডাঙা বিধান সংঘের পুজো মণ্ডপ