কলকাতা, 22 মে: নাতনির প্রথম জন্মদিনের দিন কয়েক ঘণ্টার জন্য জেল থেকে ছুটির আর্জি জানালেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়া মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় । জানা গিয়েছে, আগামী 24 মে তাঁর নাতনির এক বছর বয়সের জন্মদিন ৷ তাই ওইদিন তিনি ছ'ঘন্টার জন্য বিশেষ ছুটির আর্জি জানিয়েছেন আদালতের কাছে ৷ তবে আলিপুর আদালতের বিচারক সোমবার তাঁকে নির্দেশ দিয়েছেন নিয়ম মেনে জেল সুপারের কাছে আবেদন করতে ৷
এদিন এসএসসি'র গ্রুপ সি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আলিপুর আদালতে হাজিরা দেন জেলবন্দি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক অভিযুক্তরা । সেখানেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের তরফে আদালতে আবেদন করা হয় যে তাঁর নাতনির জন্মদিনের জন্য তাকে প্যারোলে অন্তত চার থেকে ছয় ঘন্টা জন্য মুক্তি দেওয়া হোক ।
এদিন আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, নীলাদ্রি দাস-সহ একাধিক অভিযুক্ত হাজিরা দেন । টানা ন'মাস ধরে কল্যাণময় গঙ্গোপাধ্যায় জেলবন্দি রয়েছেন । বর্তমানে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন । আদালতের এদিনের নির্দেশের পর কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের তরফে নিয়ম মেনে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের কাছে ছুটির আবেদন করতে হবে ।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর 15 সেপ্টেম্বর টানা জিজ্ঞাসাবাদের পর সিবিআই গ্রেফতার করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ৷ তদন্তকারীদের দাবি, 2010 সাল থেকে 10 বছর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন তিনি, ফলে তাঁর কাছ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে ৷ বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি ৷ সিবিআই এর দাবি, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ ছিল এবং বিভিন্ন জেলার চাকরির নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় যুক্ত এজেন্টদের থেকে লক্ষাধিক টাকা কমিশন নিয়ে সেই টাকা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন তিনি ৷
আরও পড়ুন: '300 দিনেরও বেশি বিনা বিচারে বন্দি রয়েছি', অভিষেকের জেরা নিয়ে প্রশ্নে বিরক্ত পার্থ