ETV Bharat / state

ষষ্ঠীর সকালে ভক্তদের জন্য খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ - গর্ভগৃহে প্রবেশের অনুমতি

জুলাই মাস পর্যন্ত বন্ধ ছিল কালীঘাট মন্দির। আনলক পর্বে মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ৷ তবে, গর্ভগৃহে প্রবেশের কোন অনুমতি ছিল না।

kalighat_temple_open_for_divoties_from_sasthi_to_dashami
ষষ্ঠীর সকালে দর্শনার্থীদের জন্য খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ
author img

By

Published : Oct 19, 2020, 1:53 PM IST

কলকাতা, 19 অক্টোবর : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দুর্গা ষষ্ঠীর সকালে খুলে যাচ্ছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন মন্দিরে। তবে, কোরোনা সংক্রমণ রুখতে থাকছে সামাজিক দূরত্ব বিধিসহ একাধিক ব্যবস্থা । পাশাপাশি দর্শনার্থীদের সংখ্যাও নিয়ন্ত্রণ করা হবে।



দুর্গাপুজোর দিনগুলিতে কালীঘাটের পুণ্য গর্ভগৃহ খোলা থাকবে কি না, তা নিয়ে শুরু হয়েছিল চর্চা। অবশেষে গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মন্দির কমিটি। পুজোর 5 দিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। দুপুরে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল 4টেয় ফের খুলবে গর্ভগৃহ। বন্ধ হবে রাত 11টায়।

কোরোনা সংক্রমণের কারণে জুলাই মাস পর্যন্ত বন্ধ ছিল কালীঘাট মন্দির । আনলক পর্বে মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ৷ তবে, গর্ভগৃহে প্রবেশের কোনও অনুমতি ছিল না। অবশেষে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দু'বেলা গর্ভগৃহে প্রবেশের জন্য অনুমতি মিলল। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে গর্ভগৃহে প্রবেশ করতে হবে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের। অন্তত 6 ফুট দূরত্ব বিধি রাখতে হবে প্রত্যেক দর্শনার্থীর মধ্যে। 5 নম্বর দিয়ে প্রবেশপথ নাটমন্দিরের। মন্দিরের প্রবেশপথে রয়েছে স্যানিটাইজ়ার টানেল।

কলকাতা, 19 অক্টোবর : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দুর্গা ষষ্ঠীর সকালে খুলে যাচ্ছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন মন্দিরে। তবে, কোরোনা সংক্রমণ রুখতে থাকছে সামাজিক দূরত্ব বিধিসহ একাধিক ব্যবস্থা । পাশাপাশি দর্শনার্থীদের সংখ্যাও নিয়ন্ত্রণ করা হবে।



দুর্গাপুজোর দিনগুলিতে কালীঘাটের পুণ্য গর্ভগৃহ খোলা থাকবে কি না, তা নিয়ে শুরু হয়েছিল চর্চা। অবশেষে গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মন্দির কমিটি। পুজোর 5 দিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। দুপুরে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল 4টেয় ফের খুলবে গর্ভগৃহ। বন্ধ হবে রাত 11টায়।

কোরোনা সংক্রমণের কারণে জুলাই মাস পর্যন্ত বন্ধ ছিল কালীঘাট মন্দির । আনলক পর্বে মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ৷ তবে, গর্ভগৃহে প্রবেশের কোনও অনুমতি ছিল না। অবশেষে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দু'বেলা গর্ভগৃহে প্রবেশের জন্য অনুমতি মিলল। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে গর্ভগৃহে প্রবেশ করতে হবে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের। অন্তত 6 ফুট দূরত্ব বিধি রাখতে হবে প্রত্যেক দর্শনার্থীর মধ্যে। 5 নম্বর দিয়ে প্রবেশপথ নাটমন্দিরের। মন্দিরের প্রবেশপথে রয়েছে স্যানিটাইজ়ার টানেল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.