কলকাতা, 24 ফেব্রুয়ারি : কালীঘাটের স্কাই ওয়াকারের টেন্ডার সম্পূর্ণ হলেও কাজ শুরু করতে পারেনি কলকাতা পৌরনিগম । কালীঘাটের মন্দিরের বাইরে রয়েছে দীর্ঘ দিনের রিফিউজি হকার কর্নার । 175 জন হকারদের দোকান রয়েছে এই হকার্স মার্কেটে । দক্ষিণেশ্বর মন্দিরের আদলে কালিঘাট স্কাইওয়াক তৈরি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় । স্কাই ওয়াকের কাজ করার জন্য হকারদের হাজরা পার্কে পুনর্বাসনের ব্যবস্থা করে কলকাতা পৌরনিগম। এই হকারদের দোকান ঘর তৈরি করে দেয় কলকাতা পৌরনিগম । কিন্তু হকারদের বেঁকে বসাতে রকমে গেছে স্কাইওয়াকের কাজ । 18 মাসে 80 কোটি টাকা খরচ করে এই স্কাইওয়াক তৈরির জন্য টেন্ডার স্থির করা হয়েছে ।
এদিন স্কাইওয়াক নিয়ে জটিলতা কাটাতে কলকাতা পৌরনিগমের সদর দফতরে কালীঘাটের হকারদের নিয়ে বৈঠকে বসেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । এদিন বৈঠকের হকাররা জানিয়েছেন তাদের পুরানো জায়গা ছেড়ে হাজরা পার্কে তৈরি করা নতুন দোকানে গিয়ে বসলে তাঁদের ব্যবসা ক্ষতি হবে । তাঁদের পুনর্বাসনের জন্য টাকা দিতে হবে । সেই সঙ্গে তাঁরা দাবি করেছেন ব্যবসার ক্ষতির জন্য মাসিক ভাতা দিতে হবে হকারদের । হকার্স ইউনিয়নের সেক্রেটারি অমরেশ চন্দ্র পাল জানিয়েছেন তাদের তরফ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে পৌর কতৃপক্ষকে । পৌর কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য তিন দিন সময় দিয়েছেন । আগামী শুক্রবার সংগঠনের পক্ষ থেকে তাদের সিদ্ধান্ত জানানো হবে পৌর কতৃপক্ষকে ।
আরও পড়ুন : কালীঘাটে শুরু স্কাইওয়াকের কাজ, হকারদের পুনর্বাসন হাজরা পার্কে
কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, কালীঘাটে স্কাইওয়াকের কাজ রয়েছে হকারদের তালবাহানার জন্য। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেও হকারদের জন্য স্কাইওয়াকার এর কাজ শুরু করা যাচ্ছে না। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে কলকাতা পৌরনিগম। এদিন তিনি জানিয়েছেন হকারদের আশ্বাস দেওয়া হয়েছে প্রয়োজনে আরও সাজিয়ে দেওয়া হবে তাঁদের দোকানগুলিকে । কিন্তু কোনওরকম পুনর্বাসনের জন্য টাকা অথবা মাসিক ভাতা দেওয়া হবে না । যদি চলতি সপ্তাহের মধ্যেই সমাধান না হয় তাহলে আগামী সপ্তাহেই রাজ্য সরকার স্কাইওয়াক তৈরি করার জন্য প্রক্রিয়া শুরু করবে ।