ETV Bharat / state

HC Summons SSC Chairman: হাইকোর্টের নির্দেশ অমান্য, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তলব বিচারপতি মান্থার

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অমান্য করায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে (HC Summons SSC Chairman) সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা ৷

Calcutta High Court ETV Bharat
হাইকোর্ট ও বিচারপতি মান্থা
author img

By

Published : Mar 17, 2023, 1:00 PM IST

কলকাতা, 17 মার্চ: আদালতের নির্দেশ অমান্য করে 2011 সালের টেট প্রার্থীদের ভুল ও সিলেবাসের বাইরের প্রশ্নের জন্য নম্বর না দেওয়ায় স্কুল সার্ভিস কমিশনকে চরম ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ, আগামী শুক্রবার নতুন রিপোর্ট নিয়ে ব্যক্তিগতভাবে হাজির হতে হবে এসএসসি চেয়ারম্যানকে (HC Summons SSC Chairman)৷

বিচারপতি রাজা শেখর মান্থা শুক্রবার কটাক্ষ করে বলেন, "আপনারা কোর্টের সঙ্গে খেলছেন । এসএসসি নিয়োগ করছে, অথচ তারাই ভুল প্রশ্ন করছে । সব পরিকল্পিত । আমার বলতে দ্বিধা নেই, এসএসসি একটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলছে ।"

বিচারপতির এসএসসি-কে ভর্ৎসনা করে বলেছেন, "আপনাদের প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক । আপনারা ভেবেছেন কী ? জনমানসে আপনাদের আচরণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে । প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব । আমি সব নিয়োগে সন্দেহ করছি । আমাকে বাধ্য করবেন না আরও কড়া পদক্ষেপ করতে । আপনারা ভেবেছেন কী ! আপনারা কোর্টের নির্দেশের উপরে খবরদারি করছেন ।"

বিচারপতি মান্থা বলেন, আগেও তিনি এই মামলায় বলেছিলেন যে, নিয়োগ দুর্নীতি হয়েছে । কিন্তু আজও দেখা যাচ্ছে যে সেই একই পথে হাঁটছে স্কুল সার্ভিস কমিশন ।

আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা দিয়েও মেলেনি চাকরি, প্রার্থীমৃত্যুর তদন্ত করবে সিবিআই

বিচারপতি তাঁর নির্দেশে বলেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের হলফনামা গ্রহণযোগ্য নয় । সিলেবাসের বাইরের প্রশ্নে নম্বর দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তারা । কারণ তাহলে সবাইকে দিতে হবে । কিন্তু আদালত নির্দেশ দিয়েছিল যে, মামলাকারী 83 জনের পক্ষে । 29 জুন আদালত এই নির্দেশ দেয় । কিন্তু সেই নির্দেশ এসএসসি ইচ্ছে করে অগ্রাহ্য করেছে বলে দাবি করেছেন বিচারপতি । ইংরেজি, চাইল্ড ডেভলপমেন্ট ও পেডাগোগি বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে নম্বর বিতর্কে এই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ।

উল্লেখ্য, নিয়োগ দূর্নীতিতে কার্যত জেরবার স্কুল সার্ভিস কমিশন । শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গ্রুপ-ডি ও গ্রুপ-সি নিয়োগের সমস্ত পর্যায়ে দুর্নীতি ধরা পড়ার পর, পুরো কমিশনের কাজকর্ম নিয়ে সন্দেহ তৈরি হয়েছে । বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের একাধিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই ও ইডির তদন্ত চলছে । এই পরিস্থিতিতে বিচারপতি রাজা শেখর মান্থার এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।

কলকাতা, 17 মার্চ: আদালতের নির্দেশ অমান্য করে 2011 সালের টেট প্রার্থীদের ভুল ও সিলেবাসের বাইরের প্রশ্নের জন্য নম্বর না দেওয়ায় স্কুল সার্ভিস কমিশনকে চরম ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ, আগামী শুক্রবার নতুন রিপোর্ট নিয়ে ব্যক্তিগতভাবে হাজির হতে হবে এসএসসি চেয়ারম্যানকে (HC Summons SSC Chairman)৷

বিচারপতি রাজা শেখর মান্থা শুক্রবার কটাক্ষ করে বলেন, "আপনারা কোর্টের সঙ্গে খেলছেন । এসএসসি নিয়োগ করছে, অথচ তারাই ভুল প্রশ্ন করছে । সব পরিকল্পিত । আমার বলতে দ্বিধা নেই, এসএসসি একটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলছে ।"

বিচারপতির এসএসসি-কে ভর্ৎসনা করে বলেছেন, "আপনাদের প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক । আপনারা ভেবেছেন কী ? জনমানসে আপনাদের আচরণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে । প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব । আমি সব নিয়োগে সন্দেহ করছি । আমাকে বাধ্য করবেন না আরও কড়া পদক্ষেপ করতে । আপনারা ভেবেছেন কী ! আপনারা কোর্টের নির্দেশের উপরে খবরদারি করছেন ।"

বিচারপতি মান্থা বলেন, আগেও তিনি এই মামলায় বলেছিলেন যে, নিয়োগ দুর্নীতি হয়েছে । কিন্তু আজও দেখা যাচ্ছে যে সেই একই পথে হাঁটছে স্কুল সার্ভিস কমিশন ।

আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা দিয়েও মেলেনি চাকরি, প্রার্থীমৃত্যুর তদন্ত করবে সিবিআই

বিচারপতি তাঁর নির্দেশে বলেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের হলফনামা গ্রহণযোগ্য নয় । সিলেবাসের বাইরের প্রশ্নে নম্বর দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তারা । কারণ তাহলে সবাইকে দিতে হবে । কিন্তু আদালত নির্দেশ দিয়েছিল যে, মামলাকারী 83 জনের পক্ষে । 29 জুন আদালত এই নির্দেশ দেয় । কিন্তু সেই নির্দেশ এসএসসি ইচ্ছে করে অগ্রাহ্য করেছে বলে দাবি করেছেন বিচারপতি । ইংরেজি, চাইল্ড ডেভলপমেন্ট ও পেডাগোগি বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে নম্বর বিতর্কে এই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ।

উল্লেখ্য, নিয়োগ দূর্নীতিতে কার্যত জেরবার স্কুল সার্ভিস কমিশন । শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গ্রুপ-ডি ও গ্রুপ-সি নিয়োগের সমস্ত পর্যায়ে দুর্নীতি ধরা পড়ার পর, পুরো কমিশনের কাজকর্ম নিয়ে সন্দেহ তৈরি হয়েছে । বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের একাধিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই ও ইডির তদন্ত চলছে । এই পরিস্থিতিতে বিচারপতি রাজা শেখর মান্থার এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.