ETV Bharat / state

Justice Rajasekhar Mantha: অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া নিয়ে সরকারকে আরও সচেতন হওয়ার বার্তা বিচারপতি মান্থার - অবসরের পর শিক্ষকদের বকেয়া পাওনা

অবসরের পর শিক্ষকদের বকেয়া পাওনা পেতে দেরি হওয়া নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অবিলম্বে এই বিষয়ে রাজ্য সরকারকে তৎপর হতে নির্দেশ দিল বিচারপতি রাজা শেখর মান্থা ।

Justice Rajasekhar Mantha
বিচারপতি মান্থা
author img

By

Published : Feb 3, 2023, 1:58 PM IST

Updated : Feb 3, 2023, 2:31 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: অবসরপ্রাপ্ত শিক্ষকদের (Teacher Retirement Case) বকেয়া পেতে কেন এত দেরি! শিক্ষকদের ক্ষেত্রে সরকারকে আরও সচেতন হওয়া উচিত। মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্থার। "শিক্ষকরা শিক্ষাদান করেন। এটা মহৎ কাজ। তাই তাঁদের অবসরের পর পাওনা আর্থিক সুযোগ সুবিধা পেতে বিলম্ব খুবই দুঃখজনক। এই বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।" শুক্রবার এমনই মন্তব্য করলেন বিচারপতি রাজা শেখর মান্থা।

উল্লেখ্য, শুক্রবার বিচারপতি মান্থার এজলাসে চলছিল আদালত অবমাননার বহু মামলা। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আবেদনকারী বহু শিক্ষক তাঁদের অবসরকালীন বকেয়া আর্থিক সুবিধা ঠিকমতো পাচ্ছেন না বলে অভিযোগ ছিল। সেই মামলাতে বিচারপতির নির্দেশে এদিন আদালতে হাজির ছিলেন বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসক। এদিন আদালতে উপস্থিত বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসকদের উদ্দেশ্যে বিচারপতি রাজা শেখর মান্থার মন্তব্য, "কী করছেন আপনারা? আপনাদের এই গয়ংগচ্ছ মনোভাবকে আদালত মানতে নারাজ। আপনাদের সরকারি বিভিন্ন বিভাগের ফাইল স্থানান্তরের জন্য শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন না।"

বিচারপতি রাজা শেখর মান্থা এদিন আরও বলেন, "বছরের পর বছর তাঁদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন। আর বকেয়া আর্থিক পাওনা দেওয়ার সময় তাঁদের হেনস্থা করছেন কেন? কাল যখন আপনার সঙ্গে এটা হবে তখন আপনি কী করবেন?" এই মন্তব্যের ফলে স্বভাবতই বিচারপতির নির্দেশে বহু শিক্ষকই তাঁদের বকেয়া আর্থিক পাওনা দ্রুত পাওয়ার আশ্বাস পেলেন। পাশাপাশি আদালতের এই নির্দেশে বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসকরাও সেই আশ্বাস দিলেন আদালতে।

আরও পড়ুন: সরকার ও এসএসসি-র গাফিলতির জন্যই নিয়োগে দেরি ? জবাব চাইল হাইকোর্ট

উল্লেখ্য, চাকরি থেকে অবসরের পর বহু শিক্ষক-শিক্ষিকা তাঁদের অবসরকালীন সুযোগ সুবিধা ঠিকমতো পান না ৷ আর তা পান না সংশ্লিষ্ট দফতরের সরকারি কর্মচারীদের গাফিলতির কারণেই হয়ে থাকে বলে খবর । বৃদ্ধ বয়সে অনেকের এজন্য সরকারি দফতরে ঘুরে সমস্যা পড়েন। তাঁদের অনেকেই এই বিষয়ে আদালতে মামলা করেছিলেন। এদিন এই ধরনের একাধিক মামলার শুনানি চলছে বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে। সেই সংক্রান্ত একটি মামলার শুনানিতেই এদিন বিচারপতি উপরিউক্ত মন্তব্য করেছেন।

কলকাতা, 3 ফেব্রুয়ারি: অবসরপ্রাপ্ত শিক্ষকদের (Teacher Retirement Case) বকেয়া পেতে কেন এত দেরি! শিক্ষকদের ক্ষেত্রে সরকারকে আরও সচেতন হওয়া উচিত। মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্থার। "শিক্ষকরা শিক্ষাদান করেন। এটা মহৎ কাজ। তাই তাঁদের অবসরের পর পাওনা আর্থিক সুযোগ সুবিধা পেতে বিলম্ব খুবই দুঃখজনক। এই বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।" শুক্রবার এমনই মন্তব্য করলেন বিচারপতি রাজা শেখর মান্থা।

উল্লেখ্য, শুক্রবার বিচারপতি মান্থার এজলাসে চলছিল আদালত অবমাননার বহু মামলা। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আবেদনকারী বহু শিক্ষক তাঁদের অবসরকালীন বকেয়া আর্থিক সুবিধা ঠিকমতো পাচ্ছেন না বলে অভিযোগ ছিল। সেই মামলাতে বিচারপতির নির্দেশে এদিন আদালতে হাজির ছিলেন বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসক। এদিন আদালতে উপস্থিত বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসকদের উদ্দেশ্যে বিচারপতি রাজা শেখর মান্থার মন্তব্য, "কী করছেন আপনারা? আপনাদের এই গয়ংগচ্ছ মনোভাবকে আদালত মানতে নারাজ। আপনাদের সরকারি বিভিন্ন বিভাগের ফাইল স্থানান্তরের জন্য শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন না।"

বিচারপতি রাজা শেখর মান্থা এদিন আরও বলেন, "বছরের পর বছর তাঁদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন। আর বকেয়া আর্থিক পাওনা দেওয়ার সময় তাঁদের হেনস্থা করছেন কেন? কাল যখন আপনার সঙ্গে এটা হবে তখন আপনি কী করবেন?" এই মন্তব্যের ফলে স্বভাবতই বিচারপতির নির্দেশে বহু শিক্ষকই তাঁদের বকেয়া আর্থিক পাওনা দ্রুত পাওয়ার আশ্বাস পেলেন। পাশাপাশি আদালতের এই নির্দেশে বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসকরাও সেই আশ্বাস দিলেন আদালতে।

আরও পড়ুন: সরকার ও এসএসসি-র গাফিলতির জন্যই নিয়োগে দেরি ? জবাব চাইল হাইকোর্ট

উল্লেখ্য, চাকরি থেকে অবসরের পর বহু শিক্ষক-শিক্ষিকা তাঁদের অবসরকালীন সুযোগ সুবিধা ঠিকমতো পান না ৷ আর তা পান না সংশ্লিষ্ট দফতরের সরকারি কর্মচারীদের গাফিলতির কারণেই হয়ে থাকে বলে খবর । বৃদ্ধ বয়সে অনেকের এজন্য সরকারি দফতরে ঘুরে সমস্যা পড়েন। তাঁদের অনেকেই এই বিষয়ে আদালতে মামলা করেছিলেন। এদিন এই ধরনের একাধিক মামলার শুনানি চলছে বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে। সেই সংক্রান্ত একটি মামলার শুনানিতেই এদিন বিচারপতি উপরিউক্ত মন্তব্য করেছেন।

Last Updated : Feb 3, 2023, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.