কলকাতা, 4 জানুয়ারি: প্রার্থীকে মোবাইল থেকে ফোন করে বলা হচ্ছে, অফিসে এলেই চাকরি হয়ে যাবে ৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ এল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ৷ এই ঘটনায় বিচারপতি সিবিআইকে ওই ফোন নম্বর খতিয়ে দেখার নির্দেশ দিলেন (Justice Abhijit Ganguly orders phone number verification to CBI over teacher recruitment) ৷
বুধবার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বলেন, "শিল্পা চক্রবর্তী নামের এক প্রার্থীকে ফোন করে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস থেকে ফোন করা হচ্ছে ৷ এখানে এসে দেখা করলে আপনার চাকরি হয়ে যাবে ৷" এই বিষয়ে সত্যতা খতিয়ে দেখতে সিবিআইকে তদন্ত করে দেখার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ ওই ফোন নম্বর আদৌ ভুয়ো কি না, তা খতিয়ে দেখবে সিবিআই ৷
আরও পড়ুন: ফের কঠোর বিচারপতি গঙ্গোপাধ্য়ায়, চাকরি খোয়ালেন 200 জন
প্রসঙ্গত, বেআইনি নিয়োগের অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে 268 জন শিক্ষকের চাকরি বাতিল করেছেন । এছাড়া গ্রুপ-সি, গ্রুপ-ডি-সহ উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক স্তরে কয়েকশো প্রার্থীর চাকরি বাতিল করেছেন ৷ পাশাপাশি আইন বহির্ভূত নিয়োগের অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্ত চলছে ৷