ETV Bharat / state

Justice Gangopadhyay: কলেজ সার্ভিস কমিশন সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সব নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

রাত সাড়ে আটটায় কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে হাইকোর্টে তলব করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের রায়ের প্রেক্ষিতে ইতিমধ্যে কলেজ সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চে আপিল করেছে। এই বক্তব্য কলেজ সার্ভিস কমিশনের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বিচারপতি গঙ্গোপাধ্যায়কে জানাতেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন তিনি।

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 6:37 PM IST

Updated : Oct 6, 2023, 6:44 PM IST

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 6 অক্টোবর: কলেজ সার্ভিস কমিশন সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সব নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ । একই সঙ্গে, কলাজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে হাজিরা হতে হবে না বলেও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ । শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশ পালন না-করায় রাত সাড়ে আটটায় কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আদালতে হাজির করতে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গেল বেঞ্চের রায়ের প্রেক্ষিতে ইতিমধ্যে কলেজ সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চে আপিল করেছে। এই বক্তব্য কলেজ সার্ভিস কমিশনের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বিচারপতি গঙ্গোপাধ্যায়কে জানাতেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এরপরই কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কুমার করকে শুক্রবার রাত সাড়ে আটটায় হাইকোর্টে হাজির করানোর জন্য বিধাননগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। উল্লেখ্য এদিন কলেজ সার্ভিস কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সহকারী অধ্যাপক নিয়োগের প্যানেলে প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশের বিষয়ে কলেজ সার্ভিস কমিশনের হলফনামা তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । 6 অক্টোবর অর্থাৎ এদিনের মধ্যে সেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে কলেজ সার্ভিস কমিশন। কিন্তু বিচারপতি এই বক্তব্য শোনার পরই কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে এদিনই রাত সাড়ে আটটায় আদালতে হাজির করতে নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ কীভাবে বেতন পেতেন ? কলেজ সার্ভিস কমিশনকে রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের

সম্প্রতি মোনালিসা ঘোষ নামে এক প্রার্থীর দায়ের করা মামলার শুনানি চলাকালীন এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি । মামলাকারীর বক্তব্য ছিল, কলেজ সার্ভিস কমিশনের যে প্যানেল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন। কিন্তু কে কত নম্বর পেয়েছে তা সেই প্যানেলে জানানো হয়নি। এক প্রার্থীর মাধ্যমিক থেকে পিএইচডি পর্যন্ত ডিগ্রির জন্য আলাদা আলাদা নম্বর থাকে। সেই নম্বর যোগ করে কে কত নম্বর পেয়েছে তার উল্লেখই নেই তালিকায়। সেই তালিকা প্রকাশের দাবিতেই মামলা করেন তিনি।

কলকাতা, 6 অক্টোবর: কলেজ সার্ভিস কমিশন সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সব নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ । একই সঙ্গে, কলাজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে হাজিরা হতে হবে না বলেও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ । শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশ পালন না-করায় রাত সাড়ে আটটায় কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আদালতে হাজির করতে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গেল বেঞ্চের রায়ের প্রেক্ষিতে ইতিমধ্যে কলেজ সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চে আপিল করেছে। এই বক্তব্য কলেজ সার্ভিস কমিশনের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী বিচারপতি গঙ্গোপাধ্যায়কে জানাতেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এরপরই কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কুমার করকে শুক্রবার রাত সাড়ে আটটায় হাইকোর্টে হাজির করানোর জন্য বিধাননগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। উল্লেখ্য এদিন কলেজ সার্ভিস কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সহকারী অধ্যাপক নিয়োগের প্যানেলে প্রার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশের বিষয়ে কলেজ সার্ভিস কমিশনের হলফনামা তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । 6 অক্টোবর অর্থাৎ এদিনের মধ্যে সেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে কলেজ সার্ভিস কমিশন। কিন্তু বিচারপতি এই বক্তব্য শোনার পরই কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে এদিনই রাত সাড়ে আটটায় আদালতে হাজির করতে নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ কীভাবে বেতন পেতেন ? কলেজ সার্ভিস কমিশনকে রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের

সম্প্রতি মোনালিসা ঘোষ নামে এক প্রার্থীর দায়ের করা মামলার শুনানি চলাকালীন এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি । মামলাকারীর বক্তব্য ছিল, কলেজ সার্ভিস কমিশনের যে প্যানেল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন। কিন্তু কে কত নম্বর পেয়েছে তা সেই প্যানেলে জানানো হয়নি। এক প্রার্থীর মাধ্যমিক থেকে পিএইচডি পর্যন্ত ডিগ্রির জন্য আলাদা আলাদা নম্বর থাকে। সেই নম্বর যোগ করে কে কত নম্বর পেয়েছে তার উল্লেখই নেই তালিকায়। সেই তালিকা প্রকাশের দাবিতেই মামলা করেন তিনি।

Last Updated : Oct 6, 2023, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.