ETV Bharat / state

Primary Recruitment: সুপ্রিম নির্দেশ খারিজ হাইকোর্টে, ফের শুনানির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - রাজস্থান হাইকোর্ট

কীভাবে রাজস্থান হাইকোর্ট সুপ্রিম নির্দেশ খারিজ করল, তা সব পক্ষকে তথ্য দিয়ে জানাতে হবে । বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) । 10 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 3, 2022, 3:45 PM IST

Updated : Nov 3, 2022, 5:02 PM IST

কলকাতা, 3 নভেম্বর: 23 জুন 2018, বিএড উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট । কিন্তু রাজস্থান হাইকোর্ট তা খারিজ করে দেয় । কীভাবে রাজস্থান হাইকোর্ট সুপ্রিম নির্দেশ খারিজ করল, তা সব পক্ষকে তথ্য দিয়ে জানাতে হবে । বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) । 10 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।

এনসিটিই (National Council for Teacher Education)-সহ সব পক্ষকে প্রস্তুত হয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে । এই মামলার নির্দেশের পর জানানো হয়েছে, যদি মামলার ফলাফল তাদের পক্ষে যায় তাহলে বিএড প্রার্থীদের আবেদনের সুযোগ দিতে হবে চলতি নিয়োগ প্রক্রিয়ায় । 29 সেপ্টেম্বর 2022-এ যার বিজ্ঞপ্তি জারি হয়েছে । হাইকোর্টের নির্দেশ, আবেদন অনলাইন বা অফলাইন, যেভাবেই হোক দিতে হবে ।

এদিন এনসিটিইর তরফে আইনজীবী বলেন, "28 জুন 2018-তে একটা নোটিফিকেশন দেওয়া হয় । সেই নোটিফিকেশন অনুয়ায়ী বিএড'রা প্রাথমিক স্কুলে চাকরি করতে পারবেন না । যোধপুর হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী ওই নোটিফিকেশন করা হয়েছিল । ফলে এদের সুযোগ দেওয়ার প্রশ্ন ওঠে না ।পরে রাজস্থান হাইকোর্টও একই নির্দেশ দেয় ।"

আরও পড়ুন: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মিষ্টিমুখ করিয়ে পাশে থাকার বার্তা দিলীপের

অন্যদিকে মামলাকারীদের বক্তব্য, 2018 সাল থেকে এনসিটিই'র নিয়ম অনুযায়ী, গ্র্যাজুয়েশনে 50% এর কম নম্বর পাওয়া বিএড প্রার্থীরা চাকরির আবেদন করতে পারবেন না । পরে একটি মামলায় এনসিটিই আদালতে হলফনামা দিয়ে জানায়, 2010-এর আগে গ্র‍্যাজুয়েশন শেষ করা প্রার্থীদের জন্য এই নিয়ম ধার্য নয় । অর্থাৎ 50%-এর কম নম্বর থাকলেও আবেদন করতে পারবেন তাঁরা । মামলাকারীর প্রশ্ন, তবে কেন 2010-এর আগে গ্র‍্যাজুয়েশন শেষ করা প্রার্থীদের পর্ষদ আবেদন করতে দিচ্ছে না ? এই প্রশ্নই এদিন আদালতের সামনেও তুলে ধরেছেন তারা ।

কলকাতা, 3 নভেম্বর: 23 জুন 2018, বিএড উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট । কিন্তু রাজস্থান হাইকোর্ট তা খারিজ করে দেয় । কীভাবে রাজস্থান হাইকোর্ট সুপ্রিম নির্দেশ খারিজ করল, তা সব পক্ষকে তথ্য দিয়ে জানাতে হবে । বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) । 10 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ।

এনসিটিই (National Council for Teacher Education)-সহ সব পক্ষকে প্রস্তুত হয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে । এই মামলার নির্দেশের পর জানানো হয়েছে, যদি মামলার ফলাফল তাদের পক্ষে যায় তাহলে বিএড প্রার্থীদের আবেদনের সুযোগ দিতে হবে চলতি নিয়োগ প্রক্রিয়ায় । 29 সেপ্টেম্বর 2022-এ যার বিজ্ঞপ্তি জারি হয়েছে । হাইকোর্টের নির্দেশ, আবেদন অনলাইন বা অফলাইন, যেভাবেই হোক দিতে হবে ।

এদিন এনসিটিইর তরফে আইনজীবী বলেন, "28 জুন 2018-তে একটা নোটিফিকেশন দেওয়া হয় । সেই নোটিফিকেশন অনুয়ায়ী বিএড'রা প্রাথমিক স্কুলে চাকরি করতে পারবেন না । যোধপুর হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী ওই নোটিফিকেশন করা হয়েছিল । ফলে এদের সুযোগ দেওয়ার প্রশ্ন ওঠে না ।পরে রাজস্থান হাইকোর্টও একই নির্দেশ দেয় ।"

আরও পড়ুন: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মিষ্টিমুখ করিয়ে পাশে থাকার বার্তা দিলীপের

অন্যদিকে মামলাকারীদের বক্তব্য, 2018 সাল থেকে এনসিটিই'র নিয়ম অনুযায়ী, গ্র্যাজুয়েশনে 50% এর কম নম্বর পাওয়া বিএড প্রার্থীরা চাকরির আবেদন করতে পারবেন না । পরে একটি মামলায় এনসিটিই আদালতে হলফনামা দিয়ে জানায়, 2010-এর আগে গ্র‍্যাজুয়েশন শেষ করা প্রার্থীদের জন্য এই নিয়ম ধার্য নয় । অর্থাৎ 50%-এর কম নম্বর থাকলেও আবেদন করতে পারবেন তাঁরা । মামলাকারীর প্রশ্ন, তবে কেন 2010-এর আগে গ্র‍্যাজুয়েশন শেষ করা প্রার্থীদের পর্ষদ আবেদন করতে দিচ্ছে না ? এই প্রশ্নই এদিন আদালতের সামনেও তুলে ধরেছেন তারা ।

Last Updated : Nov 3, 2022, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.