ETV Bharat / state

HC on Madrasah Service Commission: মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা ঘিরে একাধিক প্রশ্ন, রিপোর্ট চাইল হাইকোর্ট - মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে হাইকোর্টের বক্তব্য

পাঁচটি প্রশ্ন ও উত্তরের বিকল্পে ভুল থাকার কারণে মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী ৷ সেই মামলা শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার মাদ্রাসা কমিশনকে 23 অগস্টের মধ্যে হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ দেন(HC on Madrasah Service Commission)৷

high court on madrasah
মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে হাইকোর্টের বক্তব্য
author img

By

Published : Jul 27, 2022, 4:19 PM IST

কলকাতা, 27 জুলাই: মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় পাঁচটি প্রশ্নের উত্তর ঠিক না ভুল এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । 23 অগস্টের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay asked for Madrasah Commission examination report of forgetting the questions and answers)৷
মামলার আইনজীবী আলি আহসান আলমগীর জানান, 2013 সালে মাদ্রাসা সার্ভিস কমিশন শারীরশিক্ষা বিষয়ে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে । কিন্তু বিভিন্ন আইনি জটিলতায় সেই পরীক্ষা শেষ পর্যন্ত নেওয়া হয় 2021 সালের জানুয়ারি মাসে এবং অগস্টে তার ফল প্রকাশিত হয় । পরীক্ষায় অন্তত পাঁচটি প্রশ্ন ও উত্তরে গণ্ডগোল রয়েছে । বেশ কিছু প্রার্থী আরটিআই করে জানতে পারেন 2-3 নম্বর কম থাকায় তাঁরা অকৃতকার্য হয়েছেন । কিন্তু যদি মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ভুল সংশোধন করে তাহলে ঐ প্রার্থীরা সুযোগ পেতে পারেন। তাই এরপরই জিয়ারুল হক-সহ আরও বেশ কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হন । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের হয় ।

আরও পড়ুন : মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ 70 হাজার টাকা জরিমানার নির্দেশ হাইকোর্টের

যদিও মামলার শুনানিতে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী দাবি করেন, শারীরশিক্ষা বিষয়ের ওই প্রশ্ন ও উত্তরে কোনও ভুল ছিল না । বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্নগুলো যাচাই করা হয় ৷ একই সঙ্গে সুপ্রিমকোর্টের নির্দেশ উল্লেখ করে তাঁরা দেখানোর চেষ্টা করেন এই ভাবে মামলা করা যায় না ।

অন্যদিকে, মামলাকারীদের দাবি তাঁরা একাধিক রেফারেন্স বই থেকে দেখিয়েছেন যে প্রশ্ন এবং উত্তর নিয়ে ভ্রান্তি ছিল । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু'পক্ষের সওয়াল শোনার পর মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন কবে কোন বিশেষজ্ঞ কমিটি এই প্রশ্নগুলিকে নির্ভুল বলেছিলেন তার বিস্তারিত রিপোর্ট আগামী 23 অগস্টের মধ্যে দাখিল করতে হবে ।

আরও পড়ুন : মাদ্রাসা পরীক্ষায় প্রথম শরিফা খাতুন, প্রথম দশে মালদা জেলারই ছেলেমেয়েরা

কলকাতা, 27 জুলাই: মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় পাঁচটি প্রশ্নের উত্তর ঠিক না ভুল এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । 23 অগস্টের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay asked for Madrasah Commission examination report of forgetting the questions and answers)৷
মামলার আইনজীবী আলি আহসান আলমগীর জানান, 2013 সালে মাদ্রাসা সার্ভিস কমিশন শারীরশিক্ষা বিষয়ে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে । কিন্তু বিভিন্ন আইনি জটিলতায় সেই পরীক্ষা শেষ পর্যন্ত নেওয়া হয় 2021 সালের জানুয়ারি মাসে এবং অগস্টে তার ফল প্রকাশিত হয় । পরীক্ষায় অন্তত পাঁচটি প্রশ্ন ও উত্তরে গণ্ডগোল রয়েছে । বেশ কিছু প্রার্থী আরটিআই করে জানতে পারেন 2-3 নম্বর কম থাকায় তাঁরা অকৃতকার্য হয়েছেন । কিন্তু যদি মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ভুল সংশোধন করে তাহলে ঐ প্রার্থীরা সুযোগ পেতে পারেন। তাই এরপরই জিয়ারুল হক-সহ আরও বেশ কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হন । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের হয় ।

আরও পড়ুন : মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ 70 হাজার টাকা জরিমানার নির্দেশ হাইকোর্টের

যদিও মামলার শুনানিতে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী দাবি করেন, শারীরশিক্ষা বিষয়ের ওই প্রশ্ন ও উত্তরে কোনও ভুল ছিল না । বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্নগুলো যাচাই করা হয় ৷ একই সঙ্গে সুপ্রিমকোর্টের নির্দেশ উল্লেখ করে তাঁরা দেখানোর চেষ্টা করেন এই ভাবে মামলা করা যায় না ।

অন্যদিকে, মামলাকারীদের দাবি তাঁরা একাধিক রেফারেন্স বই থেকে দেখিয়েছেন যে প্রশ্ন এবং উত্তর নিয়ে ভ্রান্তি ছিল । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু'পক্ষের সওয়াল শোনার পর মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন কবে কোন বিশেষজ্ঞ কমিটি এই প্রশ্নগুলিকে নির্ভুল বলেছিলেন তার বিস্তারিত রিপোর্ট আগামী 23 অগস্টের মধ্যে দাখিল করতে হবে ।

আরও পড়ুন : মাদ্রাসা পরীক্ষায় প্রথম শরিফা খাতুন, প্রথম দশে মালদা জেলারই ছেলেমেয়েরা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.