কলকাতা, 19 অগাস্ট : গাছ কেটে ফ্ল্যাট বানানো, বাড়ি বানানো । কলকাতা শহরের বেশিরভাগ জায়গায় এই চিত্র স্বাভাবিক বিষয় । গাছের মর্ম বোঝে এমন মানুষের সংখ্যা আজকাল হাতে গোনাই বলা যায় । গাছ থাকলে তা যে কী উপকার করবে বা করে, তা বোঝে না বেশিরভাগ মানুষই । যার ফলে শহরে বাড়ছে দূষণ । কমছে বাতাসে অক্সিজেনের মাত্রা । যা অদূর ভবিষ্যতে ভয়াবহ সমস্যা ডেকে আনতে পারে । বৃক্ষরোপন উৎসব হলেও তা ওই একদিনই, তাতে সেভাবে লাভ হচ্ছে না । এই গাছ ভালোবেসে, পরিবেশ বাঁচাতে চলো গাছ লাগাই অভিযান শুরু করেছেন শহরের একদল যুবক-যুবতি । বাড়িতে গাছ লাগাতে চাইলেই তাঁদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা পৌঁছে যাবে আপনার বাড়ি ।
শহরের যেকোনও এলাকায় নিয়মিত গাছ লাগান এঁরা । "চলো গাছ লাগাই" নামে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপনের কর্মসূচি নিয়েছেন । কেবলমাত্র শহর নয়, ডাক পেলে রাজ্যের যে কোনও জায়গায় নিখরচায় চারা গাছ রোপণ কতে চলে যান তাঁরা । বেসরকারি সংস্থার কর্মী অমিত দাস-সহ 63 জন পরিবেশপ্রেমী তথা গাছ পাগল মানুষ এই কাজ করে চলেছেন । যুবক-যুবতি ছাড়াও তাঁদের সঙ্গে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন স্কুল পড়ুয়ারাও ।
মে মাসে ঘূর্ণিঝড় আমফানে শহরের প্রায় 15 হাজার ছোটো-বড় গাছ নষ্ট হয়ে গিয়েছে । সেই সব গাছকে কেটে না ফেলে বাঁচানোর উদ্যোগ নিয়েছিলেন অমিতবাবুরা । ফাঁকা জায়গা পেলে, গাছ নষ্ট হয়ে গেছে বা গাছ কেটে ফেলা হলে, সে জায়গায় গাছ লাগান তাঁরা । এবং গত এক বছর ধরে লাগাতার এই কাজ করে আসছেন । কোনওরকম সরকারি সহায়তা পাননি । নিজের পকেট থেকেই চলে গাছের পরচর্যার চেষ্টা ।
এবিষয়ে অমিতবাবু জানান, "শহরের হারিয়ে যাওয়া গাছকে ফিরিয়ে আনাই মূল লক্ষ্য আমাদের । প্রতি রবিবার শহরজুড়ে গাছ লাগানো হয় । কেউ যদি খবর দেয় তাঁর পাড়ায় গাছ লাগাতে হবে, আমরা গিয়ে গাছ লাগিয়ে দিয়ে আসি । শহরের সবুজ ফিরবে । রাজ্যের সবুজ ফিরিয়ে দেওয়া হবে । কেবলমাত্র মানুষের সহযোগিতা পেলে সবুজময় হবে শহর, শহরতলি । সোশাল মিডিয়াতে আমরা নিজেদের কাজের বিস্তারিত বিবরণ দিই । যাতে অন্যান্যরাও এর থেকে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসেন ।" তাঁর কথায়, " গাছ লাগাতে চাইলেই 9333335556 এই নম্বরে যোগাযোগ করুন । আমরা চলে যাব গাছ লাগাতে । এর জন্য কোনও পয়সা দিতে হবে না ।"
গাছ লাগালে শুধু যে দূষণ নিয়ন্ত্রণ হবে তা নয় । গাছ লাগালে পাখিরা বাসা পাবে । গাছ লাগালে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে ।