কলকাতা, 22 নভেম্বর: ফের শহরে চিকিৎসকদের মারধরের অভিযোগ । এবার অভিযোগের তীর সংশ্লিষ্ট হাসপাতালে কর্মরত বেশকয়েকজন ঠিকা শ্রমিকদের বিরুদ্ধে । নীলরতন সরকারি হাসপাতাল (এনআরএস)-এর জুনিয়র চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে একদল শ্রমিকের বিরুদ্ধে । এনআরএস-এ নতুন নির্মীয়মান বিল্ডিংয়ের শ্রমিকদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে বুধবার । হাসপাতালে যান এন্টালি থানার আধিকারিকরা ৷ তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে তিন শ্রমিককে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জুনিয়র চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা ৷
ধৃত তিনজনের নাম অভিজিৎ ঘোষ, প্রসেনজিৎ ঘোষ এবং পূর্ণেন্দু বিশ্বাস । পালটা ওই শ্রমিকদের দাবি, জুনিয়র চিকিৎসকরা ওই বিল্ডিংয়ে অশালীন কাজ করছিলেন, তারই প্রতিবাদ করা হয় ৷ ঠিকা শ্রমিকদের অভিযোগ, রাতের বেলা এনআরএস হাসপাতালের নির্মীয়মাণ বিল্ডিংয়ে শ্রমিকরা যেখানে অস্থায়ীভাবে থাকা শুরু করেছেন সেখানে তিন থেকে চারজন জুনিয়র চিকিৎসক রাত বারোটা পাঁচ নাগাদ কিছু অশালীন কাজকর্ম করছিলেন । বিষয়টি দেখে ফেলেন তিনজন শ্রমিক । এরপরে শ্রমিকদের সঙ্গে এক প্রকার হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই জুনিয়র চিকিৎসকরা । এনআরএস হাসপাতালের নতুন বিল্ডিংয়ের সামনে ঘটনাটি ঘটেছে বলে খবর ।
এই ঘটনায় চিকিৎসকদের তরফে এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ সূত্রের খবর, এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ইন্টার্ন ডাক্তার হিসেবে কর্মরত এক জুনিয়র চিকিৎসক এন্টালি থানায় অভিযোগ করেছেন ৷ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি । কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক এই অভিযোগ প্রসঙ্গে বলেন, "আমরা চিকিৎসকদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরেই সংশ্লিষ্ট হাসপাতালের নির্মীয়মাণ বিল্ডিংয়ের সামনে থেকে তিনজনকে গ্রেফতার করেছি । ধৃতদের নাম অভিজিৎ ঘোষ, প্রসেনজিৎ ঘোষ এবং পূর্ণেন্দু বিশ্বাস । তাদের শিয়ালদা আদালতে পেশ করা হচ্ছে ।"
আরও পড়ুন: