কলকাতা, 25 নভেম্বর : ট্রেনের টিকিট কাটার জন্য কাউন্টারে ভিড় এড়াতে দ্রুত শুরু হতে চলেছে জনসাধারণ টিকিট বুকিং সেবা বা JSTBS । সংক্রমণের কথা মাথায় রেখেই ফের শুরু হতে চলেছে এই পরিষেবা ।
কোরোনার সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা । রাজ্য, কেন্দ্র ও রেলের মধ্যে ধাপে ধাপে আলোচনার পর 11 নভেম্বর থেকে ফের শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা । তবে নিউ নর্মালে মাথায় রাখতে হচ্ছে স্বাস্থ্যবিধির কথা । চিকিৎসকরা বারবারই বলছেন, সংক্রমণ রুখতে ভিড় এড়িয়ে চলতে হবে । তাই সাবধানতা অবলম্বন করেছে কলকাতা মেট্রো রেলও । শুধু স্মার্ট কার্ড থাকলেই যাত্রা করা যাবে মেট্রোতে । স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা যাবে না । এবার সেই পথেই হাঁটতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল । সাবার্বান পরিষেবার ক্ষেত্রে যাতে যাত্রীদের টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট না কাটতে হয় তাই দ্রুত চালু হতে চলেছে JSTBS পরিষেবা ।
11 নভেম্বর থেকে পূর্ব রেল মোট 615টি ও দক্ষিণ-পূর্ব রেল 81টি ট্রেন চালাচ্ছে । এরপর যাত্রী চাহিদা অনুসারে বেড়েছে ট্রেনের সংখ্যাও । প্রতিদিন বাড়ছে যাত্রী সংখ্যা । তাই টিকিট কাউন্টারগুলিতে ভিড় এড়াতে একমাত্র উপায় অনলাইনে টিকিট বুকিং । তাই রেল কর্তৃপক্ষ পুনরায় চালু করতে চলেছে জনসাধারণ টিকিট বুকিং সেবা ।