ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর নির্দেশে খুন করতে এসেছিলেন জয়েন্ট পুলিশ কমিশনার, রাজ্যপালকে চিঠি অর্জুনের - Arjun Singh writes to Jagdeep Dhankhar

ব্যরাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট পুলিশ কমিশনার 35 জনকে নিয়ে তাঁকে মারতে এসেছিলেন । তাঁর পরিবারকে মারারও পরিকল্পনা ছিল । আজ রাজ্যপালকে চিঠি দিয়ে এই অভিযোগ জানালেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং ।

ছবি
ছবি
author img

By

Published : May 15, 2020, 4:43 PM IST

কলকাতা, 15 মে : গুলি করে মারার চেষ্টা করেছেন জয়েন্ট পুলিশ কমিশনার । রাজ্যপালকে চিঠি দিয়ে অভিযোগ জানালেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । চিঠিতে তিনি লিখেছেন, গতকাল সন্ধেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট পুলিশ কমিশনার অজয় ঠাকুর 35 জন পুলিশ কর্মীকে নিয়ে তাঁর বাড়ির আশপাশে ঘুরতে থাকেন । নিরাপত্তারক্ষী জিজ্ঞাসা করলে জানানো হয়, নীতু সিং এবং সঞ্জিত সিংকে একটি মামলায় নোটিস দিতে এসেছেন । কিন্তু নোটিস দেখতে চাইলে তা দেখাতে পারেননি ।

চিঠিতে তিনি অভিযোগ করেছেন, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই একাজ করেছেন অজয় ঠাকুর । লেখেন, এভাবে কিছু না বলে একজনকে চিঠি দিতে চলে এলেন জয়েন্ট পুলিশ কমিশনার । তাও আবার 35 জন পুলিশকর্মী নিয়ে । যেখানে একজন মহিলার বিরুদ্ধে নোটিস দেওয়ার কথা, সেখানে একজনও মহিলা পুলিশ উপস্থিত ছিলেন না । 160 নম্বর ধারার কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, এক্ষেত্রে মহিলা পুলিশের থাকা দরকার ছিল । যদিও 18 তারিখ গোয়েন্দা বিভাগের অফিসে নীতু সিংকে যেতে বলা হয়েছে ।

  • WB: Arjun Singh, BJP MP from Barrackpore,writes to Guv Jagdeep Dhankhar, alleging that 'under instruction of CM Mamata Banerjee, Jt Police Commissioner Ajay Thakur attempted to assassinate him&his family on pretext of cross-firing' y'day. He demanded inquiry against the officer. pic.twitter.com/rQOLhs2jGo

    — ANI (@ANI) May 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পর চিঠিতে তিনি আরও লেখেন, "কী নোটিস দিতে এসেছেন জিজ্ঞাসা করতে অজয় ঠাকুর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একজন গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টরকে তখনই নোটিসটি লিখতে বলেন । আমি সেটা দেখে বিষ্মিত হই । বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি, অজয় ঠাকুর 35 জন পুলিশকর্মী ও দু'জন এলাকার লোককে (যাঁরা এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত) নিয়ে এসেছিলেন আমাকে মারতে । উনি আমার নিরাপত্তারক্ষীর সঙ্গে প্রথমে বচসায় জড়াতেন । তারপর গুলি করে আমাকে ও আমার পরিবারকে মারতেন ।"

অর্জুন সিংয়ের অভিযোগ, দুই স্থানীয় দুষ্কৃতীকে নিয়ে তাঁদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে তাঁকে মারার চেষ্টা করেছিলেন ব্যারাকপুর কমিশনারেটের জয়েন্ট পুলিশ কমিশনার অজয় ঠাকুর । এমনকী ওই 35 জনের মধ্যে কেউ কেউ আমার বাড়িতে পিছন গেট দিয়েও ঢোকার চেষ্টা করেছিলেন ।

এবিষয়ে তিনি আরও উল্লেখ করেন, যদি সরকারি কাজেই তিনি এসেছিলেন তাহলে গায়ে কেন উর্দি ছিল না ? 160 ধারা অনুযায়ী অপরাধমূলক কাজের জন্য কাউকে নোটিস দিতে এতজন আসা অবাঞ্ছনীয় ।

কলকাতা, 15 মে : গুলি করে মারার চেষ্টা করেছেন জয়েন্ট পুলিশ কমিশনার । রাজ্যপালকে চিঠি দিয়ে অভিযোগ জানালেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । চিঠিতে তিনি লিখেছেন, গতকাল সন্ধেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট পুলিশ কমিশনার অজয় ঠাকুর 35 জন পুলিশ কর্মীকে নিয়ে তাঁর বাড়ির আশপাশে ঘুরতে থাকেন । নিরাপত্তারক্ষী জিজ্ঞাসা করলে জানানো হয়, নীতু সিং এবং সঞ্জিত সিংকে একটি মামলায় নোটিস দিতে এসেছেন । কিন্তু নোটিস দেখতে চাইলে তা দেখাতে পারেননি ।

চিঠিতে তিনি অভিযোগ করেছেন, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই একাজ করেছেন অজয় ঠাকুর । লেখেন, এভাবে কিছু না বলে একজনকে চিঠি দিতে চলে এলেন জয়েন্ট পুলিশ কমিশনার । তাও আবার 35 জন পুলিশকর্মী নিয়ে । যেখানে একজন মহিলার বিরুদ্ধে নোটিস দেওয়ার কথা, সেখানে একজনও মহিলা পুলিশ উপস্থিত ছিলেন না । 160 নম্বর ধারার কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, এক্ষেত্রে মহিলা পুলিশের থাকা দরকার ছিল । যদিও 18 তারিখ গোয়েন্দা বিভাগের অফিসে নীতু সিংকে যেতে বলা হয়েছে ।

  • WB: Arjun Singh, BJP MP from Barrackpore,writes to Guv Jagdeep Dhankhar, alleging that 'under instruction of CM Mamata Banerjee, Jt Police Commissioner Ajay Thakur attempted to assassinate him&his family on pretext of cross-firing' y'day. He demanded inquiry against the officer. pic.twitter.com/rQOLhs2jGo

    — ANI (@ANI) May 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পর চিঠিতে তিনি আরও লেখেন, "কী নোটিস দিতে এসেছেন জিজ্ঞাসা করতে অজয় ঠাকুর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একজন গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টরকে তখনই নোটিসটি লিখতে বলেন । আমি সেটা দেখে বিষ্মিত হই । বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি, অজয় ঠাকুর 35 জন পুলিশকর্মী ও দু'জন এলাকার লোককে (যাঁরা এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত) নিয়ে এসেছিলেন আমাকে মারতে । উনি আমার নিরাপত্তারক্ষীর সঙ্গে প্রথমে বচসায় জড়াতেন । তারপর গুলি করে আমাকে ও আমার পরিবারকে মারতেন ।"

অর্জুন সিংয়ের অভিযোগ, দুই স্থানীয় দুষ্কৃতীকে নিয়ে তাঁদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে তাঁকে মারার চেষ্টা করেছিলেন ব্যারাকপুর কমিশনারেটের জয়েন্ট পুলিশ কমিশনার অজয় ঠাকুর । এমনকী ওই 35 জনের মধ্যে কেউ কেউ আমার বাড়িতে পিছন গেট দিয়েও ঢোকার চেষ্টা করেছিলেন ।

এবিষয়ে তিনি আরও উল্লেখ করেন, যদি সরকারি কাজেই তিনি এসেছিলেন তাহলে গায়ে কেন উর্দি ছিল না ? 160 ধারা অনুযায়ী অপরাধমূলক কাজের জন্য কাউকে নোটিস দিতে এতজন আসা অবাঞ্ছনীয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.