ETV Bharat / state

Saraswati Puja 2023: পুলিশের বারণ! একদিন আগেই 'প্রতীকী' সরস্বতী পুজো ধরনামঞ্চে - প্রজাতন্ত্র দিবস

ধরনামঞ্চে আগাম পুজো করলেন আন্দোলনকারীরা (Jobseekers Organized Saraswati Puja) ৷ সামিল হল ছোট্ট 'সরস্বতী'ও ৷ প্রজাতন্ত্র দিবসে চাকরিপ্রার্থীদের ধরনামঞ্চে বসার অনুমতি দেওয়া হয়নি পুলিশার তরফে ৷ তাই আগাম সরস্বতী পুজো উদযাপন চাকরিপ্রার্থীদের ৷

Saraswati Puja 2023
পুজোর একদিন আগেই 'প্রতীকী' সরস্বতী পুজো ধরনামঞ্চে
author img

By

Published : Jan 26, 2023, 7:02 AM IST

কলকাতা, 26 জানুয়ারি: একদিকে সরস্বতী পুজো অন্যদিকে প্রজাতন্ত্র দিবস (Republic Day 2023)। ফলে বাগদেবীর আরাধনার পাশাপাশি চলবে প্রজাতন্ত্র দিবসেরও বিভিন্ন কর্মসূচি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে আয়োজন করা হয়েছে সরকারি অনুষ্ঠানের। ঠিক এই কারণেই একদিন আগে পুজো করলেন চাকরিপ্রার্থীরা (Jobseekers organized Saraswati Puja) ।

তাই নিরাপত্তার কারণ দেখিয়ে প্রত্যেকবারে মতো এবারেও গান্ধিমূর্তির সামনে বসতে বারণ চাকরিপ্রার্থীদের। তবে শুধুই তো প্রজাতন্ত্র দিবস নয় ওই দিনে সরস্বতী পুজো রয়েছে। 682টা দিনের প্রত্যেকটি উৎসবই তাঁরা পালন করেছেন ওই ধরনামঞ্চে বসেই। তাই হবু শিক্ষকরা শিক্ষার দেবীকে আরাধনা না-করলে হয়! চাকরিপ্রার্থীদেরই একজনের মেয়েকে দেবী সরস্বতী সাজিয়ে পুজোর একদিন আগে, অর্থাৎ গতকাল পুজো করলেন নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা ৷

নিজেদের হকের দাবিতে 682 দিন ধরে আন্দোলন চালাচ্ছেন হবু শিক্ষকেরা। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে শিক্ষক নিয়োগে পাহাড় সমান দুর্নীতি। সেই পরিস্থিতি দাঁড়িয়ে ওই চাকরিপ্রার্থীদের একটাই দাবি অবিলম্বে তাঁদের নিয়োগ দিতে হবে। তবে সেই দিন কবে আসবে তা এখনও অজানা তাঁদের কাছে। তাই স্কুলে না-যেতে পেরে তাঁদের ধরনামঞ্চেই হল বাগদেবীর আরাধনা। বুধবার বিকেলে ধরনামঞ্চে প্রতীকী সরস্বতী সাজিয়ে হল পুজো। সরস্বতী সাজানো হয়েছিল এক চাকরিপ্রার্থীর চার বছরের মেয়েকে। মেয়েটির মা তথা আন্দোলনকারী জানান, মায়ের সঙ্গে রোজই ধরনামঞ্চে আসে শিশুটি। প্রতিদিনের প্রতিবাদে মায়ের সঙ্গে সামিল হতে হতেই সেও শিখে গিয়েছে প্রতিবাদের ভাষা।

আরও পড়ুন: বাগদেবীর আরাধনায় চমক দিতে প্রস্তুত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

গতকালও এই পুজোর সময়েও চাকরিপ্রার্থীদের হাতে প্ল্যাকার্ড, আর তাতে বড় বড় করে লেখা ছিল '682 দিন'। মন্ত্রের বদলে উঠল নিয়োগের দাবিতে স্লোগান। চাকরিপ্রার্থীরা বলছেন, "আগামিকালই আমাদের সরস্বতী পুজো করার ইচ্ছা ছিল। কিন্তু প্রশাসনের নির্দেশ তো আমাদের মানতেই হবে। তাই আমরা আজ প্রতীকী এই আয়োজন করেছি। যেহেতু এখনও তিথি পড়েনি, তাই আমরা ঘট প্রতিষ্ঠা করিনি, মন্ত্রোচ্চারণও করিনি। সরস্বতী মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, যোগ্যরা আর কতদিন এই ফুটপাথে বসে নরক যন্ত্রণা ভোগ করবে?

কলকাতা, 26 জানুয়ারি: একদিকে সরস্বতী পুজো অন্যদিকে প্রজাতন্ত্র দিবস (Republic Day 2023)। ফলে বাগদেবীর আরাধনার পাশাপাশি চলবে প্রজাতন্ত্র দিবসেরও বিভিন্ন কর্মসূচি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে আয়োজন করা হয়েছে সরকারি অনুষ্ঠানের। ঠিক এই কারণেই একদিন আগে পুজো করলেন চাকরিপ্রার্থীরা (Jobseekers organized Saraswati Puja) ।

তাই নিরাপত্তার কারণ দেখিয়ে প্রত্যেকবারে মতো এবারেও গান্ধিমূর্তির সামনে বসতে বারণ চাকরিপ্রার্থীদের। তবে শুধুই তো প্রজাতন্ত্র দিবস নয় ওই দিনে সরস্বতী পুজো রয়েছে। 682টা দিনের প্রত্যেকটি উৎসবই তাঁরা পালন করেছেন ওই ধরনামঞ্চে বসেই। তাই হবু শিক্ষকরা শিক্ষার দেবীকে আরাধনা না-করলে হয়! চাকরিপ্রার্থীদেরই একজনের মেয়েকে দেবী সরস্বতী সাজিয়ে পুজোর একদিন আগে, অর্থাৎ গতকাল পুজো করলেন নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা ৷

নিজেদের হকের দাবিতে 682 দিন ধরে আন্দোলন চালাচ্ছেন হবু শিক্ষকেরা। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে শিক্ষক নিয়োগে পাহাড় সমান দুর্নীতি। সেই পরিস্থিতি দাঁড়িয়ে ওই চাকরিপ্রার্থীদের একটাই দাবি অবিলম্বে তাঁদের নিয়োগ দিতে হবে। তবে সেই দিন কবে আসবে তা এখনও অজানা তাঁদের কাছে। তাই স্কুলে না-যেতে পেরে তাঁদের ধরনামঞ্চেই হল বাগদেবীর আরাধনা। বুধবার বিকেলে ধরনামঞ্চে প্রতীকী সরস্বতী সাজিয়ে হল পুজো। সরস্বতী সাজানো হয়েছিল এক চাকরিপ্রার্থীর চার বছরের মেয়েকে। মেয়েটির মা তথা আন্দোলনকারী জানান, মায়ের সঙ্গে রোজই ধরনামঞ্চে আসে শিশুটি। প্রতিদিনের প্রতিবাদে মায়ের সঙ্গে সামিল হতে হতেই সেও শিখে গিয়েছে প্রতিবাদের ভাষা।

আরও পড়ুন: বাগদেবীর আরাধনায় চমক দিতে প্রস্তুত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

গতকালও এই পুজোর সময়েও চাকরিপ্রার্থীদের হাতে প্ল্যাকার্ড, আর তাতে বড় বড় করে লেখা ছিল '682 দিন'। মন্ত্রের বদলে উঠল নিয়োগের দাবিতে স্লোগান। চাকরিপ্রার্থীরা বলছেন, "আগামিকালই আমাদের সরস্বতী পুজো করার ইচ্ছা ছিল। কিন্তু প্রশাসনের নির্দেশ তো আমাদের মানতেই হবে। তাই আমরা আজ প্রতীকী এই আয়োজন করেছি। যেহেতু এখনও তিথি পড়েনি, তাই আমরা ঘট প্রতিষ্ঠা করিনি, মন্ত্রোচ্চারণও করিনি। সরস্বতী মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, যোগ্যরা আর কতদিন এই ফুটপাথে বসে নরক যন্ত্রণা ভোগ করবে?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.