ETV Bharat / state

Jiban Krishna Saha: জীবনের জামাইষষ্ঠী ! বাড়ির খাবার খেতে পারলেন না তৃণমূল বিধায়ক - Jiban Krishna Saha situation in jamai sasthi

জীবনকৃষ্ণ সাহার জামাইষষ্ঠী ৷ বৃহস্পতিবার দুপুরে বিধায়ককে আদালতে তোলার সময় তাঁর পরিবারের কিছু সদস্য খাবার নিয়ে দেখা করতে আসেন ৷ কিন্তু তাও খেতে পারলেন না ধৃত বিধায়ক ৷

Etv Bharat
নিজস্ব গ্রাফিক্স ছবি
author img

By

Published : May 25, 2023, 7:40 PM IST

কলকাতা, 25 মে: আজ জামাইষষ্ঠী। প্রত্যেকেই জামাই এদিন বিশেষভাবে আমন্ত্রিত থাকেন শ্বশুরবাড়িতে । তবে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই । আজ দুপুরে তাকে আলিপুর সিবিআইয়ের স্পেশাল আদালতে তোলা হয় । আদালতে জীবনকৃষ্ণ সাহাকে দেখার জন্য এসেছিলেন তাঁর পরিবারের সদস্যরা । আর তাদের হাতে ছিল বেশ কিছু খাবার । মূলত জামাইষষ্ঠীকে কেন্দ্র করেই জীবনের জন্য তাঁর পরিবারের সদস্যরা এনেছিলেন ওই খাবার । কিন্তু পুলিশ সেই খাবার আদালতে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি ।

শুধু আদালত নয় বরং সংশোধনাগারে বন্দি রয়েছেন জীবনকৃষ্ণ সাহা । ফলে সেখানেও যদি বাইরের খাবার জীবনকৃষ্ণ সাহায্য জন্য আসে সেক্ষেত্রে আদালত এবং সংশ্লিষ্ট সংশোধনাগরের আধিকারিকের অনুমতি থাকা অত্যন্ত প্রয়োজন । ফলে এ বছরে জামাইষষ্ঠীর খাবার আর খাওয়া হল না শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ।

জীবনকে আদালতে পেশ করা হয় । আদালতে জানানো হয় যে, ধৃত বিধায়কের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের পাশাপাশি বেশ কিছু পেনড্রাইভ ৷ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, সিবিআইয়ের আসার খবর পেয়ে জীবনকৃষ্ণ সাহা তাঁর দুটি মোবাইল ফোন পার্শ্ববর্তী একটি জলাশয়ে ফেলে দিয়েছিলেন । সেই মোবাইল ফোনের ডাটা বর্তমানে উদ্ধার করতে পেরেছে সিবিআই । ফলে জিজ্ঞাসাবাদের জন্য জেলে গিয়ে তাঁর সঙ্গে কথা বলতে চান সিবিআই গোয়েন্দারা ।

আদালতে তরফে এদিন জীবনকৃষ্ণ সাহার পয়লা জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় । সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানোর পর নাটকীয়ভাবে তাকে গ্রেফতার করে সিবিআই । এরপরেই জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে সিবিআই অভিযোগ আনে যে, বিভিন্ন এজেন্ট মারফত তিনি টাকা নিয়ে নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন ।

আরও পড়ুন : 'কষ্ট পেয়ে বড় হওয়া ছেলেটা কারও কষ্টের কারণ হতে পারে না', বলছেন জীবনকৃষ্ণের মা

কলকাতা, 25 মে: আজ জামাইষষ্ঠী। প্রত্যেকেই জামাই এদিন বিশেষভাবে আমন্ত্রিত থাকেন শ্বশুরবাড়িতে । তবে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই । আজ দুপুরে তাকে আলিপুর সিবিআইয়ের স্পেশাল আদালতে তোলা হয় । আদালতে জীবনকৃষ্ণ সাহাকে দেখার জন্য এসেছিলেন তাঁর পরিবারের সদস্যরা । আর তাদের হাতে ছিল বেশ কিছু খাবার । মূলত জামাইষষ্ঠীকে কেন্দ্র করেই জীবনের জন্য তাঁর পরিবারের সদস্যরা এনেছিলেন ওই খাবার । কিন্তু পুলিশ সেই খাবার আদালতে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি ।

শুধু আদালত নয় বরং সংশোধনাগারে বন্দি রয়েছেন জীবনকৃষ্ণ সাহা । ফলে সেখানেও যদি বাইরের খাবার জীবনকৃষ্ণ সাহায্য জন্য আসে সেক্ষেত্রে আদালত এবং সংশ্লিষ্ট সংশোধনাগরের আধিকারিকের অনুমতি থাকা অত্যন্ত প্রয়োজন । ফলে এ বছরে জামাইষষ্ঠীর খাবার আর খাওয়া হল না শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ।

জীবনকে আদালতে পেশ করা হয় । আদালতে জানানো হয় যে, ধৃত বিধায়কের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের পাশাপাশি বেশ কিছু পেনড্রাইভ ৷ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, সিবিআইয়ের আসার খবর পেয়ে জীবনকৃষ্ণ সাহা তাঁর দুটি মোবাইল ফোন পার্শ্ববর্তী একটি জলাশয়ে ফেলে দিয়েছিলেন । সেই মোবাইল ফোনের ডাটা বর্তমানে উদ্ধার করতে পেরেছে সিবিআই । ফলে জিজ্ঞাসাবাদের জন্য জেলে গিয়ে তাঁর সঙ্গে কথা বলতে চান সিবিআই গোয়েন্দারা ।

আদালতে তরফে এদিন জীবনকৃষ্ণ সাহার পয়লা জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় । সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানোর পর নাটকীয়ভাবে তাকে গ্রেফতার করে সিবিআই । এরপরেই জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে সিবিআই অভিযোগ আনে যে, বিভিন্ন এজেন্ট মারফত তিনি টাকা নিয়ে নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন ।

আরও পড়ুন : 'কষ্ট পেয়ে বড় হওয়া ছেলেটা কারও কষ্টের কারণ হতে পারে না', বলছেন জীবনকৃষ্ণের মা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.