ETV Bharat / state

শুরু JEE মেইন, পরীক্ষাকেন্দ্রে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি - আজ থেকে শুরু JEE মেইন পরীক্ষা

আজ থেকে শুরু JEE মেইন ৷ কোরোনা মোকাবিলার জন্য সমস্ত স্বাস্থ্য়বিধি মেনে পরীক্ষাকেন্দ্রে ঢোকানো হচ্ছে পড়ুয়াদের ।

JEE main examination starts from today in west bengal
আজ থেকে শুরু JEE মেইন পরীক্ষা
author img

By

Published : Sep 1, 2020, 8:49 AM IST

Updated : Sep 1, 2020, 11:17 AM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : পূর্ব নির্ধারিত সময়েই শুরু হল JEE মেইনস ৷ কোরোনা পরিস্থিতিতে এই পরীক্ষার বিরোধিতা করলেও পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রেখেছে রাজ্য প্রশাসন ৷ পরীক্ষাকেন্দ্রের বাইরে এবং ভিতরে সবরমক স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে ৷ সেই মতো পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছে ।

আজ পরীক্ষাকেন্দ্রের বাইরে রাস্তাতেই সামাজিক দূরত্ব বজায় থাকতে দেখা যায় পরীক্ষার্থীদের ৷ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দিষ্ট দূরত্বে দাগ টেনে দেওয়া হয়েছে ৷ পরীক্ষাকেন্দ্রের ভিতরে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে ৷ ভিতরে ঢুকলেই থার্মাল গান দিয়ে পরীক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে ৷ স্যানিটাইজ়ারের পাশাপাশি দেওয়া হচ্ছে ফেস শিল্ড ও ফেস মাস্ক ৷

শুরু JEE

আজ এক জন পরীক্ষার্থী সাড়ে আটটার পর সেন্টারে এসে পৌঁছান ৷ পরিস্থিতির কথা বিবেচনা করে তাঁকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয় ৷ তারপরই বিশেষ অনুমতিতে 9টা পর্যন্ত পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হবে বলে ঘোষণা করা হয় ৷ দেরি করে আসা এক পরীক্ষার্থীর মা বলেন, "বারাসত থেকে আসছি ৷ বের হতে দেরি হয়েছিল আমাদের ৷ তারপর এই কেন্দ্রে আসার নির্দিষ্ট বাস পাচ্ছিলাম না ৷ একারণেই আমাদের দেরি হয় ৷"

কোরোনা পরিস্থিতিতে JEE-NEET -এর জন্য প্রথম থেকেই বিরোধিতা করেছিল রাজ‍্য সরকার । তা সত্ত্বেও পিছু হটেনি কেন্দ্রীয় সরকার । পূর্বনির্ধারিত দিনেই অর্থাৎ আজ দেশজুড়ে শুরু হয়েছে JEE মেইন ।

কলকাতা, 1 সেপ্টেম্বর : পূর্ব নির্ধারিত সময়েই শুরু হল JEE মেইনস ৷ কোরোনা পরিস্থিতিতে এই পরীক্ষার বিরোধিতা করলেও পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রেখেছে রাজ্য প্রশাসন ৷ পরীক্ষাকেন্দ্রের বাইরে এবং ভিতরে সবরমক স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে ৷ সেই মতো পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছে ।

আজ পরীক্ষাকেন্দ্রের বাইরে রাস্তাতেই সামাজিক দূরত্ব বজায় থাকতে দেখা যায় পরীক্ষার্থীদের ৷ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দিষ্ট দূরত্বে দাগ টেনে দেওয়া হয়েছে ৷ পরীক্ষাকেন্দ্রের ভিতরে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে ৷ ভিতরে ঢুকলেই থার্মাল গান দিয়ে পরীক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে ৷ স্যানিটাইজ়ারের পাশাপাশি দেওয়া হচ্ছে ফেস শিল্ড ও ফেস মাস্ক ৷

শুরু JEE

আজ এক জন পরীক্ষার্থী সাড়ে আটটার পর সেন্টারে এসে পৌঁছান ৷ পরিস্থিতির কথা বিবেচনা করে তাঁকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয় ৷ তারপরই বিশেষ অনুমতিতে 9টা পর্যন্ত পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হবে বলে ঘোষণা করা হয় ৷ দেরি করে আসা এক পরীক্ষার্থীর মা বলেন, "বারাসত থেকে আসছি ৷ বের হতে দেরি হয়েছিল আমাদের ৷ তারপর এই কেন্দ্রে আসার নির্দিষ্ট বাস পাচ্ছিলাম না ৷ একারণেই আমাদের দেরি হয় ৷"

কোরোনা পরিস্থিতিতে JEE-NEET -এর জন্য প্রথম থেকেই বিরোধিতা করেছিল রাজ‍্য সরকার । তা সত্ত্বেও পিছু হটেনি কেন্দ্রীয় সরকার । পূর্বনির্ধারিত দিনেই অর্থাৎ আজ দেশজুড়ে শুরু হয়েছে JEE মেইন ।

Last Updated : Sep 1, 2020, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.