কলকাতা, 29 ডিসেম্বর : ছাত্র ইউনিয়নের একাংশ, পড়ুয়াদের কাছ থেকে অভব্য আচরণ পেয়ে একাধিক ডিন অফ সায়েন্সের ইস্তফা দেওয়ার ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । তবে, তাঁরা সকলেই ছয় মাসের ভারপ্রাপ্ত ডিন ছিলেন । তবে, এবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির স্থায়ী ডিন অমিতাভ দত্ত ইস্তফা দিলেন । ব্যক্তিগত কারণ দেখিয়েই ইস্তফা দিয়েছেন তিনি । কিন্তু, সায়েন্সের মতো ইঞ্জিনিয়ারিংয়ের ডিনের পদত্যাগ করার পিছনেও ছাত্র ইউনিয়নের হাত রয়েছে বলে অভিযোগ উঠছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে ।
আরও পড়ুন : কনকনে শীতের অনুভুতি বাড়ছে রাজ্যে
আজই উপাচার্য সুরঞ্জন দাসের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন ডিন অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অমিতাভ দত্ত । সেখানে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে ও স্বাস্থ্যজনিত সমস্যার কারণে ডিন পদে কাজ করা কঠিন হয়ে উঠছে তাঁর কাছে । তাই তিনি ডিন পদ থেকে ইস্তফা দিচ্ছেন । তাঁর ইস্তফা গ্রহণ করার জন্যেও আবেদন জানিয়েছেন তিনি । তবে, ডিন পদ থেকে সরে গেলেও অধ্যাপক হিসেবে তিনি কাজ করে যাবেন বলে জানিয়েছেন । গত 7 ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডিন পদে যোগ দিয়েছিলেন পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিতাভ দত্ত । কিন্তু, একমাস অতিক্রান্ত হওয়ার আগেই ইস্তফা দিলেন তিনি । এর আগে ছাত্র ইউনিয়নের একাংশের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে ইস্তফা দিয়েছিলেন সায়েন্স ফ্যাকাল্টির একাধিক অস্থায়ী ডিন । বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এবার ইঞ্জিনিয়ারিংয়ের স্থায়ী ডিনের ইস্তফা দেওয়ার পিছনেও ফেট্সু নেতৃত্বদের ব্যবহারই দায়ী । ডিসেম্বর মাসের প্রথম দিক থেকেই ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ইউনিয়ন ফেট্সু আন্দোলনে উত্তপ্ত হচ্ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । বিভিন্ন দাবিদাওয়া পূরণে এখনও পর্যন্ত তিনবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ঘেরাও করে ফেট্সুর সদস্যরা । তার জেরে আগেই উপাচার্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন । এরই মধ্যে গত রবিবার বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে ইআরপি সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় । অভিযোগ, গতকাল ফেট্সুর এক নেতা ডিনের কাছে বারবার কর্মসমিতির বৈঠকে হওয়া সেই সিদ্ধান্তের রেজলিউশনের কপি চাইছিল । তা নিয়েই বাকবিতণ্ডা হয় ডিন ও ওই ছাত্রনেতার মধ্যে । আজ ডিনের ইস্তফা দেওয়ার নেপথ্যে গতকালের সেই ঝামেলাই কারণ বলে জানা গিয়েছে ।