ETV Bharat / state

Jadavpur University: ব়্যাগিংয়ের শিকার যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য, রাজ্যপালের কাছে অভিযোগ বুদ্ধদেব সাউয়ের

Governor CV Ananda Bose Meets with VCs of Several Universities: যাদবপুরে ছাত্রের রহস্যমৃত্যুর পর বুদ্ধদেব সাউকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি বিশ্ববিদ্যালয়েই ব়্যাগিংয়ের শিকার বলে রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন ৷

Jadavpur University
Jadavpur University
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 1:37 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'র‌্যাগিংয়ে' ছাত্র মৃত্যু নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি । পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নামতে হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে । বিশ্ববিদ্যালয়েরই সায়েন্স বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করেন তিনি । এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ-ই র‌্যাগিংয়ের শিকার ! তাঁকে সরানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ । রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন বুদ্ধদেব সাউ ।

রবিবার বিকেলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সূত্রের দাবি, বিশ্ববিদ্যালয়গুলির সার্বিক পরিকাঠামো থেকে আর্থিক এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সিভি আনন্দ বোস উপাচার্যদের থেকে বিস্তারিত জানতে চান । তখনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ রাজ্যপালকে বলেন, ‘আমি র‌্যাগিংয়ের শিকার! আমাকে সরানোর চেষ্টা চলছে’ ।

এ দিনের বৈঠকে কোনও বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোনও সমস্যা থাকলে, তা সমাধানে কী করণীয় বা পরবর্তী পদক্ষেপ কী করা উচিত ইত্যাদি বিষয়ে আলোচনা হয় । রাজ্যপালকে উপাচার্যদের স্পষ্ট জানিয়েছেন, বাংলার শিক্ষাকে বিশ্বস্তরে নিয়ে যেতে হবে । তার জন্য নিরলস পরিশ্রম জরুরি । বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, পরীক্ষা, ফলপ্রকাশ সঠিক সময়ে দরকার । মাতৃভাষায় পড়াশোনার বিষয়ে গুরুত্ব দিয়েছেন রাজ্যপাল । এমনকী, উচ্চশিক্ষা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে যে সংঘাত চলছে, সেই বিষয়টি রাজ্যপাল নিজে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন । সূত্রের দাবি, বৈঠকে রাজ্যপাল জানিয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে যে সমন্বয়ের অভাব রয়েছে, তা দেখা হবে । কিন্তু, বাংলার শিক্ষাকে বিশ্বস্তরে নিয়ে যাওয়ার চেষ্টা জারি রাখুন ।

আগামী এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে সেভাবে যোগাযোগ থাকবে না রাজ্যপালের । সূত্রের দাবি, আগামী 27 তারিখ আমেরিকায় যাচ্ছেন রাজ্যপাল । সে দেশের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি । পরবর্তী মাসের দুই তিন তারিখ নাগাদ তিনি দেশে ফিরবেন বলে জানা গিয়েছে । এই দীর্ঘ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে নানারকম সমস্যা বা প্রয়োজনীয়তা নিয়ে উপাচার্যরা কাদের সঙ্গে যোগাযোগ করবেন বা কীভাবে জটিল পরিস্থিতির মোকাবিলা করবেন, সেই বিষয়েই বৈঠক কথা হয়েছে ।

তবে, উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য এবং রাজ্যপাল যে সংঘাত চলছে, সেই আবহাওয়া আবারও উপাচার্যদের ডাকা নিয়ে অভিজ্ঞমহলে গুঞ্জন শুরু হয়েছে । কারণ, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে সার্চ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে । কীভাবে সার্চ কমিটি গঠন হবে এবং কারা থাকবেন সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে শীর্ষ আদালত ।

আরও পড়ুন: বিদেশ সফর থেকে ফিরতেই মুখ্যমন্ত্রীকে চিঠি ধরালেন রাজ্যপাল

কলকাতা, 25 সেপ্টেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'র‌্যাগিংয়ে' ছাত্র মৃত্যু নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি । পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নামতে হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে । বিশ্ববিদ্যালয়েরই সায়েন্স বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করেন তিনি । এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ-ই র‌্যাগিংয়ের শিকার ! তাঁকে সরানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ । রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন বুদ্ধদেব সাউ ।

রবিবার বিকেলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সূত্রের দাবি, বিশ্ববিদ্যালয়গুলির সার্বিক পরিকাঠামো থেকে আর্থিক এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সিভি আনন্দ বোস উপাচার্যদের থেকে বিস্তারিত জানতে চান । তখনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ রাজ্যপালকে বলেন, ‘আমি র‌্যাগিংয়ের শিকার! আমাকে সরানোর চেষ্টা চলছে’ ।

এ দিনের বৈঠকে কোনও বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোনও সমস্যা থাকলে, তা সমাধানে কী করণীয় বা পরবর্তী পদক্ষেপ কী করা উচিত ইত্যাদি বিষয়ে আলোচনা হয় । রাজ্যপালকে উপাচার্যদের স্পষ্ট জানিয়েছেন, বাংলার শিক্ষাকে বিশ্বস্তরে নিয়ে যেতে হবে । তার জন্য নিরলস পরিশ্রম জরুরি । বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, পরীক্ষা, ফলপ্রকাশ সঠিক সময়ে দরকার । মাতৃভাষায় পড়াশোনার বিষয়ে গুরুত্ব দিয়েছেন রাজ্যপাল । এমনকী, উচ্চশিক্ষা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে যে সংঘাত চলছে, সেই বিষয়টি রাজ্যপাল নিজে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন । সূত্রের দাবি, বৈঠকে রাজ্যপাল জানিয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে যে সমন্বয়ের অভাব রয়েছে, তা দেখা হবে । কিন্তু, বাংলার শিক্ষাকে বিশ্বস্তরে নিয়ে যাওয়ার চেষ্টা জারি রাখুন ।

আগামী এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে সেভাবে যোগাযোগ থাকবে না রাজ্যপালের । সূত্রের দাবি, আগামী 27 তারিখ আমেরিকায় যাচ্ছেন রাজ্যপাল । সে দেশের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি । পরবর্তী মাসের দুই তিন তারিখ নাগাদ তিনি দেশে ফিরবেন বলে জানা গিয়েছে । এই দীর্ঘ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে নানারকম সমস্যা বা প্রয়োজনীয়তা নিয়ে উপাচার্যরা কাদের সঙ্গে যোগাযোগ করবেন বা কীভাবে জটিল পরিস্থিতির মোকাবিলা করবেন, সেই বিষয়েই বৈঠক কথা হয়েছে ।

তবে, উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য এবং রাজ্যপাল যে সংঘাত চলছে, সেই আবহাওয়া আবারও উপাচার্যদের ডাকা নিয়ে অভিজ্ঞমহলে গুঞ্জন শুরু হয়েছে । কারণ, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে সার্চ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে । কীভাবে সার্চ কমিটি গঠন হবে এবং কারা থাকবেন সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে শীর্ষ আদালত ।

আরও পড়ুন: বিদেশ সফর থেকে ফিরতেই মুখ্যমন্ত্রীকে চিঠি ধরালেন রাজ্যপাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.