ETV Bharat / state

বিজ্ঞানে স্নাতকের প্রথম বর্ষের পড়ুয়াদের ক্যাম্পাসে হাজিরার নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের - পড়ুয়াদের ক্যাম্পাসে হাজিরার নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

যদি কোনও পড়ুয়ার অনলাইনে দেওয়া তথ্যের সঙ্গে নথির অসামঞ্জস্য দেখা যায় তাহলে ওই পড়ুয়ার শর্তসাপেক্ষে ভর্তি বাতিল করে দেওয়া হতে পারে ।

Jadavpur University
ফাইল ছবি
author img

By

Published : Mar 12, 2021, 7:18 PM IST

কলকাতা, 12 মার্চ : বিজ্ঞান শাখার প্রতিটি বিভাগের প্রথম বর্ষের পড়ুয়াদের ক্যাম্পাসে হাজিরা দিতে নির্দেশ দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সশরীরে নথি যাচাই করার জন্যই তাঁদের ক্যাম্পাসে ডাকা হচ্ছে বলে জানানো হয়েছে শুক্রবার প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে । 15 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত চলবে সশরীরে বিজ্ঞান শাখার নতুন ছাত্র-ছাত্রীদের নথি যাচাই প্রক্রিয়া ।

সশরীরে নথি যাচাইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসসি অনার্স কোর্সের প্রথম বর্ষের পড়ুয়াদের সশরীরে নথি যাচাই করে হবে । তার জন্য সংশ্লিষ্ট কোর্সে ভর্তি হওয়া নতুন ছাত্র-ছাত্রীদের কী কী নথি নিয়ে আসতে হবে তা জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে । পাশাপাশি, স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে সরকারি নির্দেশ অনুযায়ী যদি কোনও পড়ুয়ার অনলাইনে দেওয়া তথ্যের সঙ্গে নথির অসামঞ্জস্য দেখা যায় তাহলে ওই পড়ুয়ার শর্তসাপেক্ষে ভর্তি বাতিল করে দেওয়া হতে পারে ।

করোনার যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই নথি যাচাই প্রক্রিয়া পরিচালনা করা হবে এবং সেই অনুযায়ী পড়ুয়াদের স্যানিটাইজ়ার নিয়ে ও ফেস মাস্ক পড়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে । এ ছাড়া, সামাজিক দূরত্ব বজায় রাখতে একসঙ্গে ডাকা হচ্ছে না সকল পড়ুয়াদের । প্রতি দিন দুই থেকে তিনটি ভাগে নির্দিষ্ট সংখ্যক পড়ুয়াদের ডাকা হচ্ছে নথি যাচাইয়ের জন্য । যেমন, 15 মার্চ বিএসসি ফিজিক্স অনার্সে 1 থেকে 25 নম্বর ক্লাস রোল থাকা পড়ুয়াদের সাড়ে 11 টায় ডাকা হয়েছে । 26 থেকে 50 রোল নম্বরের পড়ুয়াদের দুপুর 1 টায় ডাকা হয়েছে । আবার দুপুর আড়াইটের সময় ডাকা হয়েছে 51 থেকে 73 রোল নম্বরের পড়ুয়াদের । একইভাবে 16, 17 ও 18 মার্চ সময় ভাগ করে প্রতিটি বিভাগের অনার্স পড়ুয়াদের নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছে বিশ্ববিদ্যালয়ে ।

আরও পড়ুন : হরতালের সমর্থনে অরবিন্দ ভবনের ফটকে তালা বামপন্থী পড়ুয়াদের

এখনও পর্যন্ত রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে সশরীরে ক্লাস শুরু হয়নি । এমনকি বিজোড় সিমেস্টারের পরীক্ষাগুলিও অনলাইনে নেওয়া হচ্ছে । এই পরিস্থিতিতে সশরীরে নথি যাচাইয়ের জন্য পড়ুয়াদের ক্যাম্পাসে ডাকাটা যুক্তিযুক্ত ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "শুধু সায়েন্স নয়, সব ফ্যাকাল্টির পড়ুয়াদেরই ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে । এটা অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি নয় । ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি । অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটির জন্য ছাত্র-ছাত্রীরা তো আসছেই স্কলারশিপ, টাকা জমা দেওয়া ইত্যাদির জন্য । তাই আমরা ফিজিক্যাল ভেরিফিকেশনটা রোটেশনালি করছি । একদিনে সবাইকে আসতে হবে না । বিভাগ ও সময় ভাগ করে দেওয়া হয়েছে অনেক ভাগে। তাতে কোনও জমায়েত হবে না । অনলাইনে করার আমরা চেষ্টা করেছিলাম । কিন্তু, তার খুব একটা গ্রহণযোগ্যতা নেই । সার্টিফিকেটগুলো হাতে না দেখলে তার সত্যতা যাচাই করা মুশকিল হয়ে যায় । আপাতত বিএসসির হচ্ছে । পরে আর্টস, ইঞ্জিনিয়ারিং সব ফ্যাকাল্টিরই হবে।"

কলকাতা, 12 মার্চ : বিজ্ঞান শাখার প্রতিটি বিভাগের প্রথম বর্ষের পড়ুয়াদের ক্যাম্পাসে হাজিরা দিতে নির্দেশ দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সশরীরে নথি যাচাই করার জন্যই তাঁদের ক্যাম্পাসে ডাকা হচ্ছে বলে জানানো হয়েছে শুক্রবার প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে । 15 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত চলবে সশরীরে বিজ্ঞান শাখার নতুন ছাত্র-ছাত্রীদের নথি যাচাই প্রক্রিয়া ।

সশরীরে নথি যাচাইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসসি অনার্স কোর্সের প্রথম বর্ষের পড়ুয়াদের সশরীরে নথি যাচাই করে হবে । তার জন্য সংশ্লিষ্ট কোর্সে ভর্তি হওয়া নতুন ছাত্র-ছাত্রীদের কী কী নথি নিয়ে আসতে হবে তা জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে । পাশাপাশি, স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে সরকারি নির্দেশ অনুযায়ী যদি কোনও পড়ুয়ার অনলাইনে দেওয়া তথ্যের সঙ্গে নথির অসামঞ্জস্য দেখা যায় তাহলে ওই পড়ুয়ার শর্তসাপেক্ষে ভর্তি বাতিল করে দেওয়া হতে পারে ।

করোনার যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই নথি যাচাই প্রক্রিয়া পরিচালনা করা হবে এবং সেই অনুযায়ী পড়ুয়াদের স্যানিটাইজ়ার নিয়ে ও ফেস মাস্ক পড়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে । এ ছাড়া, সামাজিক দূরত্ব বজায় রাখতে একসঙ্গে ডাকা হচ্ছে না সকল পড়ুয়াদের । প্রতি দিন দুই থেকে তিনটি ভাগে নির্দিষ্ট সংখ্যক পড়ুয়াদের ডাকা হচ্ছে নথি যাচাইয়ের জন্য । যেমন, 15 মার্চ বিএসসি ফিজিক্স অনার্সে 1 থেকে 25 নম্বর ক্লাস রোল থাকা পড়ুয়াদের সাড়ে 11 টায় ডাকা হয়েছে । 26 থেকে 50 রোল নম্বরের পড়ুয়াদের দুপুর 1 টায় ডাকা হয়েছে । আবার দুপুর আড়াইটের সময় ডাকা হয়েছে 51 থেকে 73 রোল নম্বরের পড়ুয়াদের । একইভাবে 16, 17 ও 18 মার্চ সময় ভাগ করে প্রতিটি বিভাগের অনার্স পড়ুয়াদের নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছে বিশ্ববিদ্যালয়ে ।

আরও পড়ুন : হরতালের সমর্থনে অরবিন্দ ভবনের ফটকে তালা বামপন্থী পড়ুয়াদের

এখনও পর্যন্ত রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে সশরীরে ক্লাস শুরু হয়নি । এমনকি বিজোড় সিমেস্টারের পরীক্ষাগুলিও অনলাইনে নেওয়া হচ্ছে । এই পরিস্থিতিতে সশরীরে নথি যাচাইয়ের জন্য পড়ুয়াদের ক্যাম্পাসে ডাকাটা যুক্তিযুক্ত ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "শুধু সায়েন্স নয়, সব ফ্যাকাল্টির পড়ুয়াদেরই ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে । এটা অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি নয় । ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি । অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটির জন্য ছাত্র-ছাত্রীরা তো আসছেই স্কলারশিপ, টাকা জমা দেওয়া ইত্যাদির জন্য । তাই আমরা ফিজিক্যাল ভেরিফিকেশনটা রোটেশনালি করছি । একদিনে সবাইকে আসতে হবে না । বিভাগ ও সময় ভাগ করে দেওয়া হয়েছে অনেক ভাগে। তাতে কোনও জমায়েত হবে না । অনলাইনে করার আমরা চেষ্টা করেছিলাম । কিন্তু, তার খুব একটা গ্রহণযোগ্যতা নেই । সার্টিফিকেটগুলো হাতে না দেখলে তার সত্যতা যাচাই করা মুশকিল হয়ে যায় । আপাতত বিএসসির হচ্ছে । পরে আর্টস, ইঞ্জিনিয়ারিং সব ফ্যাকাল্টিরই হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.