ETV Bharat / state

JU in Chandrayaan Mission: চন্দ্রযান 3-এর সাফল্যে বড় অবদান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের - যাদবপুর বিশ্ববিদ্যালয়

Jadavpur University in Chandrayaan Mission: চন্দ্রযান 3-এর সাফল্যে বড় অবদান রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৷ এই বিশ্ববিদ্যালয়ের পাঁচ জনের নাম জড়িয়ে আছে ভারতের এই চন্দ্র অভিযানের সঙ্গে ৷

JU in Chandrayaan Mission
যাদবপুর বিশ্ববিদ্যালয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 7:39 PM IST

Updated : Aug 24, 2023, 8:10 PM IST

চন্দ্রযান 3-এর সাফল্যে বড় অবদান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

কলকাতা, 24 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে বর্তমানে একাধিক অভিযোগ । বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শুধুই শোনা যাচ্ছে নেতিবাচক মন্তব্য । তবে এই বিতর্কের মাঝেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে জুড়ল নতুন পালক । নিজেদের প্রতিষ্ঠানের সম্মান আবারও প্রমাণ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় । চন্দ্রযান 3-এর সাফল্যের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত না থাকলেও এই জয়ের অংশীদার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক অমিতাভ গুপ্ত এবং ইলেকট্রনিক্স ও টেলি কমিউনিকেশনের অধ্যাপক সায়ন চট্টোপাধ্যায় কলকাতায় বসেই চাঁদের মাটিতে পৌঁছনোর দৌড়ে শামিল হলেন । চন্দ্রযান 2 ব্যর্থ হওয়ার পর থেকে শুরু হয় তৃতীয় অভিযানের প্রজেক্ট । 2019 সাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় নতুন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয় । লকডাউনের সময় থেকেই শুরু হয়েছিল কাজ । দুজন অধ্যাপক ছাড়াও এই কাজের সঙ্গে জড়িত ছিলেন স্নাতক স্তরের বেশ কয়েকজন পড়ুয়া ।

সায়ন চট্টোপাধ্যায় জানান, "লকডাউনের মধ্যেই আমরা চ্যালেঞ্জ হিসাবে শুরু করি এই কাজ । ইসরোর পক্ষ থেকে যেহেতু কোনও ল্যান্ডার আমাদের দেওয়া হয়নি, তাই বিষয়টা একটু অসুবিধার ছিল । আমরা নিজেদের মত করে একটা ল্যান্ডার বানিয়ে হার্ডওয়্যার বানিয়েছি । তাতে অমিতাভবাবু এক রকমের মডেল বানিয়েছিলেন । তবে আমরা জানি না আমাদের প্রজেক্টটাই ওরা নিয়েছে কি না ।" আর অধ্যাপক অমিতাভ গুপ্তের কথায়, "চন্দ্রযান 3-এর সাফল্য বিরাট ৷ আমরা নিমিত্তমাত্র ৷"

তবে শুধু এই দু'জন নন, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে ইসরোতে রয়েছেন বেশ কয়েকজন । তাঁদের মধ্যে বিজয় দাই, কৃশানু নন্দী এবং অনুজ নন্দী - চন্দ্রযান 3 টিমের এই তিনজন বিজ্ঞানী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমটেক পাশ করেন ।

আরও পড়ুন: যাদবপুরের তদন্তে অসহযোগিতা করছেন ধৃত জয়দীপ ঘোষ, আদালতে দাবি পুলিশের

তবে প্রথম বর্ষের ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এখন শুধুই চলছে নেতিবাচক চর্চা । তাতে আক্ষেপ প্রকাশ করে অধ্যাপক সায়ন চট্টোপাধ্যায় বলেন, "চন্দ্রযান 2-এর ভুল থেকে শিক্ষা নিয়েই তৈরি হয়েছিল চন্দ্রযান 3 । ভুল থেকেই সবাই শিক্ষা নেন । এত প্রতিবাদে রাস্তা অবরোধের ফলে ছাত্রদের মধ্যে ভয় তৈরি হচ্ছে । সেটাকে দূর করা আমার অন্যতম লক্ষ্য ছিল । এখন ভালো লাগছে যদি এই কাজের মাধ্যম দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই সুনাম আবার ফিরে আসে ।"

চন্দ্রযান 3-এর সাফল্যে বড় অবদান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

কলকাতা, 24 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে বর্তমানে একাধিক অভিযোগ । বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শুধুই শোনা যাচ্ছে নেতিবাচক মন্তব্য । তবে এই বিতর্কের মাঝেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে জুড়ল নতুন পালক । নিজেদের প্রতিষ্ঠানের সম্মান আবারও প্রমাণ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় । চন্দ্রযান 3-এর সাফল্যের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত না থাকলেও এই জয়ের অংশীদার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয় পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক অমিতাভ গুপ্ত এবং ইলেকট্রনিক্স ও টেলি কমিউনিকেশনের অধ্যাপক সায়ন চট্টোপাধ্যায় কলকাতায় বসেই চাঁদের মাটিতে পৌঁছনোর দৌড়ে শামিল হলেন । চন্দ্রযান 2 ব্যর্থ হওয়ার পর থেকে শুরু হয় তৃতীয় অভিযানের প্রজেক্ট । 2019 সাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় নতুন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয় । লকডাউনের সময় থেকেই শুরু হয়েছিল কাজ । দুজন অধ্যাপক ছাড়াও এই কাজের সঙ্গে জড়িত ছিলেন স্নাতক স্তরের বেশ কয়েকজন পড়ুয়া ।

সায়ন চট্টোপাধ্যায় জানান, "লকডাউনের মধ্যেই আমরা চ্যালেঞ্জ হিসাবে শুরু করি এই কাজ । ইসরোর পক্ষ থেকে যেহেতু কোনও ল্যান্ডার আমাদের দেওয়া হয়নি, তাই বিষয়টা একটু অসুবিধার ছিল । আমরা নিজেদের মত করে একটা ল্যান্ডার বানিয়ে হার্ডওয়্যার বানিয়েছি । তাতে অমিতাভবাবু এক রকমের মডেল বানিয়েছিলেন । তবে আমরা জানি না আমাদের প্রজেক্টটাই ওরা নিয়েছে কি না ।" আর অধ্যাপক অমিতাভ গুপ্তের কথায়, "চন্দ্রযান 3-এর সাফল্য বিরাট ৷ আমরা নিমিত্তমাত্র ৷"

তবে শুধু এই দু'জন নন, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে ইসরোতে রয়েছেন বেশ কয়েকজন । তাঁদের মধ্যে বিজয় দাই, কৃশানু নন্দী এবং অনুজ নন্দী - চন্দ্রযান 3 টিমের এই তিনজন বিজ্ঞানী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমটেক পাশ করেন ।

আরও পড়ুন: যাদবপুরের তদন্তে অসহযোগিতা করছেন ধৃত জয়দীপ ঘোষ, আদালতে দাবি পুলিশের

তবে প্রথম বর্ষের ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এখন শুধুই চলছে নেতিবাচক চর্চা । তাতে আক্ষেপ প্রকাশ করে অধ্যাপক সায়ন চট্টোপাধ্যায় বলেন, "চন্দ্রযান 2-এর ভুল থেকে শিক্ষা নিয়েই তৈরি হয়েছিল চন্দ্রযান 3 । ভুল থেকেই সবাই শিক্ষা নেন । এত প্রতিবাদে রাস্তা অবরোধের ফলে ছাত্রদের মধ্যে ভয় তৈরি হচ্ছে । সেটাকে দূর করা আমার অন্যতম লক্ষ্য ছিল । এখন ভালো লাগছে যদি এই কাজের মাধ্যম দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই সুনাম আবার ফিরে আসে ।"

Last Updated : Aug 24, 2023, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.