কলকাতা, 10 এপ্রিল : কোরোনা মোকাবিলায় তৎপর কলকাতা মেট্রো রেল ৷ কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, মেট্রো রেল হাসপাতাল অর্থাৎ টালিগঞ্জের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে তৈরি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড ৷ কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য অত্যাধুনিক চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে ৷
মেট্রো রেলের এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়োগ করা হয়েছে একদল চিকিৎসক ও প্যারামেডিকেল নার্স ৷ ওয়ার্ডগুলিতে রয়েছে হেপা ফিল্টার, লামিনার এয়ার ফ্লো ব্যবস্থা, সেকশন মেশিন, পালস অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার-সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ৷ চিকিৎসক ও নার্সদের জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) ও অন্যান্য সামগ্রীও রাখা হয়েছে ৷
এদিকে, এই হাসপাতালের রিসেপশন ডেস্কের কর্মীদের জন্য বিশেষ কিউবিকলের ব্যবস্থা করা হয়েছে ৷ যাতে রোগীদের সংস্পর্শে এসে কর্মীরা সংক্রমিত না হয়ে পড়েন, তাই এই সিদ্ধান্ত ৷ মেট্রো কর্মী, কেন্দ্রীয় সরকারি কর্মী ও আধিকারিকরা এখানে চিকিৎসা করাতে পারবেন ৷