ETV Bharat / state

চিনা প্রেসিডেন্টের কুশপুত্তলিকার প্রতীকী ফাঁসি - effigy of China president hanged

চিনা আগ্রাসনের প্রতিবাদে প্রতিদিন কলকাতায় বিক্ষোভ মিছিল চলছে । আজ বিক্ষোভ দেখায় INTTUC । চিনের প্রেসিডেন্টর কুশপুত্তলিকার প্রতীকী ফাঁসিও দেওয়া হয় সেখানে ।

china
china
author img

By

Published : Jun 20, 2020, 6:49 AM IST

কলকাতা, 19 জুন : চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ভারতীয় জওয়ানদের মৃত্যুর ক্ষোভে ফুঁসছে কলকাতা । কলকাতার একাধিক জায়গায় চলছে প্রতিবাদ বিক্ষোভ, মিছিল । আজ বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট ও রাজা রামমোহন রায় সরণীর সংযোগস্থানে বিক্ষোভ দেখায় INTTUC । চিনের প্রেসিডেন্টের কুশপুত্তলিকায় প্রতীকী ফাঁসিও দেওয়া হয় সেখানে । সাধারণ সম্পাদক প্রমোদ পাণ্ডের নেতৃত্বে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে ।
চিনের প্রতি ধিক্কার জানিয়ে প্রতিদিন শহরে বিক্ষোভ মিছিল চলছে । পূর্বপরিকল্পিত ঘোষণা ছাড়া শহরের গুরুত্বপূর্ণ সংযোগস্থানগুলিতে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠন । চিনের উৎপাদিত দ্রব্য ভারতবর্ষে ঢুকতে দেওয়া যাবে না‌ । চিনকে বর্জন করার দাবিও উঠছে ।

চিনের প্রেসিডেন্টের ফাঁসির দাবি লেখা প্ল্যাকার্ড দেখা যায় বিক্ষোভকারীদের হাতে । সম্পাদক প্রমোদ পাণ্ডে বলেন, “চিনকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আরও সক্রিয় হতে হবে । দৃষ্টান্তমূলক অবস্থান এই দেশকে নিতে হবে ।”

কলকাতা, 19 জুন : চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ভারতীয় জওয়ানদের মৃত্যুর ক্ষোভে ফুঁসছে কলকাতা । কলকাতার একাধিক জায়গায় চলছে প্রতিবাদ বিক্ষোভ, মিছিল । আজ বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট ও রাজা রামমোহন রায় সরণীর সংযোগস্থানে বিক্ষোভ দেখায় INTTUC । চিনের প্রেসিডেন্টের কুশপুত্তলিকায় প্রতীকী ফাঁসিও দেওয়া হয় সেখানে । সাধারণ সম্পাদক প্রমোদ পাণ্ডের নেতৃত্বে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে ।
চিনের প্রতি ধিক্কার জানিয়ে প্রতিদিন শহরে বিক্ষোভ মিছিল চলছে । পূর্বপরিকল্পিত ঘোষণা ছাড়া শহরের গুরুত্বপূর্ণ সংযোগস্থানগুলিতে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠন । চিনের উৎপাদিত দ্রব্য ভারতবর্ষে ঢুকতে দেওয়া যাবে না‌ । চিনকে বর্জন করার দাবিও উঠছে ।

চিনের প্রেসিডেন্টের ফাঁসির দাবি লেখা প্ল্যাকার্ড দেখা যায় বিক্ষোভকারীদের হাতে । সম্পাদক প্রমোদ পাণ্ডে বলেন, “চিনকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আরও সক্রিয় হতে হবে । দৃষ্টান্তমূলক অবস্থান এই দেশকে নিতে হবে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.