কলকাতা, 11 ফেব্রুয়ারি : লড়াই নীতি ও শক্তিপীঠ বিভাজনের ৷ ডামাডোল চলছেই তৃণমূলের অন্দরে ৷ দলের অন্দরেই গুঞ্জন, অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলে । বাইরে থেকে যা দেখলে মনে হচ্ছে আড়াআড়ি বিভাজিত তৃণমূল (inner clash in TMC)। এতদিন দলের নবীন বনাম প্রবীণের যে দড়ি টানাটানির খবর শোনা যেত, দলের মধ্যের ক্রমশ যেন তাই রূপ নিচ্ছে দুটি শক্তিপীঠের । যার একটির ভরকেন্দ্র কালীঘাট, অপরটি অবশ্যই ক্যামাক স্ট্রিট ।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'এক ব্যক্তি এক পদ'য়ের পক্ষে সওয়ালের পর থেকেই যেভাবে ছাত্র-যুব, এমনকি বন্দোপাধ্যায় পরিবারের একাংশ এই নীতির সমর্থনে এগিয়ে আসছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্য যথেষ্ট অস্বস্তির । এই অবস্থায় শনিবার সার্বিক পরিস্থিতি সামাল দিতে কালীঘাটে জরুরি বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee) ৷ এই বৈঠক থেকে আদৌ এই বিবাদ মেটে কিনা, সেদিকেই নজর এখন রাজনৈতিক মহলের ৷
রাজনৈতিক মহল মনে করছে, আসলে এই 'এক ব্যক্তি এক পদ' নীতিকে কেন্দ্র করে এই মুহূর্তে দ্বিধাবিভক্ত বন্দোপাধ্যায়পরিবারও । আর তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতিকে সমর্থন জানিয়েছেন আকাশ বন্দ্যোপাধ্যায় । তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়েরই ভাইপো । অভিষেকের ভাই । একই পথে হেঁটে পোস্ট করেছেন পরিবারের আরেক সদস্য অদিতি গায়েনও । তিনি অভিষেকের পিসির মেয়ে । শুধু আকাশ বা অদিতিই নয় । এই নীতিকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যও । দলের ছাত্র যুবদের অনেকেই সরাসরি এক্ষেত্রে অভিষেকের নীতির পক্ষেই সওয়াল করেছেন ।
আরও পড়ুন : শনিবার কালীঘাটে দলের জরুরি বৈঠক ডাকলেন মমতা
তৃণমূলের অন্দরের খবর 'এক ব্যক্তি এক পদ' নীতি কার্যকর করা নিয়েও দলের প্রবীণ নেতৃত্বের সঙ্গে দূরত্ব বেড়েছে অভিষেকের । এদিন এরই ব্যাখ্যা দিতে গিয়ে ফিরহাদ হাকিম স্পষ্ট করে বলেন, "তৃণমূল এক ব্যক্তি এক পদ নীতি সমর্থন করে না । পুরনো কিছু ক্লিপিংস নিয়ে যাঁরা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট করছেন, তাঁরা সাধারণ মানুষের মতো দলীয় কর্মীদেরও বিভ্রান্ত করছেন । নেত্রীর মুখে কথা বসিয়ে এমন পোস্ট অন্যায়, দলের স্বার্থ বিরোধী । দলের নির্বাচিত সভানেত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই শেষ কথা ।" দলের সংশ্লিষ্ট নেতা-কর্মীদের সতর্ক করে ফিরহাদ আরও বলেন, "এই ধরনের পোস্ট করে থাকলে অনুরোধ করব তা দ্রুত সরিয়ে নিন । এক ব্যক্তি এক পদ নীতি তৃণমূল সমর্থন করে না । সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের পোস্ট না-সরালে দল বিষয়টি নিয়ে আলোচনা করবে । দলের স্বার্থে এটা হচ্ছে না । দলের স্বার্থে দলের মধ্যেই কথা বলতে হবে । দলে এক ব্যক্তি এক পদ নীতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যা নেওয়ার নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ, তিনি দলের নির্বাচিত চেয়ারপার্সন ।" অন্যদিকে, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "কোথায় কে কী লিখছে বা বলছে জানি না । আমাদের দলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় । দলে একতা এবং সংহতি তাঁর হাত ধরেই ।" শনিবার মমতার ডাকা বৈঠকে এই ডামাডোলের কোনও সুরাহা হয় কি না, এখন সেটাই দেখার ৷