কলকাতা, 18 নভেম্বর: কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট হল বুধবার । পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভার সদস্য অধীর রঞ্জন চৌধুরি সরাসরি দল ছাড়ার হুঁশিয়ারি দিলেন কপিল সিব্বালের মতো বিদ্রোহী নেতাদের ৷ "যাঁরা দলে থেকে কংগ্রেস সম্পর্কে সমালোচনা করছেন তাঁরা স্বেচ্ছায় দল থেকে বেরিয়ে যেতে পারেন বা নিজের দল গঠন করতে পারেন । দুষ্টু গোরুর চেয়ে, শূন্য গোয়াল ভালো । কংগ্রেসে থেকে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার থেকে দল ত্যাগ করা ভালো । কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদের নিয়েই আগামী দিনে দেশ এবং রাজ্যের কংগ্রেস এগিয়ে চলবে ৷" অধীর বলেন । আগামী দিনে বিধানসভা নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি ।
সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে, দলের খারাপ ফল নিয়ে সিব্বাল বলেন, কংগ্রেস নেতৃত্ব দলের অভ্যন্তরীণ সমস্যাগুলি জেনেও সেগুলিকে সমাধান করার চেষ্টা করছেন না । এই কথার পরিপ্রেক্ষিতে, অধীর চৌধুরি ETV ভারতকে জানান, "এই সমস্ত বড় বড় কথা বলার আগে সিব্বালের উচিত ছিল বিহারের নির্বাচনে প্রচার অংশ নেওয়া । " কোনও প্রচারে অংশ না নিয়ে এখন এইসব কথা মানায় না কারুরই মুখে ৷" চৌধুরি বলেন ।
অপরদিকে, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন যে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর পরিষ্কার করা উচিত যে কংগ্রেস পিপলস এলায়েন্স ফর গুপকার ডিক্লারেশনের অন্তর্গত কি না । এইব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে অধীর চৌধুরি বলেন, অমিত শাহের এই দাবির কোনও গুরুত্ব নেই দেশ এবং রাজ্যের রাজনীতিতে । আজ কড়া ভাষায় অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, " সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় BJP। " কংগ্রেস কোনও অপরাধ মূলক কাজকে প্রশ্রয় দেয় না । BJP এখন নিজের অপরাধ ঢাকতে কুৎসা ছড়ানো শুরু করেছে । অমিত শাহের টুইটের কোনও জবাব হয়না," বলে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরি ।
সম্প্রতি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানান, "সোনিয়া ও রাহুল গান্ধি স্পষ্ট করুন, আপনারা দেশবিরোধী গুপকার গ্যাংয়ের সদস্য কি না । তারপর কংগ্রেসের থেকে স্পষ্ট করা হয়েছিল কাশ্মীরে যে বিরোধী দলগুলি একটি ছাতা সংগঠন তৈরি করেছে, তার সদস্য নয় তারা । প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ফেরোনার দাবিতে NC, PDP সহ সাতটি দল পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লেয়ারেশন (পিএজিডি) গঠন করেছে। তাদের সঙ্গে জোট বেঁধে ডিডিসি ভোটে লড়ছে কংগ্রেস।