ETV Bharat / state

বিদ্রোহী নেতাদের দল ছাড়ার হুঁশিয়ারি অধীরের, কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট

সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে, দলের খারাপ ফল নিয়ে সিব্বাল বলেন, কংগ্রেস নেতৃত্ব দলের অভ্যন্তরীণ সমস্যাগুলি জেনেও সেগুলিকে সমাধান করার চেষ্টা করছেন না । এই কথার পরিপ্রেক্ষিতে, অধীর চৌধুরি ETV ভারতকে জানান, "এই সমস্ত বড় বড় কথা বলার আগে সিব্বালের উচিত ছিল বিহারের নির্বাচনে প্রচার অংশ নেওয়া । "

author img

By

Published : Nov 18, 2020, 8:34 PM IST

ছবি
ছবি

কলকাতা, 18 নভেম্বর: কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট হল বুধবার । পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভার সদস্য অধীর রঞ্জন চৌধুরি সরাসরি দল ছাড়ার হুঁশিয়ারি দিলেন কপিল সিব্বালের মতো বিদ্রোহী নেতাদের ৷ "যাঁরা দলে থেকে কংগ্রেস সম্পর্কে সমালোচনা করছেন তাঁরা স্বেচ্ছায় দল থেকে বেরিয়ে যেতে পারেন বা নিজের দল গঠন করতে পারেন । দুষ্টু গোরুর চেয়ে, শূন্য গোয়াল ভালো । কংগ্রেসে থেকে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার থেকে দল ত্যাগ করা ভালো । কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদের নিয়েই আগামী দিনে দেশ এবং রাজ্যের কংগ্রেস এগিয়ে চলবে ৷" অধীর বলেন । আগামী দিনে বিধানসভা নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি ।

সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে, দলের খারাপ ফল নিয়ে সিব্বাল বলেন, কংগ্রেস নেতৃত্ব দলের অভ্যন্তরীণ সমস্যাগুলি জেনেও সেগুলিকে সমাধান করার চেষ্টা করছেন না । এই কথার পরিপ্রেক্ষিতে, অধীর চৌধুরি ETV ভারতকে জানান, "এই সমস্ত বড় বড় কথা বলার আগে সিব্বালের উচিত ছিল বিহারের নির্বাচনে প্রচার অংশ নেওয়া । " কোনও প্রচারে অংশ না নিয়ে এখন এইসব কথা মানায় না কারুরই মুখে ৷" চৌধুরি বলেন ।

অপরদিকে, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন যে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর পরিষ্কার করা উচিত যে কংগ্রেস পিপলস এলায়েন্স ফর গুপকার ডিক্লারেশনের অন্তর্গত কি না । এইব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে অধীর চৌধুরি বলেন, অমিত শাহের এই দাবির কোনও গুরুত্ব নেই দেশ এবং রাজ্যের রাজনীতিতে । আজ কড়া ভাষায় অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, " সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় BJP। " কংগ্রেস কোনও অপরাধ মূলক কাজকে প্রশ্রয় দেয় না । BJP এখন নিজের অপরাধ ঢাকতে কুৎসা ছড়ানো শুরু করেছে । অমিত শাহের টুইটের কোনও জবাব হয়না," বলে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরি ।

সম্প্রতি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানান, "সোনিয়া ও রাহুল গান্ধি স্পষ্ট করুন, আপনারা দেশবিরোধী গুপকার গ্যাংয়ের সদস্য কি না । তারপর কংগ্রেসের থেকে স্পষ্ট করা হয়েছিল কাশ্মীরে যে বিরোধী দলগুলি একটি ছাতা সংগঠন তৈরি করেছে, তার সদস্য নয় তারা । প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ফেরোনার দাবিতে NC, PDP সহ সাতটি দল পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লেয়ারেশন (পিএজিডি) গঠন করেছে। তাদের সঙ্গে জোট বেঁধে ডিডিসি ভোটে লড়ছে কংগ্রেস।

কলকাতা, 18 নভেম্বর: কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট হল বুধবার । পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভার সদস্য অধীর রঞ্জন চৌধুরি সরাসরি দল ছাড়ার হুঁশিয়ারি দিলেন কপিল সিব্বালের মতো বিদ্রোহী নেতাদের ৷ "যাঁরা দলে থেকে কংগ্রেস সম্পর্কে সমালোচনা করছেন তাঁরা স্বেচ্ছায় দল থেকে বেরিয়ে যেতে পারেন বা নিজের দল গঠন করতে পারেন । দুষ্টু গোরুর চেয়ে, শূন্য গোয়াল ভালো । কংগ্রেসে থেকে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার থেকে দল ত্যাগ করা ভালো । কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদের নিয়েই আগামী দিনে দেশ এবং রাজ্যের কংগ্রেস এগিয়ে চলবে ৷" অধীর বলেন । আগামী দিনে বিধানসভা নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি ।

সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে, দলের খারাপ ফল নিয়ে সিব্বাল বলেন, কংগ্রেস নেতৃত্ব দলের অভ্যন্তরীণ সমস্যাগুলি জেনেও সেগুলিকে সমাধান করার চেষ্টা করছেন না । এই কথার পরিপ্রেক্ষিতে, অধীর চৌধুরি ETV ভারতকে জানান, "এই সমস্ত বড় বড় কথা বলার আগে সিব্বালের উচিত ছিল বিহারের নির্বাচনে প্রচার অংশ নেওয়া । " কোনও প্রচারে অংশ না নিয়ে এখন এইসব কথা মানায় না কারুরই মুখে ৷" চৌধুরি বলেন ।

অপরদিকে, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন যে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর পরিষ্কার করা উচিত যে কংগ্রেস পিপলস এলায়েন্স ফর গুপকার ডিক্লারেশনের অন্তর্গত কি না । এইব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে অধীর চৌধুরি বলেন, অমিত শাহের এই দাবির কোনও গুরুত্ব নেই দেশ এবং রাজ্যের রাজনীতিতে । আজ কড়া ভাষায় অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, " সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় BJP। " কংগ্রেস কোনও অপরাধ মূলক কাজকে প্রশ্রয় দেয় না । BJP এখন নিজের অপরাধ ঢাকতে কুৎসা ছড়ানো শুরু করেছে । অমিত শাহের টুইটের কোনও জবাব হয়না," বলে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরি ।

সম্প্রতি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানান, "সোনিয়া ও রাহুল গান্ধি স্পষ্ট করুন, আপনারা দেশবিরোধী গুপকার গ্যাংয়ের সদস্য কি না । তারপর কংগ্রেসের থেকে স্পষ্ট করা হয়েছিল কাশ্মীরে যে বিরোধী দলগুলি একটি ছাতা সংগঠন তৈরি করেছে, তার সদস্য নয় তারা । প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ফেরোনার দাবিতে NC, PDP সহ সাতটি দল পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লেয়ারেশন (পিএজিডি) গঠন করেছে। তাদের সঙ্গে জোট বেঁধে ডিডিসি ভোটে লড়ছে কংগ্রেস।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.