ETV Bharat / state

টায়ার পার্ক, শহরবাসীকে নতুন উপহার WBTC-র - WBTC

পচা, ফাটা, ক্ষয়ে যাওয়া বা বাতিল হওয়া গাড়ির টায়ারের যে এত বাহার হতে পারে তা এই টায়ার পার্কে এলে চাক্ষুষ করা সম্ভব হবে । ফেলে দেওয়া জিনিস কী করে আবার কাজে লাগানো যেতে পারে সেই মূল ভাবনা থেকেই এসপ্ল্যানেড অঞ্চলে এই আশ্চর্য পার্কের সৃষ্টি হয়েছে ।

kolkata
'টায়ার পার্ক'
author img

By

Published : Nov 1, 2020, 8:28 AM IST

কলকাতা, 1 নভেম্বর : এবার ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC) নয়া উদ্যোগ ৷ নষ্ট হয়ে যাওয়া বা বাতিল হয়ে যাওয়া টায়ার দিয়ে তৈরি হতে চলেছে আস্ত একটা পার্ক ৷ লাইব্রেরি ট্রাম, মিউজিয়াম ট্রাম বা নবরূপে দ্বিতল বাসের পর এবার এমনই উদ্যোগ নিয়েছে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ৷

পচা, ফাটা, ক্ষয়ে যাওয়া বা বাতিল হওয়া গাড়ির টায়ারের যে এত বাহার হতে পারে তা এই টায়ার পার্কে এলে চাক্ষুষ করা সম্ভব হবে । ফেলে দেওয়া জিনিস কী করে আবার কাজে লাগানো যেতে পারে সেই ভাবনা থেকেই এসপ্ল্যানেড অঞ্চলে এই আশ্চর্য পার্কের সৃষ্টি হয়েছে । খুব দ্রুত সাধারণের জন্য খুলে দেওয়া হবে এই পার্কটি । এখানে থাকছে একটি ক্যাফেটেরিয়াও । যেটিকে সাজিয়ে তোলা হবে টায়ার দিয়েই । সঙ্গে থাকবে মন ভালো করে দেওয়া গান-বাজনাও । এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মাত্র । WBTC-র ম্যানেজিং ডিরেক্টর রঞ্জনবীর কাপুর সিং এবিষয়ে বলেন, "শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে কিন্তু একেবারে শহরের কেন্দ্রবিন্দুতে এই ধরনের একটি আশ্চর্য পার্ক গড়ে তোলার কারণ, যাতে মানুষজন এখানে এসে দু'দণ্ড শান্তিতে জিরিয়ে নিতে পারে ।"

বাতিল হওয়া টায়ারগুলিকে সম্পূর্ণভাবে বিনষ্ট করতে যেমন সময় লাগে তেমন তাতে পরিশ্রমও হয় বিস্তর । তাই সেগুলি বাস ডিপো, গ্যারেজ বা অনেক সময় রাস্তায়ও পরে থাকতে দেখা যায় । সেগুলিকে মনোরম ও নয়নাভিরাম করে তোলার এক অনন্য প্রয়াস নিল WBTC।

কলকাতা, 1 নভেম্বর : এবার ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (WBTC) নয়া উদ্যোগ ৷ নষ্ট হয়ে যাওয়া বা বাতিল হয়ে যাওয়া টায়ার দিয়ে তৈরি হতে চলেছে আস্ত একটা পার্ক ৷ লাইব্রেরি ট্রাম, মিউজিয়াম ট্রাম বা নবরূপে দ্বিতল বাসের পর এবার এমনই উদ্যোগ নিয়েছে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ৷

পচা, ফাটা, ক্ষয়ে যাওয়া বা বাতিল হওয়া গাড়ির টায়ারের যে এত বাহার হতে পারে তা এই টায়ার পার্কে এলে চাক্ষুষ করা সম্ভব হবে । ফেলে দেওয়া জিনিস কী করে আবার কাজে লাগানো যেতে পারে সেই ভাবনা থেকেই এসপ্ল্যানেড অঞ্চলে এই আশ্চর্য পার্কের সৃষ্টি হয়েছে । খুব দ্রুত সাধারণের জন্য খুলে দেওয়া হবে এই পার্কটি । এখানে থাকছে একটি ক্যাফেটেরিয়াও । যেটিকে সাজিয়ে তোলা হবে টায়ার দিয়েই । সঙ্গে থাকবে মন ভালো করে দেওয়া গান-বাজনাও । এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মাত্র । WBTC-র ম্যানেজিং ডিরেক্টর রঞ্জনবীর কাপুর সিং এবিষয়ে বলেন, "শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে কিন্তু একেবারে শহরের কেন্দ্রবিন্দুতে এই ধরনের একটি আশ্চর্য পার্ক গড়ে তোলার কারণ, যাতে মানুষজন এখানে এসে দু'দণ্ড শান্তিতে জিরিয়ে নিতে পারে ।"

বাতিল হওয়া টায়ারগুলিকে সম্পূর্ণভাবে বিনষ্ট করতে যেমন সময় লাগে তেমন তাতে পরিশ্রমও হয় বিস্তর । তাই সেগুলি বাস ডিপো, গ্যারেজ বা অনেক সময় রাস্তায়ও পরে থাকতে দেখা যায় । সেগুলিকে মনোরম ও নয়নাভিরাম করে তোলার এক অনন্য প্রয়াস নিল WBTC।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.