ETV Bharat / state

যশের দাপটের পর পরিস্থিতি সামলাতে শহরে নামতে পারে সেনা - যশের দাপটের পর শহরে নামতে পারে সেনাবাহিনী

যশ পরবর্তী পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় , সেজন্য আগেভাগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আর্জি জানিয়েছে লালবাজার ৷ পাশাপাশি কুড়িটি বিপর্যয় মোকাবিলা টিম প্রস্তুত রাখা হয়েছে । এনিয়ে আগামীকাল কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র চূড়ান্ত বৈঠক করবেন প্রত্যেকটি ডেপুটি কমিশনার এবং থানার অফিসার ইনচার্জ এর সঙ্গে। তবে এসবই পরিস্থিতির উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে ৷

যশ মোকাবিলায় পরিস্থিতি সামলাতে শহরে নামতে পারে সেনা
যশ মোকাবিলায় পরিস্থিতি সামলাতে শহরে নামতে পারে সেনা
author img

By

Published : May 24, 2021, 12:30 PM IST

কলকাতা, 24 মে : বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আছড়ে পড়তে চলেছে যশ ৷ যার গতিবেগ থাকবে ঘণ্টায় 155 থেকে 160 কিলোমিটার ৷ বাংলায় কার্যত তাণ্ডব চালাতে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় ৷ এমনই খবর মৌসম ভবনের ৷ সেইমতো যশ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের নামতে পারে সেনাবাহিনী ৷ প্রস্তুত থাকবে বেহালা , ফোর্ট উইলিয়াম ও বালিগঞ্জের সেনাবাহিনী ৷ তবে এসবই অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে খবর লালবাজার সূত্রে ।

ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে সেনা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয় ৷ মিটিং হয় কলকাতা পুলিশের সঙ্গেও ৷ গতবার আমফানের পর পুরো শহরটা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল ৷ কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিকদের দিয়েও হাল ফেরানো সম্ভব হয়নি। পরে সেনাবাহিনীকে ডাকতে হয় ৷ সেই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। পুনরায় সেই ঘটনার সম্মুখীন হতে চায় না লালবাজার ৷ তাই এই অগ্রিম ব্যবস্থা ৷ লালবাজার সূত্রের খবর, আগামীকাল কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র চূড়ান্ত বৈঠক করবেন প্রত্যেকটি ডেপুটি কমিশনার এবং থানার অফিসার ইনচার্জ এর সঙ্গে। ইতিমধ্যেই কুড়িটি বিপর্যয় মোকাবিলা টিম প্রস্তুত রাখা হয়েছে । প্রত্যেকটি টিমে চারজন করে সদস্য থাকবেন। অর্থাৎ প্রায় 100 জনের কাছাকাছি বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা প্রস্তুত যশ মোকাবিলায় ৷

আরও পড়ুন : 12 দিনে মৃত 50 হাজার, মোট মৃত্যু ছাড়াল 3 লাখ

গঙ্গায় স্টিমার লঞ্চ এবং নৌকোর অযথা যাতায়াতকে নজর রাখার জন্য কলকাতা পুলিশের রিভার ট্র্যাফিক পুলিশকে সতর্ক করেছে লালাবাজার ৷ পাশাপাশি কলকাতা বন্দর এলাকায় যে জাহাজগুলি দাঁড়িয়ে থাকে সেই জাহাজগুলোকে ডবল করে আটকে রাখার আর্জি জানিয়েছে লালাবাজার ৷

কলকাতা, 24 মে : বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আছড়ে পড়তে চলেছে যশ ৷ যার গতিবেগ থাকবে ঘণ্টায় 155 থেকে 160 কিলোমিটার ৷ বাংলায় কার্যত তাণ্ডব চালাতে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় ৷ এমনই খবর মৌসম ভবনের ৷ সেইমতো যশ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের নামতে পারে সেনাবাহিনী ৷ প্রস্তুত থাকবে বেহালা , ফোর্ট উইলিয়াম ও বালিগঞ্জের সেনাবাহিনী ৷ তবে এসবই অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে খবর লালবাজার সূত্রে ।

ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে সেনা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয় ৷ মিটিং হয় কলকাতা পুলিশের সঙ্গেও ৷ গতবার আমফানের পর পুরো শহরটা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল ৷ কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিকদের দিয়েও হাল ফেরানো সম্ভব হয়নি। পরে সেনাবাহিনীকে ডাকতে হয় ৷ সেই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। পুনরায় সেই ঘটনার সম্মুখীন হতে চায় না লালবাজার ৷ তাই এই অগ্রিম ব্যবস্থা ৷ লালবাজার সূত্রের খবর, আগামীকাল কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র চূড়ান্ত বৈঠক করবেন প্রত্যেকটি ডেপুটি কমিশনার এবং থানার অফিসার ইনচার্জ এর সঙ্গে। ইতিমধ্যেই কুড়িটি বিপর্যয় মোকাবিলা টিম প্রস্তুত রাখা হয়েছে । প্রত্যেকটি টিমে চারজন করে সদস্য থাকবেন। অর্থাৎ প্রায় 100 জনের কাছাকাছি বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা প্রস্তুত যশ মোকাবিলায় ৷

আরও পড়ুন : 12 দিনে মৃত 50 হাজার, মোট মৃত্যু ছাড়াল 3 লাখ

গঙ্গায় স্টিমার লঞ্চ এবং নৌকোর অযথা যাতায়াতকে নজর রাখার জন্য কলকাতা পুলিশের রিভার ট্র্যাফিক পুলিশকে সতর্ক করেছে লালাবাজার ৷ পাশাপাশি কলকাতা বন্দর এলাকায় যে জাহাজগুলি দাঁড়িয়ে থাকে সেই জাহাজগুলোকে ডবল করে আটকে রাখার আর্জি জানিয়েছে লালাবাজার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.