কলকাতা, 18 অগাস্ট : এখনও অধরাই নেতাজির অন্তর্ধান রহস্য । এই অন্তর্ধান দিবসে তাঁকে স্মরণ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী । তবে সুভাষচন্দ্র বসুর সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা জানার অধিকার মানুষের আছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এইদিকে নেতাজির সব ফাইল প্রকাশ করা হয়নি বলে সম্প্রতি কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় ।
1945-র 18 অগাস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে বলে দাবি করেন অনেক বিশেষজ্ঞ । যদিও এই দাবির স্বপক্ষে এখনও কোনও পোক্ত প্রমাণ নেই । তবে এইদিনের পর আর খোঁজ পাওয়া যায়নি নেতাজির । 2015 সালের সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেতাজির ফাইলগুলি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেয় । রাজ্য সরকারের অধীনে থাকা 64টি ফাইল 18 সেপ্টেম্বর প্রকাশ করা হয় । কলকাতা পুলিশের সংগ্রহশালায় রাখা হয় ফাইলগুলিকে । কেন্দ্রের কাছেও অন্যান্য ফাইলগুলি প্রকাশ্যে আনার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী । ফাইলগুলি প্রকাশ্যে এলে নেতাজির অন্তর্ধানের রহস্য কিছুটা স্পষ্ট হবে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা ।
নেতাজির 75তম অন্তর্ধান দিবসের কয়েকদিন আগে ফাইল প্রকাশ্যে আনার বিষয়টিকে আরও একবার উসকে দেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর । তিনি অভিযোগ করেন, কেন্দ্রের তরফে নেতাজির এখনও সব ফাইল প্রকাশ করা হয়নি । সম্প্রতিই নয়, এর আগেও সংসদের বাইরে ও ভিতরে বারবার নেতাজির অন্তর্ধান তথ্যে স্বচ্ছতার দাবি করে এসেছেন সুখেন্দুশেখর । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদসংস্থার সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রের তরফে এখনও নেতাজির সব ফাইল প্রকাশ্যে আনা হয়নি । এখনও প্রধানমন্ত্রীর দপ্তরে ও প্রতিরক্ষামন্ত্রকের কাছে অনেক নথি রয়েছে । "
আজ সুভাষ বসুর অন্তর্ধান দিবেস তাঁকে স্মরণ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেইক্ষেত্রেও অন্তর্ধানের রহস্য প্রসঙ্গ আসে । তিনি লেখেন, "1945 সালে আজকের দিনেই নেতাজি তাইওয়ান থেকে বিমানে চড়েছিলেন । তারপরের খবর আর জানা যায়নি । আমরা এখনও জানি না তাঁর সঙ্গে কী ঘটেছিল । তাঁর সঙ্গে কী ঘটেছিল জানার অধিকার আছে জনগণের ।"
-
On this day, in 1945, Netaji Subhas Chandra Bose went on a flight from Taihoku Airport in Taiwan, only to disappear forever. We still do not know what happened to him. People have a right to know about the great son of the soil
— Mamata Banerjee (@MamataOfficial) August 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On this day, in 1945, Netaji Subhas Chandra Bose went on a flight from Taihoku Airport in Taiwan, only to disappear forever. We still do not know what happened to him. People have a right to know about the great son of the soil
— Mamata Banerjee (@MamataOfficial) August 18, 2020On this day, in 1945, Netaji Subhas Chandra Bose went on a flight from Taihoku Airport in Taiwan, only to disappear forever. We still do not know what happened to him. People have a right to know about the great son of the soil
— Mamata Banerjee (@MamataOfficial) August 18, 2020
সুভাষ বসুর স্মরণে টুইট করেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি । তিনি লেখেন, এই কথা বলা হয় যে, আজকের দিনেই তাইহকু বিমান দুর্ঘটনার কবলে পড়েন ট্র্যাজিক হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু । যদিও তিনি সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কি না তার কোনও তথ্য প্রমাণ নেই । তাঁর জন্ম বার্ষিকী উদযাপন করা হয়, তাঁর মৃত্যুদিন কেউ জানেন না ।
-
The Tragic Hero #NetajiSubhashChandraBose is said to have been a victim of plane crash in TAIHOKU today, however it is not confirmed by any authenticate sources that he was died or not
— Adhir Chowdhury (@adhirrcinc) August 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
(1/2)
">The Tragic Hero #NetajiSubhashChandraBose is said to have been a victim of plane crash in TAIHOKU today, however it is not confirmed by any authenticate sources that he was died or not
— Adhir Chowdhury (@adhirrcinc) August 18, 2020
(1/2)The Tragic Hero #NetajiSubhashChandraBose is said to have been a victim of plane crash in TAIHOKU today, however it is not confirmed by any authenticate sources that he was died or not
— Adhir Chowdhury (@adhirrcinc) August 18, 2020
(1/2)
যদিও অধীরের এই টুইটের আগেই কংগ্রেসের টুইটে নেতাজির অন্তর্ধান দিবসকে 'মৃত্যু দিবস' হিসেবে উল্লেখ করা হয় । কংগ্রেসের টুইটে উল্লেখ করা হয়, "নেতাজি একজন জাতীয় নায়ক । দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা ভারতীয়দের আদর্শ । তাঁর 'প্রয়াণ দিবসে' আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই ।" একই পথে হেঁটে নেতাজির অন্তর্ধান দিবসকে মৃত্যুদিবস হিসেবে উল্লেখ করে BJP-ও । কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক লেখে, "আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা, অদ্বিতীয় যোদ্ধা এবং দেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী সেনানি নেতাজিকে তাঁর পূণ্য তিথিতে কোটি কোটি প্রণাম ।"
-
A national hero, Netaji Subhas Chandra Bose's dedication towards our Nation has been a source of inspiration for millions of Indians. We pay our heartfelt tributes to him today, on his death anniversary, for fighting unrelentingly for a free, united and prosperous India. pic.twitter.com/vMkcaHxzXh
— Congress (@INCIndia) August 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A national hero, Netaji Subhas Chandra Bose's dedication towards our Nation has been a source of inspiration for millions of Indians. We pay our heartfelt tributes to him today, on his death anniversary, for fighting unrelentingly for a free, united and prosperous India. pic.twitter.com/vMkcaHxzXh
— Congress (@INCIndia) August 18, 2020A national hero, Netaji Subhas Chandra Bose's dedication towards our Nation has been a source of inspiration for millions of Indians. We pay our heartfelt tributes to him today, on his death anniversary, for fighting unrelentingly for a free, united and prosperous India. pic.twitter.com/vMkcaHxzXh
— Congress (@INCIndia) August 18, 2020