কলকাতা , 15 অগাস্ট : 1947 এর 15 অগাস্ট ইংরেজদের অপশাসন থেকে স্বাধীন হয়েছিল ভারত । 73 বছর পর আবার এক কঠিন চ্যালেঞ্জের সামনে গোটা দেশ ,এবার লড়াই মারণ ভাইরাস কোরোনার বিরুদ্ধে । পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেছেন ,অতীতে অনেক চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা ভারত কোভিড - 19 প্যান্ডেমিকের বিরুদ্ধেও জয়ী হবে।
-
Every year we observe 'Freedom At Midnight’ by hoisting the tricolour at the stroke of midnight. This year let’s do the same, but stay safe. Wear a mask and keep distance. Our great nation has overcome many challenges. This one too shall be overcome.
— Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Jai Hind. Bande Mataram
">Every year we observe 'Freedom At Midnight’ by hoisting the tricolour at the stroke of midnight. This year let’s do the same, but stay safe. Wear a mask and keep distance. Our great nation has overcome many challenges. This one too shall be overcome.
— Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2020
Jai Hind. Bande MataramEvery year we observe 'Freedom At Midnight’ by hoisting the tricolour at the stroke of midnight. This year let’s do the same, but stay safe. Wear a mask and keep distance. Our great nation has overcome many challenges. This one too shall be overcome.
— Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2020
Jai Hind. Bande Mataram
দেশের 74 তম স্বাধীনতা দিবসের প্রাককালে টুইটে তিনি বলেছেন," এবার তিরাঙ্গা উত্তোলনের সময় মাস্ক পরেতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে । "
" প্রতি বছর আমরা মধ্যরাতে তিরাঙ্গা উত্তোলন করে আমরা স্বাধীনতা দিবস পালন করি । এই বছরেও আমরা স্বাধীনতা দিবস পালন করব , তবে সাবধানতা অবলম্বন করতে হবে । অতীতে অনেক চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছে ভারত, এই চ্যালেঞ্জও কাটিয়ে উঠবে । জয় হিন্দ। বন্দে মাতরম, " টুইটে বলেন মুখ্যমন্ত্রী ।