কলকাতা, ১৬ জুন : ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে ক্রিকেটপ্রেমীরা । মাঠের লড়াই ছড়ায় বাইরেও । বিশ্বকাপে 6 বার মুখোমুখী হয়েছে ভারত-পাকিস্তান । 6টি ম্যাচই ভারত জিতেছে । এবার ভারতকে ফেভারিট বলছে বঙ্গ ক্রিকেট মহল ।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কে কী বললেন-
লক্ষ্মীরতন শুক্লা-
কোনও রাখঢাক না করে বলছি ভারত এই ম্যাচে এগিয়ে। শুনলাম ওয়াসিম আক্রম বলছেন ভারতীয় ব্যাটিং লাইন আপ মাথাভারী। মিডল অর্ডারে গভীরতা নেই। KKR-এ খেলার সময় ওয়াসিম ভাইকে দেখেছি। ওঁর ক্রিকেট জ্ঞান নিয়ে সন্দেহ নেই। ও জানে পাকিস্তান পিছিয়ে। কিন্তু প্রাক্তন অধিনায়ক ছিলেন। ফলে বাইরে থেকে দলকে তাতানোর কাজটা করছেন। রোহিত, কোহলি, রাহুল, ধোনি রানের মধ্যে। মানসিকভাবে এগিয়ে থাকবে। তাই ভারতীয় দলকে ফেভারিট মানছি আমি।
মনোজ তিওয়ারি-
এই ম্যাচে কী হবে তা বলা যায় না। শুধু এই ম্যাচ কেন কোনও ম্যাচ নিয়েই বলা যায় না। কারণ খেলা হয় মাঠে। প্রতিপক্ষ পাকিস্তান চিরকালই আনপ্রেডিক্টেবল। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হারের পরে ইংল্যান্ডকে হারিয়েছে। তাই ভারতের বিরুদ্ধে মরিয়া হবে। তাছাড়া এই ম্যাচ নিয়ে আগাম বলা যায় না। তবে আমার ভোট ভারতের দিকে থাকবে। শিখর ধাওয়ানের অভাব মেটানোর ক্ষমতা এই ভারতীয় দলের আছে। আমের ছাড়া পাকিস্তানের বোলার কই। শুরুটা ভালো হতে হবে। তবে দিনের শেষে জিতবে ভারতই।
ঋদ্ধিমান সাহা-
কে এগিয়ে কে পিছিয়ে এনিয়ে কোনও মন্তব্য করতে চাই না। ভারতীয় ক্রিকেটার হিসেবে টিম ইন্ডিয়ার সাফল্য নিয়ে আমার সন্দেহ নেই। কারণ আমাদের যেকোনও আক্রমণ সামলানোর ক্ষমতা রয়েছে।
শুভময় দাস-
ভারত ফেভারিট। এনিয়ে সন্দেহ নেই। সেরা খেলোয়াড়রা রয়েছে বলে বলছি না। একটা ছন্দে রয়েছে পুরো দল। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়েছে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিতে খেলা না হওয়ায় জয়ের হ্যাটট্রিকটা থমকে গেল। না হলে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে কোহলিরা নামত।
মলয় ব্যানার্জি-
কুড়ি বছর আগে ম্যাঞ্চেস্টারেই বিশ্বকাপের ম্যাচে নেমেছিল ভারত-পাকিস্তান। সেই তুলনা এখন করা ঠিক হবে না । কারণ ভারতীয় ক্রিকেট মাঝের বছরগুলোতে যতটা এগিয়েছে পাকিস্তানে হয়নি । তবুও দুই দেশের ক্রিকেট ম্যাচ মানেই আলাদা অনুভূতি। ম্যাচ নিয়ে সৌরভ গাঙ্গুলির কাছ থেকে শুনেছি, ওরা ম্যাচ নিয়ে বাড়তি চিন্তা না করে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করত । এবারের বিশ্বকাপে ভারতীয় দল প্রথম ম্যাচ থেকে ভালো খেলছে। রোহিত শর্মা রানের মধ্যে। শিখর ধাওয়ানের অনুপস্থিতি মুছে ফেলার মধ্যে অনেক কিছু নির্ভর করবে। কারণ ওপেনিংয়ে ভারতীয় দলের ডান হাতি ও বাঁ হাতি কম্বিনেশন প্রতিপক্ষ বোলারদের লাইন নষ্ট করে দেয়। তাই রোহিতের সঙ্গে যে ওপেন করুন না কেন, শুনছি কে এল রাহুল করবেন। তাড়াহুড়ো না করে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করলে ভালো হবে। বিরাট কোহলি রয়েছেন। তিনি বড় ম্যাচের ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান করেছেন। এবার আমেরদের সামলানোর চ্যালেঞ্জ। কোহলিকে বড় রান করতে দেখতেই TV-র সামনে বসব। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বলার কিছুই নেই। ও জানে কী ভাবে সামলাতে হয় পরিস্থিতি। আমার মনে হয় হার্দিক পান্ডিয়া ভারতীয় ব্যাটিংয়ের সারপ্রাইজ় প্যাকেজ। বল হাতে বুমরা রয়েছেন। ভুবনেশ্বর কুমার যথাযথ। তবে শামিকে নিলে ভালো হয়। অন্যদিকে পাকিস্তান দল নিয়ে আগাম কিছু বলা যায় না। তাই বাবর আজ়ম, ফখর জ়মান , মহম্মদ হাফিজ় মরিয়া চেষ্টা করবেন তা ধরে নেওয়া যায়। তাই ইংলিশ কন্ডিশনে ভারতীয় ব্যাটিং বনাম পাকিস্তান বোলারদের লড়াই এই ম্যাচের আকর্ষণ। তবে আমার মতে ফেভারিট পাকিস্তান।