কলকাতা, 12 সেপ্টেম্বর : D.El.Ed প্রশিক্ষণ সম্পূর্ণ করা উচ্চপ্রাথমিকের শিক্ষক-শিক্ষিকাদের বার্ষিক বেতনবৃদ্ধি চালু হল ৷ গতকাল একটি বিজ্ঞপ্তি জারি এই ঘোষণা করে স্কুল শিক্ষা দপ্তর ।
স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে প্রশিক্ষণ বাধ্যতামূলক । তা না থাকলে চারবার বার্ষিক বেতনবৃদ্ধির পর তা বন্ধ হয়ে যায় । তাই রাজ্যের প্রশিক্ষণহীন সকল শিক্ষক-শিক্ষিকাকে B.Ed অথবা D.El.Ed কোর্স করতে হয় । উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের করতে হয় D.El.Ed কোর্স ।
স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টরের তরফ থেকে সব জেলার জেলা পরিদর্শককে পাঠানো নির্দেশিকা অনুযায়ী, প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকা যাঁরা 2 বছরের D.El.Ed কোর্স করেছেন, তাঁরা বার্ষিক বেতনবৃদ্ধি পাওয়ার যোগ্য ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2009 সালের 8 ডিসেম্বরের সরকারি নির্দেশিকার শর্তাবলী অনুযায়ী অপ্রশিক্ষিত মাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বেতন বৃদ্ধির সুবিধা পাবেন পরিবর্তিত বেতন কাঠামোয় ৷ তবে কাজে যোগ দেওয়ার পাঁচ বছরের মধ্যে রেগুলার, অনলাইন বা ডিসট্যান্স মোডে NCTE স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে অপ্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ নিতে হবে ৷ এরপর 2010 সালে NCTE নির্দেশ দেয়, উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকা হওয়ার জন্য দু'বছরের D.El.Ed কোর্স করা বাধ্যতামূলক । সেই অনুযায়ী, 2017 সালে অপ্রশিক্ষিত উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের অনলাইন D.El.Ed কোর্সে ভর্তি হওয়ার নির্দেশ দেয় স্কুল শিক্ষা দপ্তর ৷
গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষক-শিক্ষিকারা দু'বছরের D.El.Ed কোর্স সম্পূর্ণ করেছেন ও উচ্চপ্রাথমিক স্তরে পড়ান, তাঁরা বার্ষিক বেতনবৃদ্ধি পাওয়ার যোগ্য হবেন ৷ এবিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, "অবশেষে বহু আন্দোলনের পর D.El.Ed কোর্স করা শিক্ষকদের ইনক্রিমেন্ট চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য শিক্ষা দপ্তর । আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা শিক্ষামন্ত্রীর কাছে বারবার D.El Ed সমস্যা উত্থাপন করে সমাধানের আর্জি জানিয়েছিলাম । শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবি, অনার্স বা PG ক্যাটেগরির যে শিক্ষক-শিক্ষিকারা D.El.Ed করতে বাধ্য হয়েছেন, তাঁদেরও ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে ।"