ETV Bharat / state

D.El.Ed প্রশিক্ষণপ্রাপ্ত উচ্চপ্রাথমিকের শিক্ষকদের বার্ষিক বেতনবৃদ্ধি চালু - D.El.Ed প্রশিক্ষণ সম্পূর্ণ করা উচ্চপ্রাথমিকের শিক্ষক-শিক্ষিকা

D.El.Ed প্রশিক্ষণপ্রাপ্ত উচ্চপ্রাথমিকের শিক্ষকদের বার্ষিক বেতনবৃদ্ধি চালু হল ৷ বিজ্ঞপ্তি দিয়ে একথা জানায় শিক্ষা দপ্তর ৷

বিকাশ ভবন
author img

By

Published : Sep 12, 2019, 9:34 AM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর : D.El.Ed প্রশিক্ষণ সম্পূর্ণ করা উচ্চপ্রাথমিকের শিক্ষক-শিক্ষিকাদের বার্ষিক বেতনবৃদ্ধি চালু হল ৷ গতকাল একটি বিজ্ঞপ্তি জারি এই ঘোষণা করে স্কুল শিক্ষা দপ্তর ।

স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে প্রশিক্ষণ বাধ্যতামূলক । তা না থাকলে চারবার বার্ষিক বেতনবৃদ্ধির পর তা বন্ধ হয়ে যায় । তাই রাজ্যের প্রশিক্ষণহীন সকল শিক্ষক-শিক্ষিকাকে B.Ed অথবা D.El.Ed কোর্স করতে হয় । উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের করতে হয় D.El.Ed কোর্স ।

স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টরের তরফ থেকে সব জেলার জেলা পরিদর্শককে পাঠানো নির্দেশিকা অনুযায়ী, প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকা যাঁরা 2 বছরের D.El.Ed কোর্স করেছেন, তাঁরা বার্ষিক বেতনবৃদ্ধি পাওয়ার যোগ্য ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2009 সালের 8 ডিসেম্বরের সরকারি নির্দেশিকার শর্তাবলী অনুযায়ী অপ্রশিক্ষিত মাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বেতন বৃদ্ধির সুবিধা পাবেন পরিবর্তিত বেতন কাঠামোয় ৷ তবে কাজে যোগ দেওয়ার পাঁচ বছরের মধ্যে রেগুলার, অনলাইন বা ডিসট্যান্স মোডে NCTE স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে অপ্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ নিতে হবে ৷ এরপর 2010 সালে NCTE নির্দেশ দেয়, উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকা হওয়ার জন্য দু'বছরের D.El.Ed কোর্স করা বাধ্যতামূলক । সেই অনুযায়ী, 2017 সালে অপ্রশিক্ষিত উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের অনলাইন D.El.Ed কোর্সে ভর্তি হওয়ার নির্দেশ দেয় স্কুল শিক্ষা দপ্তর ৷

Education Department
স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি

গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষক-শিক্ষিকারা দু'বছরের D.El.Ed কোর্স সম্পূর্ণ করেছেন ও উচ্চপ্রাথমিক স্তরে পড়ান, তাঁরা বার্ষিক বেতনবৃদ্ধি পাওয়ার যোগ্য হবেন ৷ এবিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, "অবশেষে বহু আন্দোলনের পর D.El.Ed কোর্স করা শিক্ষকদের ইনক্রিমেন্ট চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য শিক্ষা দপ্তর । আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা শিক্ষামন্ত্রীর কাছে বারবার D.El Ed সমস্যা উত্থাপন করে সমাধানের আর্জি জানিয়েছিলাম । শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবি, অনার্স বা PG ক্যাটেগরির যে শিক্ষক-শিক্ষিকারা D.El.Ed করতে বাধ্য হয়েছেন, তাঁদেরও ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে ।"

কলকাতা, 12 সেপ্টেম্বর : D.El.Ed প্রশিক্ষণ সম্পূর্ণ করা উচ্চপ্রাথমিকের শিক্ষক-শিক্ষিকাদের বার্ষিক বেতনবৃদ্ধি চালু হল ৷ গতকাল একটি বিজ্ঞপ্তি জারি এই ঘোষণা করে স্কুল শিক্ষা দপ্তর ।

স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে প্রশিক্ষণ বাধ্যতামূলক । তা না থাকলে চারবার বার্ষিক বেতনবৃদ্ধির পর তা বন্ধ হয়ে যায় । তাই রাজ্যের প্রশিক্ষণহীন সকল শিক্ষক-শিক্ষিকাকে B.Ed অথবা D.El.Ed কোর্স করতে হয় । উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের করতে হয় D.El.Ed কোর্স ।

স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টরের তরফ থেকে সব জেলার জেলা পরিদর্শককে পাঠানো নির্দেশিকা অনুযায়ী, প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকা যাঁরা 2 বছরের D.El.Ed কোর্স করেছেন, তাঁরা বার্ষিক বেতনবৃদ্ধি পাওয়ার যোগ্য ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2009 সালের 8 ডিসেম্বরের সরকারি নির্দেশিকার শর্তাবলী অনুযায়ী অপ্রশিক্ষিত মাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বেতন বৃদ্ধির সুবিধা পাবেন পরিবর্তিত বেতন কাঠামোয় ৷ তবে কাজে যোগ দেওয়ার পাঁচ বছরের মধ্যে রেগুলার, অনলাইন বা ডিসট্যান্স মোডে NCTE স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে অপ্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ নিতে হবে ৷ এরপর 2010 সালে NCTE নির্দেশ দেয়, উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকা হওয়ার জন্য দু'বছরের D.El.Ed কোর্স করা বাধ্যতামূলক । সেই অনুযায়ী, 2017 সালে অপ্রশিক্ষিত উচ্চপ্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের অনলাইন D.El.Ed কোর্সে ভর্তি হওয়ার নির্দেশ দেয় স্কুল শিক্ষা দপ্তর ৷

Education Department
স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি

গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষক-শিক্ষিকারা দু'বছরের D.El.Ed কোর্স সম্পূর্ণ করেছেন ও উচ্চপ্রাথমিক স্তরে পড়ান, তাঁরা বার্ষিক বেতনবৃদ্ধি পাওয়ার যোগ্য হবেন ৷ এবিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, "অবশেষে বহু আন্দোলনের পর D.El.Ed কোর্স করা শিক্ষকদের ইনক্রিমেন্ট চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য শিক্ষা দপ্তর । আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা শিক্ষামন্ত্রীর কাছে বারবার D.El Ed সমস্যা উত্থাপন করে সমাধানের আর্জি জানিয়েছিলাম । শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবি, অনার্স বা PG ক্যাটেগরির যে শিক্ষক-শিক্ষিকারা D.El.Ed করতে বাধ্য হয়েছেন, তাঁদেরও ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে ।"

Intro:কলকাতা, ১১ সেপ্টেম্বর: অবশেষে D.El.Ed কোর্স করা শিক্ষক-শিক্ষিকাদের বার্ষিক বেতন বৃদ্ধি সুবিধা চালু হল। আজ একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চ প্রাথমিক স্তরের এই শিক্ষক-শিক্ষিকাদের বার্ষিক বেতন বৃদ্ধি সুবিধা চালু করার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক। তা না থাকলে চারটে বার্ষিক বেতন বৃদ্ধির পর বন্ধ হয়ে যেত বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা। তাই সময়ে সময়ে রাজ্যের প্রশিক্ষণহীন সকল শিক্ষক-শিক্ষিকাকে B.Ed অথবা D.El.Ed ডিগ্রি করতে হয়। উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের করতে হয়েছিল D.El.Ed ডিগ্রি। আজ D.El.Ed কোর্স করা উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের বার্ষিক বেতন বৃদ্ধি সুবিধা আবার চালু করার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর।

Body:স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টরের তরফ থেকে সব জেলার জেলা পরিদর্শকদের পাঠানোর এই নির্দেশিকা অনুযায়ী, প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকা যাঁরা ২ বছরের D.El.Ed কোর্স করেছেন তাঁরা বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাওয়ার যোগ্য। এর প্রেক্ষিতে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৯ সালের ৮ ডিসেম্বরের সরকারি নির্দেশিকার শর্তাবলী অনুযায়ী, অপ্রশিক্ষিত সেকেন্ডারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বেতন বৃদ্ধির সুবিধা পাবেন রিভাইজড পে স্ট্রাকচারে এই শর্তে যে, অপ্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকারা কাজে যোগ দেওয়ার ৫ বছরের মধ্যে রেগুলার, অনলাইন বা ডিসট্যান্স মোডে NCTE স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত হবেন। তারপরে ২০১০ সালে NCTE-র নির্দেশ দেয়, উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকা হতে গেলে দুই বছরের D.El.Ed কোর্স করা বাধ্যতামূলক। সেই অনুযায়ী, ২০১৭ সালে স্কুল শিক্ষা দপ্তর নির্দেশ দেয় অপ্রশিক্ষিত উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক-শিক্ষিকাদের অনলাইন D.El.Ed কোর্সে ভর্তি হতে।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষক-শিক্ষিকারা দুই বছরের D.El.Ed কোর্স সম্পূর্ণ করে নিয়েছেন ও উচ্চ প্রাথমিক স্তরে পড়ান তাঁরা বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধার যোগ্য হতে পারেন।

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র এ বিষয়ে বলেন, "অবশেষে বহু আন্দোলনের পর D.El.Ed কোর্স সমাপ্ত করা শিক্ষকদের ইনক্রিমেন্ট চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য শিক্ষা দপ্তর। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা শিক্ষামন্ত্রীর কাছে বারবার D.El Ed সমস্যা উত্থাপন করে সমাধান চেয়েছিলাম। অবশেষে সে বিজ্ঞপ্তি প্রকাশ পেল। আমরা শিক্ষামন্ত্রীর কাছে দাবি করছি, অনার্স বা PG ক্যাটাগরির টিচার যাঁরা D.El.Ed করতে বাধ্য হয়েছেন তাঁদেরও যাতে ইনক্রিমেন্ট দেওয়া যায় সে ব্যবস্থা করতে হবে।"
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.