কলকাতা, 1 জুলাই : কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হল । সদর কার্যালয়ের সবকটি গেটে বসতে চলেছে সিসিটিভি । বহিরাগতদের আনাগোনার উপরেও রাখা হবে বাড়তি নজরদারি । এবার থেকে পরিচয় পত্র ছাড়া কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না । ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের কলকাতা পৌরনিগমের অবাধ বিচরণের পর বিতর্কের ঝড় শুরু হয়েছে । সেই সঙ্গে কলকাতা পৌরনিগমের দীর্ঘদিনের সমস্যা দালাল চক্র। সব মিলিয়ে কলকাতা পৌরনিগমের নিরাপত্তাকে আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
কলকাতা পৌরনিগমের নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে স্বীকার করেছেন পৌর আধিকারিকরা । দেবাঞ্জন দেব ঘটনার পরেই নড়েচড়ে বসেছে কলকাতা পৌরনিগম । তাই এই সিদ্ধান্ত । যাদের পৌরনিগমের পরিচয় পত্র থাকবে না তাদের স্পেশাল পাস ইস্যু করতে হবে , এবং যেসব ভিজিটররা আসবেন তাঁদের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক থেকে ভিজ়িটার্স স্লিপ নিতে হবে । দ্রুতই এই ব্যবস্থা কার্যকর হবে।
আরও পড়ুন : Kolkata Municipal : কলকাতা পৌরসভার কমিশনারের সই জাল করে চাকরির আবেদন, ধৃত তিন
এদিকে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে অসাধু দালাল চক্রকে বন্ধ করতে । এর সঙ্গে দেবাঞ্জন দেবের কোনও সম্পর্ক নেই । কারণ কারও মুখ দেখে বোঝা যায় না সে প্রতারক। কলকাতা পৌরনিগমের দীর্ঘদিনের সমস্যা এই দালাল চক্র। সেই চক্র বন্ধ করতে এই সিদ্ধান্ত ।