ETV Bharat / state

প্রশান্ত কিশোরকে দুশো-চারশো কোটি না দিয়ে পদত্যাগ করুন মমতা : মুকুল

আজ নবান্নে প্রশান্ত কিশোর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে কটাক্ষ করলেন BJP নেতা মুকুল রায় । বলেন,স্বরাষ্ট্রদপ্তর থেকে পদত্যাগ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 27, 2019, 9:07 PM IST

কলকাতা, 27 জুন : প্রশান্ত কিশোরকে দুশো কোটি, চারশো কোটি টাকা না দিয়ে স্বাস্ব্য ও স্বরাষ্ট্রদপ্তর থেকে পদত্যাগ করুন, তাতে দলের মঙ্গল হবে ।" আজ নবান্নে প্রশান্ত কিশোর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে কটাক্ষ করে একথা বললেন BJP নেতা মুকুল রায় ।

মুকুলবাবু আরও বলেন, "প্রশান্ত কিশোর কি সুপার চিফ মিনিস্টার না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ? প্রশান্ত কিশোরকে যদি মুখ্যমন্ত্রী বলেন, উনি সুপার চিফ মিনিস্টার তাহলে একটা কথা ছিল। কে একটা ব্যবসায়ী এল, গেল । তার উপর কোনও আলোচনা হতে পারে না । অতএব প্রশান্ত কিশোর এল কী গেল তাতে নিয়ে রাজনীতির কী এসে যায় ? প্রশান্ত কিশোর কে? অখিলেশ ও মায়াবতীকে তো তুলে দিয়েছে। তাই প্রশান্ত কিশোরের জন্য BJP ভাবছে না । এতে BJP-র কিছু যায় আসে না ।"

গতকাল গুড়াপে পুলিশের গুলিতে BJP কর্মী জখম হওয়ার ঘটনায় মুকুল রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজ যেখানে সেখানে গুলি চালাচ্ছে । কারণ জানে আমার মুখ্যমন্ত্রী আছে । উনি বলবেন পুলিশ গুলি চালায়নি । গুড়াপের ঘটনায় পুলিশ গুলি চালিয়েছে । এর জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে । তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী । আমি আবার বলছি স্বাস্থ্য ও স্বরাষ্ট্র- দুই দপ্তরে তিনি ব্যর্থ ।"

বিধানসভায় কংগ্রেস, CPI(M)-কে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা । যদিও আজ তৃণমূল নেতৃত্ব জানায়, মমতার বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে । এপ্রসঙ্গে মুকুলবাবু বলেন, "ওটা রেকর্ডেড স্টেটমেন্ট । কেউ যদি না মানে, তাহলে কিছু বলার নেই । এইরকম হলে, বলতে হয় তাঁর মাথার ঠিক নেই ।"

কলকাতা, 27 জুন : প্রশান্ত কিশোরকে দুশো কোটি, চারশো কোটি টাকা না দিয়ে স্বাস্ব্য ও স্বরাষ্ট্রদপ্তর থেকে পদত্যাগ করুন, তাতে দলের মঙ্গল হবে ।" আজ নবান্নে প্রশান্ত কিশোর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে কটাক্ষ করে একথা বললেন BJP নেতা মুকুল রায় ।

মুকুলবাবু আরও বলেন, "প্রশান্ত কিশোর কি সুপার চিফ মিনিস্টার না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ? প্রশান্ত কিশোরকে যদি মুখ্যমন্ত্রী বলেন, উনি সুপার চিফ মিনিস্টার তাহলে একটা কথা ছিল। কে একটা ব্যবসায়ী এল, গেল । তার উপর কোনও আলোচনা হতে পারে না । অতএব প্রশান্ত কিশোর এল কী গেল তাতে নিয়ে রাজনীতির কী এসে যায় ? প্রশান্ত কিশোর কে? অখিলেশ ও মায়াবতীকে তো তুলে দিয়েছে। তাই প্রশান্ত কিশোরের জন্য BJP ভাবছে না । এতে BJP-র কিছু যায় আসে না ।"

গতকাল গুড়াপে পুলিশের গুলিতে BJP কর্মী জখম হওয়ার ঘটনায় মুকুল রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজ যেখানে সেখানে গুলি চালাচ্ছে । কারণ জানে আমার মুখ্যমন্ত্রী আছে । উনি বলবেন পুলিশ গুলি চালায়নি । গুড়াপের ঘটনায় পুলিশ গুলি চালিয়েছে । এর জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে । তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী । আমি আবার বলছি স্বাস্থ্য ও স্বরাষ্ট্র- দুই দপ্তরে তিনি ব্যর্থ ।"

বিধানসভায় কংগ্রেস, CPI(M)-কে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা । যদিও আজ তৃণমূল নেতৃত্ব জানায়, মমতার বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে । এপ্রসঙ্গে মুকুলবাবু বলেন, "ওটা রেকর্ডেড স্টেটমেন্ট । কেউ যদি না মানে, তাহলে কিছু বলার নেই । এইরকম হলে, বলতে হয় তাঁর মাথার ঠিক নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.