ETV Bharat / state

আগামী 24 ঘণ্টাতেও রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি

আগামীকাল উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামীকাল বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বজ্র-বিদ্যুৎ বৃষ্টিপাত হবে । তবে শুক্রবার থেকে তা বৃদ্ধি পাবে ।

rain
কালবৈশাখি
author img

By

Published : Apr 22, 2020, 3:33 PM IST

Updated : Apr 22, 2020, 7:06 PM IST

কলকতা, 22 এপ্রিল: কলকাতায় আজ সকাল থেকে আকাশের মুখ ভার । আগামী 24 ঘণ্টাও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে ৷ পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । আগামী শনিবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টি ও কালবৈশাখির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখি হতে পারে । 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । নদিয়া, হাওড়া, হুগলি, দুই পরগনা ও কলকাতাতে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতেও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা ।

আগামীকাল উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হবে । তবে শুক্রবার থেকে তা বৃদ্ধি পাবে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও কালবৈশাখির সম্ভাবনা রয়েছে । শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখি ও শিলা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে কালবৈশাখি ও শিলা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ।

গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 9 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । টানা ঝড়-বৃষ্টির ফলে একলাফে তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে স্বাভাবিকের থেকে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95% ও সর্বনিম্ন 65% । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 4.5 মিলিমিটার । উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । এরফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে । যার ফলে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে ।

চলতি সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা প্রদেশেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকতা, 22 এপ্রিল: কলকাতায় আজ সকাল থেকে আকাশের মুখ ভার । আগামী 24 ঘণ্টাও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে ৷ পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । আগামী শনিবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টি ও কালবৈশাখির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখি হতে পারে । 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । নদিয়া, হাওড়া, হুগলি, দুই পরগনা ও কলকাতাতে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতেও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা ।

আগামীকাল উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হবে । তবে শুক্রবার থেকে তা বৃদ্ধি পাবে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও কালবৈশাখির সম্ভাবনা রয়েছে । শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখি ও শিলা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে কালবৈশাখি ও শিলা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ।

গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 9 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । টানা ঝড়-বৃষ্টির ফলে একলাফে তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে স্বাভাবিকের থেকে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95% ও সর্বনিম্ন 65% । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 4.5 মিলিমিটার । উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । এরফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে । যার ফলে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে ।

চলতি সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা প্রদেশেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Last Updated : Apr 22, 2020, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.