কলকাতা, 23 জুলাই: শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, কিন্তু পড়ছে কই ? ভরা বর্ষার মরশুমেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং আংশিক মেঘলা আকাশ ছাড়া কিছু মিলছে না ৷ বদলে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশে অস্বস্তিকর গরম বেড়েছে ৷ তাপমাত্রা সহ্যসীমার বাইরে যায়নি ৷ এদিকে, ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা ৷ আলিপুর হাত্তয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে বৃষ্টি আরও কমবে ৷ আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তাপমাত্রার এখনই উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না ৷
রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকদফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সোমবার থেকে বৃষ্টি আরও কমবে ৷ বিক্ষিপ্তভাবে শুধুই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ এরকম বৃষ্টিতে আগামী 7 দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মেটার কোনও সম্ভাবনা নেই ৷ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টি কমবে ৷
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ আগামিকাল আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ৷ যদিও এই নিম্নচাপের প্রভাব রাজ্যের উপর সেভাবে পড়বে না ৷ মৌসুমী অক্ষরেখা ওড়িশার গোপালপুরের উপর দিয়ে বিস্তৃত রয়েছে ৷ আগামী কয়েকদিন এই কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷
আগামী তিন দিন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে দু-এক পশলা ভারী বৃষ্টির হতে পারে ৷ মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ তিনদিন পর বৃষ্টি আরও কমবে উত্তরে ৷ অর্থাৎ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টি কমার পূর্বাভাস ।
আরও পড়ুন: আজ সূর্যের প্রভাবে ভাগ্য খুলবে কাদের, জানুন রাশিফলে
শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ এবং সর্বনিম্ন 83 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 8.5 মিলিমিটার ৷ আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা ৷ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷