ETV Bharat / state

মেঘলা আকাশে চড়ছে পারদ, বড়দিনের আগে 'ঠান্ডা' শীতের দাপট; পড়ুন বিস্তারিত পূর্বাভাস - বড়দিন

West Bengal Weather Forecast: থমকে শীত ৷ বড়দিনে ঠান্ডার কামড় থেকে বঞ্চিত তিলোত্তমা ৷ আগামী 5 দিনে সর্বনিম্ন তাপমাত্রা 2-3 থেকে ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে ৷ তাই বড়দিনে ততটা ঠান্ডা থাকবে না বলে মত আবহাওয়া দফতরের।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 7:43 AM IST

Updated : Dec 22, 2023, 7:50 AM IST

কলকাতা, 22 ডিসেম্বর: বড়দিনের সাজে সেজে উঠেছে কলকাতা। শীতের আমেজ মেখে উৎসবে মেতে ওঠার প্রস্তুতি চলছে। জমিয়ে ঠান্ডা সেই মেজাজে বাড়তি মাত্রা যোগ করে। বিশেষত শুরুতেই শীতের জমিয়ে ব্যাটিংয় দেখে তিলোত্তমাবাসীর মনে হয়েছিল বড়দিনও ঠান্ডায় কাটবে ৷ তবে সেই আনন্দ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা বাড়ল অনেকটাই ৷ আহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকেই ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে থাকবে । ফলে বড়দিনে পারদ বেশ কিছুটা চড়া থাকবে বলে জানিয়ে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই আগামী 5দিনের পূর্বাভাস দিয়েছে ৷ সেখানে প্রথমেই বলা হয়েছে, প্রথম দু’দিন রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে। আপাতত সর্বনিম্ন তাপমাত্রার এভাবেই বাড়বে । ফলে শীত যেভাবে ইনিংস শুরু করেছিল তাতে কিছুটা হলেও রাশ পড়তে চলেছে । দক্ষিণবঙ্গে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরের দিকেই থাকবে । 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে পারদ । অনেকটা একই অবস্থা উত্তরবঙ্গের । সেখানেও কার্যত জমিয়ে শীত পড়েছে প্রথম দিন থেকে ।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবারের পর থেকে পারদ চড়বে উত্তরবঙ্গেও । সর্বনিম্ন তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়তে পারে । বৃহস্পতিবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 85 শতাংশ । শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন:

  1. ভোর হতেই নবান্নের দরজায় ডিএ আন্দোলনকারীরা, ধরনায় বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসা
  2. ফাটকা-শেয়ার বাজারে বিনিয়োগে ক্ষতি মিথুনের, আপনার ভাগ্যে কী আছে জানুন রাশিফলে
  3. শীতকালে কীভাবে চুলের যত্ন নিতে পারেন ? জেনে নিন কিছু টিপস

কলকাতা, 22 ডিসেম্বর: বড়দিনের সাজে সেজে উঠেছে কলকাতা। শীতের আমেজ মেখে উৎসবে মেতে ওঠার প্রস্তুতি চলছে। জমিয়ে ঠান্ডা সেই মেজাজে বাড়তি মাত্রা যোগ করে। বিশেষত শুরুতেই শীতের জমিয়ে ব্যাটিংয় দেখে তিলোত্তমাবাসীর মনে হয়েছিল বড়দিনও ঠান্ডায় কাটবে ৷ তবে সেই আনন্দ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা বাড়ল অনেকটাই ৷ আহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকেই ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে থাকবে । ফলে বড়দিনে পারদ বেশ কিছুটা চড়া থাকবে বলে জানিয়ে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই আগামী 5দিনের পূর্বাভাস দিয়েছে ৷ সেখানে প্রথমেই বলা হয়েছে, প্রথম দু’দিন রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে। আপাতত সর্বনিম্ন তাপমাত্রার এভাবেই বাড়বে । ফলে শীত যেভাবে ইনিংস শুরু করেছিল তাতে কিছুটা হলেও রাশ পড়তে চলেছে । দক্ষিণবঙ্গে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরের দিকেই থাকবে । 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে পারদ । অনেকটা একই অবস্থা উত্তরবঙ্গের । সেখানেও কার্যত জমিয়ে শীত পড়েছে প্রথম দিন থেকে ।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবারের পর থেকে পারদ চড়বে উত্তরবঙ্গেও । সর্বনিম্ন তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়তে পারে । বৃহস্পতিবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 85 শতাংশ । শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন:

  1. ভোর হতেই নবান্নের দরজায় ডিএ আন্দোলনকারীরা, ধরনায় বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসা
  2. ফাটকা-শেয়ার বাজারে বিনিয়োগে ক্ষতি মিথুনের, আপনার ভাগ্যে কী আছে জানুন রাশিফলে
  3. শীতকালে কীভাবে চুলের যত্ন নিতে পারেন ? জেনে নিন কিছু টিপস
Last Updated : Dec 22, 2023, 7:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.