ETV Bharat / state

West Bengal Weather Update: তৈরি গভীর নিম্নচাপ, এখনই আসছে না শীত, বাড়বে পারদ - রাজ্য়ে শীত কবে

আগামিকাল অর্থাৎ 9 ডিসেম্বর থেকে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে (West Bengal Weather Update)৷ আন্দামান সাগরে গভীর নিম্নচাপ সৃষ্টির কারণেই রাজ্যে ধাক্কা খেতে পারে শীত ৷

Weather Update
ETV Bharat
author img

By

Published : Dec 8, 2022, 6:50 AM IST

Updated : Dec 8, 2022, 8:13 AM IST

কলকাতা, 8 ডিসেম্বর: আন্দামান সাগরে গভীর নিম্নচাপের জেরে রাজ্যে শীত ধাক্কা খেতে পারে । আগামিকাল 9 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে । তবে তার আগে বৃহস্পতিবার শীতের আমেজ বজায় থাকবে (Sudden Interruption of Winter Due to New Low Pressure Area)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়ার দাপট রয়েছে । ফলে শীতের আমেজ বজায় রয়েছে ।

বুধবার কলকাতার তাপমাত্রা ছিল সর্বোচ্চ 25.8 ডিগ্রি সেলসিয়াস (Weather Report) । স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি । স্বাভাবিক। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 83 শতাংশ । বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে ।

এখনই রাজ্যে আসছে না শীত, বাড়বে পারদ

আরও পড়ুন: লক্ষ্মীবারে অর্থবিনিয়োগ শুভ কোন কোন রাশির, জানুন রাশিফলে

হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আন্দামান সাগরে । সেটা তামিলনাড়ু, পদুচেরী বা সাউথ কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে অভিমুখ করে আছে । এই আবহাওয়ার আংশিক প্রভাব বাংলায় পড়বে । ফলে আকাশ কিছুটা মেঘলা হওয়ার সম্ভাবনা আছে । 9 তারিখ বা তারপর থেকে রাতের তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যাবে । তিনি আরও জানান, মেঘলা আকাশ থাকলেও রাজ্যে আগামী পাঁচদিন বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা থাকছে না । দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের ক্ষেত্রে যে ঠান্ডাটা এখন অনুভব হচ্ছে, সেটা আজও থাকবে । উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই ৷

কলকাতা, 8 ডিসেম্বর: আন্দামান সাগরে গভীর নিম্নচাপের জেরে রাজ্যে শীত ধাক্কা খেতে পারে । আগামিকাল 9 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে । তবে তার আগে বৃহস্পতিবার শীতের আমেজ বজায় থাকবে (Sudden Interruption of Winter Due to New Low Pressure Area)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়ার দাপট রয়েছে । ফলে শীতের আমেজ বজায় রয়েছে ।

বুধবার কলকাতার তাপমাত্রা ছিল সর্বোচ্চ 25.8 ডিগ্রি সেলসিয়াস (Weather Report) । স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি । স্বাভাবিক। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 83 শতাংশ । বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে ।

এখনই রাজ্যে আসছে না শীত, বাড়বে পারদ

আরও পড়ুন: লক্ষ্মীবারে অর্থবিনিয়োগ শুভ কোন কোন রাশির, জানুন রাশিফলে

হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আন্দামান সাগরে । সেটা তামিলনাড়ু, পদুচেরী বা সাউথ কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে অভিমুখ করে আছে । এই আবহাওয়ার আংশিক প্রভাব বাংলায় পড়বে । ফলে আকাশ কিছুটা মেঘলা হওয়ার সম্ভাবনা আছে । 9 তারিখ বা তারপর থেকে রাতের তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যাবে । তিনি আরও জানান, মেঘলা আকাশ থাকলেও রাজ্যে আগামী পাঁচদিন বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা থাকছে না । দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের ক্ষেত্রে যে ঠান্ডাটা এখন অনুভব হচ্ছে, সেটা আজও থাকবে । উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই ৷

Last Updated : Dec 8, 2022, 8:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.