ETV Bharat / state

শীত ফেরার বার্তা নিয়ে পিঠে-পুলি উদযাপনের ইঙ্গিত হাওয়া অফিসের - WB Weather Update

WB Weather Update: বৃহস্পতিবারও শীতের পরশ খুব একটা ছিল না ৷ তবে উত্তুরে হাওয়া ঢুকতে আরম্ভ করেছে ৷ উত্তুরে হাওয়ার প্রবেশ মানেই বাড়বে শীত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 7:26 AM IST

কলকাতা, 12 জানুয়ারি: পৌষেও নাম মাত্র শীত ৷ আবহাওয়া দফতর আগেই শীতের প্রত্যাবর্তনের পূর্বাভাস দিয়েছিল । যদিও বৃহস্পতিবারের আবহে তার লেশমাত্র দেখা যায়নি । কেবল নাম মাত্রা ঠান্ডা ছিল ৷ সকাল থেকে রোদের তাপও ছিল অনেকটাই ৷ তবে শুক্র, শনি ও রবিরার জাঁকিয়ে শীতে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷

তবে রাজ্যের ভৌগলিক অবস্থানের কারণে একবারে শীত পড়ে না ৷ দফায় দফায় শীত পড়ে ৷ চলতি বছরে ডিসেম্বরের বেশ ঝোড়ো ব্যাটিং শুরু করেছিল ৷ শীতবিলাসীরাও ভেবেছিলেন যাক এবার তবে শুরু থেকেই ঠান্ডা পাওয়া যাচ্ছে ৷ তবে জানুয়ারির শুরুতে শীতবিলাসীদের আশায় জল ঢেলেছে শীত ৷ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাকিয়ে শীতের প্রত্যাশা থাকলেও তা এখনও অবধি ফিকে । আবার উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করলেও পারদের নিম্নগতি সেভাবে চোখে পড়েনি ৷ কনকনে ঠান্ডার পরিবর্তে কেবল ঠান্ডার শিরশিরানি অনুভূত হচ্ছে । বেলা পর্যন্ত রোদের তাপ যথেষ্ট অনুভূত হয়েছে।

বুধবারের তুলনায় কলকাতা এবং আশেপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। এক কথায় শহরের শীত এখন 'শীতঘুমে'। 2-4 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কমার কথা থাকলেও, তা চোখে পড়েনি । যদিও হাওয়া অফিস জানাচ্ছে শীতল হাওয়ার হাত ধরে উত্তরবঙ্গ এবং পশ্চিমের জেলায় শীত জাকিয়ে ফিরবে । সোমবার মকর সংক্রান্তি ৷ রবিবার থেকেই শুরু হয়ে যাবে শীতের দ্বিতীয় স্পেল ৷ এমনটাই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা ৷

বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 3.3 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 95 শতাংশ। আজ, শুক্রবার ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন । দিনের বেলা রৌদ্রজ্বল। সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15ডিগ্রি বা 15ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

  1. সাপ্তাহের শেষ দিনে ভাগ্য খুলবে কাদের, জানুন রাশিফলে
  2. উপার্জনের অর্ধেক দান রাম মন্দির নির্মাণে, প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ এল আবর্জনা কুড়ানির কাছেও
  3. শীতে সর্দি-কাশির সমস্যায় অস্থির ? মেনে চলুন এই ঘরোয়া প্রতিকার

কলকাতা, 12 জানুয়ারি: পৌষেও নাম মাত্র শীত ৷ আবহাওয়া দফতর আগেই শীতের প্রত্যাবর্তনের পূর্বাভাস দিয়েছিল । যদিও বৃহস্পতিবারের আবহে তার লেশমাত্র দেখা যায়নি । কেবল নাম মাত্রা ঠান্ডা ছিল ৷ সকাল থেকে রোদের তাপও ছিল অনেকটাই ৷ তবে শুক্র, শনি ও রবিরার জাঁকিয়ে শীতে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷

তবে রাজ্যের ভৌগলিক অবস্থানের কারণে একবারে শীত পড়ে না ৷ দফায় দফায় শীত পড়ে ৷ চলতি বছরে ডিসেম্বরের বেশ ঝোড়ো ব্যাটিং শুরু করেছিল ৷ শীতবিলাসীরাও ভেবেছিলেন যাক এবার তবে শুরু থেকেই ঠান্ডা পাওয়া যাচ্ছে ৷ তবে জানুয়ারির শুরুতে শীতবিলাসীদের আশায় জল ঢেলেছে শীত ৷ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাকিয়ে শীতের প্রত্যাশা থাকলেও তা এখনও অবধি ফিকে । আবার উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করলেও পারদের নিম্নগতি সেভাবে চোখে পড়েনি ৷ কনকনে ঠান্ডার পরিবর্তে কেবল ঠান্ডার শিরশিরানি অনুভূত হচ্ছে । বেলা পর্যন্ত রোদের তাপ যথেষ্ট অনুভূত হয়েছে।

বুধবারের তুলনায় কলকাতা এবং আশেপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। এক কথায় শহরের শীত এখন 'শীতঘুমে'। 2-4 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কমার কথা থাকলেও, তা চোখে পড়েনি । যদিও হাওয়া অফিস জানাচ্ছে শীতল হাওয়ার হাত ধরে উত্তরবঙ্গ এবং পশ্চিমের জেলায় শীত জাকিয়ে ফিরবে । সোমবার মকর সংক্রান্তি ৷ রবিবার থেকেই শুরু হয়ে যাবে শীতের দ্বিতীয় স্পেল ৷ এমনটাই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা ৷

বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 3.3 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 95 শতাংশ। আজ, শুক্রবার ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন । দিনের বেলা রৌদ্রজ্বল। সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15ডিগ্রি বা 15ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

  1. সাপ্তাহের শেষ দিনে ভাগ্য খুলবে কাদের, জানুন রাশিফলে
  2. উপার্জনের অর্ধেক দান রাম মন্দির নির্মাণে, প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ এল আবর্জনা কুড়ানির কাছেও
  3. শীতে সর্দি-কাশির সমস্যায় অস্থির ? মেনে চলুন এই ঘরোয়া প্রতিকার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.