ETV Bharat / state

West Bengal Weather Update: বাড়ছে অস্বস্তিকর গরম, বর্ষার প্রতিক্ষায় বাংলা - বাড়ছে অস্বস্তিকর গরম

অস্বস্তি কবে কাটবে, বর্ষা কবে প্রবেশ করবে রাজ্যে ? উত্তর এখনও জানা নেই হাওয়া অফিসের ৷ জৈষ্ঠমাসের তৃতীয় সপ্তাহেও গরম জোর কদমে চলছ ব্যাটিং করছে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 4, 2023, 7:19 AM IST

কলকাতা, 4 জুন: অস্বস্তিতে কাটতে আর কতদিন? প্রশ্নটা সহজ হলেও উত্তর জানা নেই। পরিস্থিতি যা তাতে গরমের জ্বালা থেকে রেহাই দিতে বর্ষাই ভরসা ৷ কিন্তু জৈষ্ঠ মাসের তৃতীয় সপ্তাহে গরম যেভাবে আইপিএল মার্কা ব্যাটিং করে চলেছে তাতে ত্রাহি ত্রাহি রব বাংলা জুড়ে । পাহাড় থেকে সমুদ্র কোথাও স্বস্তির দেখা নেই । তাপপ্রবাহের পরিস্থিতি না হলেও, গরম বেশ ভালোই ।

জুন মাস মানেই বর্ষার আগমনী । কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের ডিউটি অফিসার জিসি সাউ শনিবার জানান, মৌসুমী বায়ু প্রবেশের কোনও খবর তাদের কাছে আপাতত নেই । ফলে জৈষ্ঠ পেরিয়ে আষাঢ় দরজায় টোকা দিলেও বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই ৷ হালকা বৃষ্টি হলেও বাড়তে থাকা তাপমাত্রায় কতটা রাশ পড়বে তা বলা যাচ্ছে না ।

শনিবার রাজ্যের মধ্যে উষ্ণতম জেলা ছিল দক্ষিণবঙ্গের বাঁকুড়া ৷ এদিন সেখনকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস ৷ দ্বিতীয়স্থানে ছিল উত্তরবঙ্গের মালদা ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.3 ডিগ্রি সেলসিয়াস । আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস । এছাড়া শ্রীনিকেতন, বহরমপুর, মগরা, বর্ধমান, পুরুলিয়া, ব্যারাকপুরের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে । কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি অতিক্রম করে 39 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে ।

আর কত দিন পরে দেখা মিলবে স্বস্তির বর্ষার ? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলো যেমন বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ এই সকল জেলায় দু‘দিনের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । পাশাপাশি তাপপ্রবাহের সর্তকতাও রয়েছে । উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে প্রথম 2 দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী দিন-তিনেকের মধ্যেই দার্জিলিং, কালিম্পংয় ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: ফাটকায় বিনিয়োগ লাভজনক মেষের, বাকিদের কেমন কাটবে জানুন রাশিফলে

আগামী 4-5 দিনের মধ্যে উপরের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ তাপপ্রবাহের সতর্কতাও জারি করেনি আবহাওয়া দফতর । শনিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 গন্ডি পেরিয়ে গিয়েছিল । পাহাড় থেকে সমতল আগামী কয়েকদিন যে গরমে পুড়বে তা উর্ধমুখী তা বলাই যায় । আজ রবিবার আবহাওয়া অস্বস্তিকর ঘর্মাক্ত গরম থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 39ডিগ্রি এবং 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।

কলকাতা, 4 জুন: অস্বস্তিতে কাটতে আর কতদিন? প্রশ্নটা সহজ হলেও উত্তর জানা নেই। পরিস্থিতি যা তাতে গরমের জ্বালা থেকে রেহাই দিতে বর্ষাই ভরসা ৷ কিন্তু জৈষ্ঠ মাসের তৃতীয় সপ্তাহে গরম যেভাবে আইপিএল মার্কা ব্যাটিং করে চলেছে তাতে ত্রাহি ত্রাহি রব বাংলা জুড়ে । পাহাড় থেকে সমুদ্র কোথাও স্বস্তির দেখা নেই । তাপপ্রবাহের পরিস্থিতি না হলেও, গরম বেশ ভালোই ।

জুন মাস মানেই বর্ষার আগমনী । কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের ডিউটি অফিসার জিসি সাউ শনিবার জানান, মৌসুমী বায়ু প্রবেশের কোনও খবর তাদের কাছে আপাতত নেই । ফলে জৈষ্ঠ পেরিয়ে আষাঢ় দরজায় টোকা দিলেও বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই ৷ হালকা বৃষ্টি হলেও বাড়তে থাকা তাপমাত্রায় কতটা রাশ পড়বে তা বলা যাচ্ছে না ।

শনিবার রাজ্যের মধ্যে উষ্ণতম জেলা ছিল দক্ষিণবঙ্গের বাঁকুড়া ৷ এদিন সেখনকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস ৷ দ্বিতীয়স্থানে ছিল উত্তরবঙ্গের মালদা ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.3 ডিগ্রি সেলসিয়াস । আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস । এছাড়া শ্রীনিকেতন, বহরমপুর, মগরা, বর্ধমান, পুরুলিয়া, ব্যারাকপুরের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে । কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি অতিক্রম করে 39 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে ।

আর কত দিন পরে দেখা মিলবে স্বস্তির বর্ষার ? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলো যেমন বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ এই সকল জেলায় দু‘দিনের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । পাশাপাশি তাপপ্রবাহের সর্তকতাও রয়েছে । উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে প্রথম 2 দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী দিন-তিনেকের মধ্যেই দার্জিলিং, কালিম্পংয় ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: ফাটকায় বিনিয়োগ লাভজনক মেষের, বাকিদের কেমন কাটবে জানুন রাশিফলে

আগামী 4-5 দিনের মধ্যে উপরের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ তাপপ্রবাহের সতর্কতাও জারি করেনি আবহাওয়া দফতর । শনিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 গন্ডি পেরিয়ে গিয়েছিল । পাহাড় থেকে সমতল আগামী কয়েকদিন যে গরমে পুড়বে তা উর্ধমুখী তা বলাই যায় । আজ রবিবার আবহাওয়া অস্বস্তিকর ঘর্মাক্ত গরম থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 39ডিগ্রি এবং 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.